ফরেক্স ট্রেডিং প্রফেশনালি নিতে চাইলে অবশ্যই আপনাকে নিদির্ষ্ট একটি সময়ে নিদিষ্ট একটি জায়গায় ট্রেড করতে হবে।ঠিক যেমন অফিস করে সেরকম সিরিয়াসলি ট্রেড করতে হবে।আপনি ডেমো ট্রেড করার মাধ্যমেই রিয়েল ট্রেডিং এর বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
Printable View
ফরেক্স ট্রেডিং প্রফেশনালি নিতে চাইলে অবশ্যই আপনাকে নিদির্ষ্ট একটি সময়ে নিদিষ্ট একটি জায়গায় ট্রেড করতে হবে।ঠিক যেমন অফিস করে সেরকম সিরিয়াসলি ট্রেড করতে হবে।আপনি ডেমো ট্রেড করার মাধ্যমেই রিয়েল ট্রেডিং এর বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
আসলে ফরেক্স একটি বৈশ্বিক ব্যবসা। আমরা ঘরে বসে এতে যুক্ত হতে পারি। যদি আপনি এটিকে ফুল্টাইম বিজনেস হিসাবে নেন বা আপনার টিম থাকে তবে একটি অফিস করে নিলে ভাল। একানে মুল ব্যপার হ্ল মনোযোগ ধরে রেখে এনালাইসিস করা, ম্যানেজমেন্ট মানা এবং সাভানে ট্রেড করা। এজন্য নিজের একটি স্থান থাকলে সব থেকে ভাল।
ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় পরিবারের মানুষের জন্য অনেক বেঘাত হয় ট্রেড এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে তবে ফরেক্স মার্কেট এ দামের খুব বেশি উঠান পতন হয় সন্ধা ৭ তার পরে যখন কিনা আমাদের জন্য অফিস এ থাকা কষ্ট সাধ্য তাহলে আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারব না তাই আমি বলব ফরেক্স বাসা থেকেই করা যায় আমরা চাইলে আমাদের জন্য আলাদা একটি রুম নিয়ে নিব যাতে করে আমরা ঘরে বসেই যেকোনো সময় ট্রেড করতে পারি
আসলে ফরেক্স একটি বৈশ্বিক ব্যবসা। আমরা ঘরে বসে এতে যুক্ত হতে পারি। যদি আপনি এটিকে ফুল্টাইম বিজনেস হিসাবে নেন বা আপনার টিম থাকে তবে একটি অফিস করে নিলে ভাল। একানে মুল ব্যপার হ্ল মনোযোগ ধরে রেখে এনালাইসিস করা, ম্যানেজমেন্ট মানা এবং সাভানে ট্রেড করা। এজন্য নিজের একটি স্থান থাকলে সব থেকে ভাল।
হ্যাঁ আমি ফরেক্স ট্রেড করার জন্য আলাদা কিছু নিউজ ফলো করি।আর ভাল আনালাইসিস এর জন্য অনেক নিউজ দেখতে হয়।আপনি একটা ট্রেড করবেন অনেক হিসাব করে কারন একটু ভুল এর জন্য আপনাকে লসস খেতে হবে...।আর ট্রেড করার সময় বাসার একটি আলাদা ঘরে করা উচিত কারন বাসার কারর জন্য যেন আপনার ট্রেড আনালাইসিস ভুল না হওঁ...।
হ্যা আমি ফরেক্স এ ট্রেড করার জন্য নিউজ ফলো করি কিন্তু আলাদাভাবে না। ফরেক্স ফ্যাক্টরির মাধ্যেমে অনেক মূলবান তথ্য ও নিউজ পাওয়া যায় আর সেখান থেকেই ফলো করে ফরেক্স মার্কেটৈ ট্রেড করি। তবে সব সময় নিউজ আমি সঠিকভাবে বুঝতে পারি না কিন্তু বুঝার চেষ্টা করি। এছাড়া মার্কেট নিয়ে বেশির ভাগ সময় এনালাইসিস করার চেষ্টা করি পাশাপাশি ট্রেডিং কৌশল, টাইম ফ্রেম এবং ডেইলি চার্ট এর মত বিষয়গুলো নিয়ে বুঝার চেষ্টা করি। আর এতেই আমার মনে হয় একজন ট্রেডারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার ট্রেডিং কৌশল এর জন্য।
আমরা যারা ফরেক্স মার্কেটে নতুন এবং নিয়মিত মার্কেটে প্র্যাকটিস করি,কিছু কিছু রিয়েল ট্রেডও করি তাদের হার্টবিট প্রায়ই বাড়বে/কমবে৷কারন এখানে লিকুইড বা চলমান নগদ মূদ্রা ক্রয়/বিক্রয় করা হয়৷তাই লাভ/লসও থাকে চলমান-গতিশীল৷এজন্য মাথা ঠান্ডা করে এনালাইসিস করা অপরিহার্য৷একটু ভূল হলেই নগদ লস আর লস৷তাই একটা নিরিবিলি কোলাহল মুক্ত রুম বা বারান্দা হলে খুবই ভালো হয়৷বিশেষ করে বড় বড় নিউজ আওয়ারে ও নির্দিষ্ট সেসনে মাথা এবং পরিবেশ শান্ত রাখা অত্যাবশ্যক৷
আপনি আসলে অনেক ভাল কথা বলছেন বাড়িতে ট্রেড করা অনেক ঝামেলা কারন আপনি যদি বাড়িতে ট্রেড করেন অনেক সময় অনেক কাজ করা লাগে তার কারন ট্রেড করতে সমস্যা হয় তাই ভাল হয় যদি আপনার একটা ট্রেড করার জন্য আলাদা রুম থাকে আপনি সেই রুম এ ট্রেড করলেন সেই রুম কেও আসলো না আপনি যদি ভাল করেন তা হলে দেখবেন সবাই আপনাকে ট্রেড করতে অনেক হেল্প করছে
আসলে ফরেক্স মার্কেট থেকে আয় করতে চাইলে একটি নির্দিষ্ট নিয়মে যে কোন একটি সঠিক বা সফল পেয়ারের উপর নির্ভর করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। আর এজন্য আপনাকে আগে ডেমো অনুশীলনের মাধ্যমে ফরেক্স সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করার পর আপনি রিয়েল এ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। তাহলে আপনি অবশ্যই সফল হতে পারবেন।
না ভাই ফরেক্স ট্রেডিং করার জন্য আমার আলাদা কোন জায়গা কিংবা কোথাও কোন অফিসও নেই । আমি আমার বাড়িতে ঘরে বসে ফরেক্স ট্রেডিং করি । হ্যা আপরার যুক্তি ঠিক অাছে তবে বাসায় যত ঝামেলাই হোক না কেন সবকিছু মেনেজ করে প্রয়োজনে অন্য সময় আপনি কাজ করতে পারেন । সবসময় তো আর সমস্যা থাকে না । সুতরাং জীবনে এরকম অনেক সমস্যা আছে এবং থাকবে, এর সমাধানও আমাদেরকেই বের করতে হবে ।