ফরেক্সে কখন ট্রেড করলে লসের সমভ্বাবনা বেশি থাকে
Printable View
ফরেক্সে কখন ট্রেড করলে লসের সমভ্বাবনা বেশি থাকে
ফরেক্সে কখন ট্রেড করবেন সেটা একজন ট্রেডারই ঠিক করেন। সে তার সুবিধাজঙ্ক সময়ে ট্রেড করবেন। ফরেক্স সপ্তাহে ২ দিন বন্দ থাকে। সে দু দিন ট্রেড করতে পারবেন না। ঐ দু দিন বাদ দিয়ে হাজি ৫ দিন যেকোন সুবিধাজনক সময় বেচে নিতে পারেন। নতুন ট্রেডারগণ তাদের অধিকাংশই বিশাল লস করেন এই নিউজ আওয়ারে৷অনকেরই ব্যালেন্স জিরো হয় এই সময়ে৷তাই নিউজ আওয়ারে ট্রেড না করা ভালো৷নতুন ট্রেডারদের উচিৎ নিউজ বের হওয়ার আধা ঘন্টা আগেই ওপেনিং ট্রেড গুলো ক্লোজ করে রাখা৷ তাছাড়া অফ সেশনেও ট্রেড করে তেমন কোনো প্রফিট পাবেন না৷ তাই ফরেক্স মার্কেটে সবার আাগে লস এড়াতে চাইলে দক্ষতা এবং ফরেক্স জ্ঞান এর প্রয়োজন অপরিসীম| তাই ফরেক্স মার্কেটে সবচেয়ে বড় এবং কার্যকর উপকরণ হল নিজের ট্রেডিং দক্ষতা| এটা মূলধনের চেয়ে বেশি কার্যকর, আপনার মূলধন যােই থা্কুক না কেন আপনার যদি ট্রেডিং স্কিল না থাকে তবে লাভ হবে কিভাবে? লস এড়ানো র উপায় হল নিজের একটা শক্তিশালী ট্রেডিং স্ট্রাটেজি তৈরী করা।
একেক সময় একেক কারণেই লসের উদ্ভব হতে পারে । লস হয় মুলত যখন অামরা চেষ্টা না করি এবং আমাদের ট্রেডিং গুলো নিজের ইচ্ছমতই ট্রেড করি । আসলে একটা নিয়মের মধ্য সুশৃঙ্খলভাবে ট্রেড করতে হবে । যত বেশি সম্ভব অত্যন্ত গভীরভাবে বিশ্লেষন করে ট্রেডিং প্রদান করলে লস কম হয়। এজন্য আপনাকে অবশ্যই মার্কেট মুভমেন্ট বা মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করতে জানতে হবে। অ্যানালাইসিস জ্ঞান যদি আপনার একেবারেই না থাকে তা হলে আপনি ফরেক্সে ট্রেড করে লাভের পরিবর্তে লসই বেশি করবেন। আমি মনে করি নিউজ ট্রেডিং করলে সব থেকে বেশি লাভবান হওয়া যায়।
মার্কেট বেশি ভোলেটাইল পজিশনে থাকে তখন লসের সম্ভাবনা বেশি থাকে। কারন এই সময়ে আপনি বাই নেন আর সেল যাই নেন না কেন মার্কেট আপনার স্টপ লস হিট মারবেই। এছাড়াও যারা মনে করেন টেকনিক্যাল এ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করেন তাদেরকে নিউজের সময় একটু সর্তক অবস্থায় ট্রেড নেওয়া উচিত। ফরেক্স লসের সম্ভাবনা ঠিক তখনিই থাকবে যখন কেউ মার্কেট ভালভাবে না বুঝে এবং এনালাইসিস ব্যাতিত ট্রেড করবে তাই ফরেক্স মার্কেটে সবার আাগে লস এড়াতে চাইলে দক্ষতা এবং ফরেক্স জ্ঞান এর প্রয়োজন অপরিসীম তাই ফরেক্স মার্কেটে সবচেয়ে বড় এবং কার্যকর উপকরণ হল নিজের ট্রেডিং দক্ষতা এটা মূলধনের চেয়ে বেশি কার্যকর ।
ফরেক্স ট্রেডিং 24/5 উপলব্ধ, ব্যবসায়ীদের কখন ট্রেড করতে হবে তা বেছে নেওয়ার ক্ষেত্রে নমনীয়তা প্রদান করে। সবচেয়ে সক্রিয় সেশন হল ইউরোপীয় এবং উত্তর আমেরিকা, উচ্চতর তারল্য এবং অস্থিরতা প্রদান করে। সংশ্লিষ্ট মুদ্রা জড়িত মুদ্রা জোড়া আরো সক্রিয়. সর্বোত্তম ট্রেডিং সুযোগের জন্য ব্যক্তিগত সময়সূচী, পছন্দের মুদ্রা জোড়া এবং বাজার ওভারল্যাপ বিবেচনা করুন।