আপনি স্টপ লস ব্যবহার করলেই যে,প্রফিট করতে পারবেন,বা একাউন্ট নিরাপদে থাকবে, বিষয়টা এমন নয়।সব কিছুর মুলেই রয়েছে, ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান ও অভিজ্ঞতা। সেইসাথে দীর্ঘদিন এর ট্রেডি দক্ষতা।আমরা যখন দীর্ঘ সময় ধরে মার্কেট থেকে বিরতি নেই,বা একটা নির্দিষ্ট সময় মার্কেট পর্যবেক্ষণ করতে পারবো না,তখন সাধারনত স্টপ লস ব্যবহার করে থাকি। কিন্তু উপযুক্ত অবস্থানে স্টপ লস ব্যবহার করতে, আপনাকে পর্যাপ্ত দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। কেননা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড নিতে হবে। সাথে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে, সাপোর্ট রেজিস্ট্যাস্ন সম্পর্কে নিশ্চিত হয়ে তারপর স্টপ লস ব্যবহার করতে হবে।তবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে দক্ষ হন, সেইসাথে নিয়মিত মার্কেট পর্যবেক্ষণ করার ক্ষমতার অধিকারী হন, তাহলে স্টপ লস ছাড়াই নিয়মিত প্রফিট করতে পারবেন।