-
হ্যা আপনি ইচ্ছে করলে ফরেক্স মার্কেটে সর্বনিম্ন ১ ডলার দিয়েও ট্রেড করতে পারেন । তবে এই ১ ডলার দিয়ে আপনি ১ মিনিটও টিকতে পারবেন না । বাংলাদেশ ফরেক্স ফোরামে *আমরা কাজ করে অর্জিত বোনাস আমরা ট্রেডিং একাউন্টে নিয়ে ট্রেড করতে পারি । নতুন অবস্থায় এটি একটি ভাল মাধ্যম বলে আমি মনে করি ।
-
ফরেক্সে বড় সুবিধা হল এখানে অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায়। এমনকি অল্প সময়ের জন্য ও ট্রেড করা যায়। একজন ট্রেডারের বিনিয়োগ কম হোক বা বেশি হোক ট্রেডে দক্ষ হলে ভালো মুনাফা অর্জন করতে পারে। ফরেক্স করার আরেকটি সুবিধা হল ফোরাম হতে প্রাপ্ত বোনাস ট্রেড করার জন্য ব্যবহার করা যায়। এছাড়াও ব্যাংক একাউন্টের মাধ্যমে ট্রেডিং একাউন্টে বিনিয়োগ করা যায়।এবং তাতে যদি লাভ করে থাকেন তবে তার পরিমাণ খুব সামান্যই হবে।কিন্তু যদি কখনো মার্কেট আপনার বিপরীত দিকে যায় তাহলে যেকোনো মুহূর্তে আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে।
-
ইন্সটা ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে আর আপনি এই ব্রোকার হাউজটিতে সবোনিম্ন ২ ডলার ডিপোজিট করেও ট্রেড করতে পারবেন তবে বেশি ডলার ডিপোজিট করলে আপনি বেশি ফ্রি মার্জিন পাবেন যার ফলে অধিক ট্রেড ওপেন করা সম্ভাব হয় এবং বেশি প্রফিট লাভ করা যায়।
-
ফরেক্স ব্যবসা করতে হলে আগে ইনভেস্ট করতে হয় । তাই ইনভেস্ট এর টাকা খুব সহজে লস হয়ে যেতে পারে । এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে । আমি মনে করি ১ ডলার দিয়ে ট্রেড করা আর খেলা করা সমান । তবে নিয়মে আছে যে ১ ডলার দিয়েও ট্রেড করা যায় । কিন্তু আমি এইটা পছন্দ করি না ।
-
ডিপোজিট করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার । কেননা আমি মনে করি য়ে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে পরিশ্রমি হতে হবে । কেননা আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করব তাদেরকে অনেক বেশি পরিমাণে নিজের ডিপোজিটকে অত্যন্ত ভালভাবে কাজে লাগানোর কৈশল আয়ত্তে নিয়ে অাসতে হবে ।
-
সর্ব নিন্ম ১ ডলার দিয়েও ফরেক্সে ট্রেড করা যায়। এখানে দুইটি উপায় আছে ইনভেস্ত করার। প্রথম টি হল নিজে ডলার ইনভেস্ত করা আর ২য় টি হল ফরাম থেকে ইনভেস্ত করা। ফরাম থেকে আমরা আমাদের লিখা পোস্ট করে যা পাব সেই ডলার, যার জন্য আমাদের কে নিজের কাছ থেকে কোন ইনভেস্ত কিংবা ইলেক্ট্রনিক মাধ্যমের প্রয়োজন হয়না। ফরাম থেকে ই ডলার স্বয়ংক্রিয় ভাবে ট্রান্সফার হয়ে যায়। আমার কাছে ফোরাম খুব পছন্দনীয় একটা মাধ্যম। আপনার কাছে কেমন?
-
ফরেক্স ট্রেডার ইচ্ছে করলে এক ডলার দিয়েও ফরেক্স মার্কেটে সে ট্রেড করতে পারবে। তবে আমার মতে ফর্ক্স মার্কেটে যদি আপনি সস্থির সাথে ট্রেড করতে চান। ট্রেডিং একাউন্ট ব্যালান্স দিয়ে। কিন্তু অনেকের ব্যালান্স বেশি থাকে আবার অনেকের কম থাকে.সর্বোচ্চ ডলার এর কোনো সীমা নেই কিন্তু সর্ব নিম্ন ১ ডলার নিয়ে ট্রেড করা যায়.কিন্তু এইক্ষেত্রে অনেক ভেবে-চিনতে ট্রেড করতে হয়।
-
ইন্সটাফরেক্স ব্রোকারের মাধ্যমে সর্বনিম্ন 1 ডলার ডিপোজিটেও ট্রেড করা সম্ভব। সেই ক্ষেত্রে লিভারেজটা বেশি নিতে হয়। কিন্তু ডিপোজিট যেহেতু খুবই কম তাই এই ক্ষেত্রে একটু ঝুঁকি থাকে। তাই ট্রেড করার পূর্বে অবশ্যই সতর্কতার সাথে ট্রেড এন্ট্রি দেওয়া উচিত। তবে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা থাকতে হবে। কারণ ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা না থাকলে ফরেক্স ট্রেডিং করে লাভবান হওয়া যায় না।তবে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় ব্যালেন্সে বেশি ডলার থাকলে ট্রেড করতে সুবিধা হয় এবং ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা কম থাকে।
-
সবচেয়ে ভাল দিক হলো অন্যান্য ব্যবসায় হতে ফরেক্সে বড় সুবিধা হল এখানে অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায়। এমনকি অল্প সময়ের জন্য ও ট্রেড করা যায়। একজন ট্রেডারের বিনিয়োগ কম হোক বা বেশি হোক ট্রেডে দক্ষ হলে ভালো মুনাফা অর্জন করতে পারে। ফরেক্স করার আরেকটি সুবিধা হল ফোরাম হতে প্রাপ্ত বোনাস ট্রেড করার জন্য ব্যবহার করা যায়। এছাড়াও ব্যাংক একাউন্টের মাধ্যমে ট্রেডিং একাউন্টে বিনিয়োগ করা যায়।আমি ফেরক্স টেডে খুব আগ্রহি ছিলাম,কিন্তু মূলধন ছিলনা।বিভিন্ন ব্লগ আর টিউটিরিয়াল দেখে কিছুটা বুঝেছি।তার পর আমি এক জন এর সাহাজে এই ফোরাম সম্পকে জানতে পারি এবং ফোরামের বোমাস দিয়ে টেড শুরু করি।সতি কতা হচ্ছে ফোরাম যদি বোনাষ না দিতো তাহলে হয় তো কখনও ফরেক্স টেড করা সম্ভব হতো না আমার,কার আমার কাছে টাকা নেই ইনভেস্ট করার জন্য।তাই ফোরাম আমাকে সেই সুজোগ টা দিয়েছে
।ফোরম শুধু বোনাস দিয়ে নয় বরং আমাকে আনেক তথ্য ও দিয়ে সাহাজ্য করেছে।আর এই ফোরাম বাশির অভিজ্ঞ সিনিয়াররা সব সময় আমাদের মত নতুন দের সাপোট দিয়ে আসছে।ধন্য বাদ ফোরাম যা হোক আপনি চাইলে মাত্র 1 ডলার ডিপোজিট করেও ফরেক্স মার্কেট এ ট্রেডিং শুরু করতে পারবেন, তবে এক ডলার ডিপোজিট দিয়ে ট্রেডিং করে ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করার মাধ্যমে লাভ করা খুবই কষ্টসাধ্য, কেননা এক ডলার ব্যালেন্স দিয়ে আপনি সামান্য কিছু পিপসে ট্রেড ওপেন করতে পারবেন। এবং তাতে যদি লাভ করে থাকেন তবে তার পরিমাণ খুব সামান্যই হবে।কিন্তু যদি কখনো মার্কেট আপনার বিপরীত দিকে যায় তাহলে যেকোনো মুহূর্তে আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে।
-
ফরেক্স ব্যবসা কোন খেলা নয় । মনে রাখতে হবে ফরেক্স ব্যবসা করতে হলে আগে ইনভেস্ট করতে হয় । তাই ইনভেস্ট এর টাকা খুব সহজে লস হয়ে যেতে পারে । এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে । আমি মনে করি ১ ডলার দিয়ে ট্রেড করা আর খেলা করা সমান । তবে নিয়মে আছে যে ১ ডলার দিয়েও ট্রেড করা যায় । কিন্তু আমি এইটা পছন্দ করি না ।আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে আর আপনি এই ব্রোকার হাউজটিতে সবোনিম্ন ২ ডলার ডিপোজিট করেও ট্রেড করতে পারবেন তবে বেশি ডলার ডিপোজিট করলে আপনি বেশি ফ্রি মার্জিন পাবেন । ফোরাম আমাদেরকে জ্ঞান আহরণ ও মূলধন সরবরাহ করে এই ব্যবসাটিকে শেখার যথেষ্ট সুযোগ করে দিচ্ছে । আমাদেরকে এখান থেকেই শ্রম দিয়ে উঠে আসতে হবে ।১ ডলার দিয়ে ও ট্রেড করা যায় । ফরাম থেকে আমরা আমাদের লিখা পোস্ট করে আয় করতে পারি এবং সেই ডলার দিয়ে ট্রেড করতে পারি তাহলে আমেদের নিজ থেকে আর কন ইনভেস্ট করতে হল না । ফোরাম থেকে আমি অনেক উপক্রিত হয়েছি । ফোরাম আমার খুব পছন্দনীয় একটা আয় উপারজন কারী মাধ্যম ।
অর্থ