-
ফরেক্স ব্যবসায় লস করার পিছনে একটা বড় কারণ হচ্ছে লোভ,কেননা এই লোভ এর দ্বারা প্রভাবিত হয়েই আমরা বড় ভুল করে ফেলি আর ফলস্বরূপ আমরা লস করে ব্যালেন্স জিরো করে ফেলি, কিন্তু লোভের উর্দ্ধে কোন মানুষ নাই অর্থাৎ সব মানুষ এর ভিতরেই কম বেশী লোভ আছে, তবে ফরেক্স এ টিকে থেকে ব্যবসা করতে চাইলে, অবশ্যই লোভকে নিয়ন্ত্রণে রাখতে হবে,অর্থাৎ অধিক লাভের আশায় কোনভাবেই লোভ এর দ্বারা প্রভাবিত হয়ে বড় বড় লটে ট্রেড করা যাবে না, সবসময় ট্রেড করার আগে ভালোভাবে মার্কেটকে যাচাই বাছাই করে নিতে হবে, এবং ছোট ছোট লটে ট্রেড করে অল্প লাভে সন্তুষ্ট থাকতে হবে, এতে করে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা কম থাকবে,এবং এভাবে যদি ছোট ছোট লটে ট্রেড করার মাধ্যমে ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় ,তাহলে অবশ্যই কোন না কোন সময় ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করা সম্ভব হবে।
-
কথায় বলে লোভে পাপ পাপে মৃত্যু। ফরেক্স মার্কেটেও ব্যাপারটা একই। কিছু কিছু ট্রেডার আছেন তাদের লোভের মাত্রা অতিরিক্ত বেশি, তারা বেশিদিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না। মানি ম্যানেজমেন্ট অনুযায়ী সব সময় লট কম নিয়ে ট্রেড করা উচিত। সেই ক্ষেত্রে ঝুঁকি নেওয়া যেতে পারে মুলধনের সর্বোচ্চ দশ শতাংশ থেকে পনেরো শতাংশ। কিন্তু সেখানে কেউ যদি লোভের বশে বেশি প্রফিট এর আশায় অতিরিক্ত লট নিয়ে ট্রেড করে তাহলে মার্কেট অতিরিক্ত লসে পৌঁছালে ব্যালেন্স শূন্য হয়ে যাবে এটা স্বাভাবিক। তাই লোভ থেকে বিরত থাকা উচিত।
-
লোভে পাপ পাপে মৃত্যু কথাটি চিরন্তন সত্য। যারা ফরেক্স মার্কেটে কাজ করছেন তাদের এই কথাটি মাথায় খুব ভালো ভাবে থাকা উচিত। কেননা ফরেক্স এমন একটি মার্কেট যেখানে নিজের লোককে কন্ট্রোল করা খুবই কঠিন। অনেকে লোভের বশবর্তী হয়ে বেশি লাভের আশায় অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করেন। যার ফলে বেশীরভাগ ক্ষেত্রে লস এ পরিণত হয়।তাই ফরেক্স মার্কেটে কাজ করার সময় অবশ্যই নিজের লোভ কে কন্ট্রোল করতে হবে
-
লোভে পাপ আর পাপে মৃত্যু এটা চিরন্তন সত্য একটা বাণী।পৃথিবীতে মানুষের ধ্বংসের পিছনে রয়েছে এই লোভ।আর ফরেক্সে এ তো লোভ তাদেরকে ফকির বানিয়ে দেয়।ফরেক্স খুবই প্রফিটেবল একটা বিজনেস।এই ব্যবসায় মানুষ খুব দ্রুত লাভ করতে পারে অনেক বেশি আয় করতে পারে।আবার যারা ফরেক্স সম্পর্কে না বুঝে লোকের দেখে লোভে পড়ে ফরেক্স এ এসে ইচ্ছামত ইনভেস্ট করে দুইদিন পর পুজি হারিয়ে তারা ফকির হয়ে যাচ্ছে।এজন্য ফরেক্স করতে হলে আগে ফরেক্স সম্পর্কে পুরোপুরি ধারণা অর্জন করতে হবে ফরেক্সর মার্কেট এনালাইসিস মানি ম্যানেজমেন্ট স্টপ লস টেক প্রফিট এগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা অর্জন করে ডেমোতে নিয়মিত ট্রেডিং প্র্যাক্টিস করে সফল হলেই কেবল রিয়্যাল ট্রেড শুরু করা উচিত বলে আমি মনে করি।আর লোভ পরিহার করে ফরেক্স করতে হবে তাহলেই আপনি ফরেক্স এ সফল হতে পারবেন।
-
লোভ জিনিস হলো ধংষের মূল বিষয় বস্তু।লোভ নিয়ে অনেক প্রবাদবাক্য ও রয়েছে।অতি লোভে তাতি নষ্ট।সকল কাজেই লোভ মুক্ত থাকাটা জরুরি।ফরেক্স ব্যবসায় আজ অবধি যারা লোভ করেছে কেউ তারা টিকে থাকতে পারেনি।ফরেক্সে লোভের বশবর্তি হয় বেশিরভাগ লোক মার্কেট এনালাইসিস না করে,আবার অধিক লাভের আশায় ওভার ট্রেড করে ফরেক্স থেকে অনেকেই ছিটকে পড়েছে।আবার অনেকে মার্কেট অনুকুলে দেখলে বেশি লাভের আশায় বড় লটের ভলিউম দিয়ে ট্রেড করে ফলে দূর্ভাগ্যবশত এমন ক্ষতির মুখে পড়তে হয় যা থেকে ফিরে আশাটা সহজ নয়।কারন ফরেক্স মার্কেট এর ১ সেকেন্ডের কোন নিশ্চয়তা নেই।তাতি লোভ কে দূর করে ফরেক্স এ কাজ করলে সফলতা সুনিশ্চিত।
-
আমি আগেও অনেকবার বলেছি যে ফরেক্স খুবই লোভনীয় একটি ব্যবসা।যেখানেই আপনি লোভ করবেন সেখানেই একটু ঝুঁকি থাকবেই।কাজেই ফরেক্স কেন যেকোন ব্যবসা শুরু করার আগে লোভকে মনের ভেতর থেকে মুছে ফেলা উচিত।কথায় আছে লোভের ফল কখনো ভাল হয় ন যদিও আপনি লোভের তাড়নায় পড়ে কিছুটা লাভবান হতে পারবেন কিন্তু সে লাভ খুবই ক্ষণস্থায়ী।কাজেই লোভ না করে বুঝে শুনে কাজ করলে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ।লোভ করে ফরেক্স করলে আপনার ব্যালেন্স জিরো হতে বেশি সময় লাগবে না।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ধৈর্য্যশীল হয়ে সময় নিয়ে দক্ষতার সাথে ট্রেড পরিচালনা করতে হবে।লোভ করা ভাল না।
-
আমাদের বোঝা উচিৎ ফরেক্স ব্যবসায় লস করার পিছনে একটা বড় কারণ হচ্ছে লোভ,কেননা এই লোভ এর দ্বারা প্রভাবিত হয়েই আমরা বড় ভুল করে ফেলি আর ফলস্বরূপ আমরা লস করে ব্যালেন্স জিরো করে ফেলি, কিন্তু লোভের উর্দ্ধে কোন মানুষ নাই অর্থাৎ সব মানুষ এর ভিতরেই কম বেশী লোভ আছে, তবে ফরেক্স এ টিকে থেকে ব্যবসা করতে চাইলে, অবশ্যই লোভকে নিয়ন্ত্রণে রাখতে হবে,অর্থাৎ অধিক লাভের আশায় কোনভাবেই লোভ এর দ্বারা প্রভাবিত হয়ে বড় বড় লটে ট্রেড করা যাবে না, সবসময় ট্রেড করার আগে ভালোভাবে মার্কেটকে যাচাই বাছাই করে নিতে হবে, এবং ছোট ছোট লটে ট্রেড করে অল্প লাভে সন্তুষ্ট থাকতে হবে, এতে করে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা কম থাকবে,এবং এভাবে যদি ছোট ছোট লটে ট্রেড করার মাধ্যমে ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় ,তাহলে অবশ্যই কোন না কোন সময় ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করা সম্ভব হবে।
-
আমার মতে ফরেক্স অাসলেই একটা মেধার ব্যবসা। আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদেরকে অনেক বেশি মানষিকভাবে শক্তিশালী হতে হয়। আর লোভ করলে তো সব শেষ। লোভের কারণেই বেশিরভাগ ট্রেডার এই মার্কেটে থেকে অকালে ঝরে পড়ে। আর লোভের ফল হল নিঃস্ব হওয়া এবং দেউলিয়া হওয়া। আমি জানি যে লোভ হল প্রতিটা মানুষের একটা মানবিয় খারাপ গুণাবলি আর ফরেক্স এর ক্ষেত্রে লোভকে পরিত্যাগ করার চেয়ে নিয়ন্ত্রন করা অনেক বেশি জরুরি।
-
ফরেক্সে ট্রেড করার সময় আর যাই করুন না কেন কখনই লোভ করবেন না কারন লোভ এমনই শত্রু যা আপনাকে যেকোনো সময় সর্বশান্ত করে মার্কেট থেকে ফেলে দিতে পারে। অনেকেই আমার এই বক্তব্যের সাথে একমত হবেন কারন তারা নিজেরাই হয়তোবা তার জলন্ত প্রমান।কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু।
-
হ্যা আমারা সবাই চেষ্টা করব লোভ থেকে দূরে থাকার জন্য । ফরেক্স মার্কেট কাজ করতে হলে আপনি কোন লোভ করবেন না কারন এটা আপনাকে এক বারে শেষ করে দিবে । ফরেক্স মার্কেট এ কাজ করে আপনি অল্প দিনে লাভ করতে পারেন আবার অল্প দিনে লস দিয়ে জিরো করে ফেলতে পারেন তাই আমি বলব লোভ করবেন না ।আস্তে আস্তে ট্রেড করুন অভিজ্ঞতা অর্জন করুন ভাল কিছু করতে পারবেন ।