সবার সব বয়য়ে সৃত্মি লোপ পায় না। এবং আমি এমন ও অনেক বৃদ্ধ দেখেছি যাদের স্মরণ শক্তি আমার চেয়ে অনেক ভাল । আর বৃদ্ধ বয়সে আমি ট্রেডিং সাপোর্ট করি । কারণ তাহলে তাদের আর কারর ওপর নির্ভর করে থাকা লাগবে না । নিজের মত স্বাধীন ভাবে বাঁচতে পারবে ।
ধন্যবাদ ...
Printable View
সবার সব বয়য়ে সৃত্মি লোপ পায় না। এবং আমি এমন ও অনেক বৃদ্ধ দেখেছি যাদের স্মরণ শক্তি আমার চেয়ে অনেক ভাল । আর বৃদ্ধ বয়সে আমি ট্রেডিং সাপোর্ট করি । কারণ তাহলে তাদের আর কারর ওপর নির্ভর করে থাকা লাগবে না । নিজের মত স্বাধীন ভাবে বাঁচতে পারবে ।
ধন্যবাদ ...
আমার মনে হয় বৃদ্ধ বয়সে অনেক সময় পাওয়া যায় তাই ফরেক্স মার্কেটের ব্যবসা করা যায়। ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা থাকলে যেকোন বয়সে ফরেক্স মার্কেটের ব্যবসা করা যায়। বৃদ্ধ বয়সে অনেক সময় অবসর থাকে তাই এই সময় এই ব্যবসা করা যায়।আর অভিজ্ঞতা থাকলে তো কথাই নাই। বয়স কোনো ব্যাপার না আমার কাছে।
ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট। যেখানে সব্বাই স্বাধীন ভাবে বিজনেস কোরতে পারে। যেহেতু ফরেক্স মার্কেট এ সব্বাই ট্রেড কোরতে পারে সেহেতু আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড এর ক্ষেত্রে বয়স কোন বেপার নই। আপনি যেই বয়সের হন্নাকেন ফরেক্স মার্কেট এ আপনি ট্রেড কোরতে পারবেন। ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মেধা দিয়ে ফরেক্স মার্কেট কে এনালাইসিস করে ট্রেড করি। তাই জার মেধা ভালো সেই ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারবে।
আমি মনে করি ফরেক্স করার জন্য কোন বয়স লাগে না আপনার যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকে তাহলে আপনি বৃদ্ধ বয়সে ও ফরেক্সে ট্রেড করতে পারবেন কিন্তু এর জন্য আপনার কাজের প্রতি আগ্রহ থাকতে হবে
আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনার কথার সাথে আমি একমত পোষণ করতে পারছি না যে কোন কাজের জন্য বয়স কোন ব্যাপার নয় এটা আমাদের দেশের একটা প্রচলিত ভুল ধারণা বৃদ্ধ হলে কিছু করা যায় না বলে মূলত তাদের অনুৎসাহিত করা হয় একজন মানুষ যে কোন বয়সে ফরেক্স করতে পারে যদি তার এই ফরেক্স করতে উৎসাহ থাকে তাই এই ধরনের ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে
অাসলে শিক্ষার যেমন কোন বয়স নেই ঠিক তেমনি ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রেও বয়সের তারতম্য কোন প্রভাব বিস্তার করে না আসলে ফরেক্স ট্রেডিংয়ের জন্য জরুরি হল ট্রেডিং জ্ঞান ও অভিজ্ঞতার বয়সটা নয়। আমার দেখা এমনও ফরেক্স ট্রেডার রয়েছে যারা জীবনের শেষ প্রান্তে এসেও এই বয়সে সফলতার সাথে ফরেক্সে ট্রেড করছে এবং সফলতা অর্জন করছে আর তারা এটি তাদের ফরেক্সে দক্ষতা এবং অর্থনৈতিক জ্ঞানের লেই করতে পারছে।
আমি আপনার মতামতের সঙ্গে একদোম একমত না।
কারন আমি মনে করি বৃদ্ধ বয়সে মানুস ব্যাকার হয়ে যায় কাজ করার ক্ষমতা হারায় এই সময় ফরেক্সই তাদের জন্য উত্তম তারা ঘরে বসে বসে উার্জন করতে পারবে আর একটা কথা মানুষের বয়সের সাথে সাথে ধৈর্যটাও বৃদ্ধি পায় তাই ফরেক্স তাদের জন্য পার্ফেক্ট।
বৃদ্ব বয়সে অনেক কাজ করতে চাই এটা আমি সাপোর্ট করি কারণ একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে কাজ না কনে বসে থাকে তখন সে, বেশি অস্তির ও অসান্তি অনুভোব করে। তাই সে যদি কাজের মধ্যে থাকে সে বেশি ভালো থাকেবে।
এটা আমি কোন প্রবলেম বলে আমি মনে করি না।
কাজ যদি ভাল করতে পারে ত হক বৃদ্ধ ক্ষতি কি।
সবার ই ভুল হতেই পারে।
আমার মনে হয়, বৃদ্ধ বয়স এ ফরেক্স বিজনেস খুব ভালো। আর আমরা দেকতে পাই যে আর আমরা দেকতে পাই যে বেশির ভাগ বৃদ্ধ মানুষ বাসায় বসে ফরেক্স ট্রেড করে কারন বৃদ্ধ বয়সে মানুষ যদি ঘরে বসে অতিরিক্ত কিছু আয় করতে পারে তাহলে খুবই ভাল কথা। তবে আপনার যদি বেশি বয়স হয় তাহলে আপনার ট্রেড না করাই ভাল কারন তখন সব কিছুই আমাদের একটু উলট পালট হয়ে যায়।