-
এতে কোন সন্দেহ নেই যে ইন্সটাফরেক্স এশিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয় ব্লোকার। ইন্সটাফরেক্স তাদের সার্ভিস বিশ্বাসযোগ্যতা সকলের কাছে এমন ভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে যা সকল ইনস্টা ফরেক্স ব্রোকারে দলে অন্তর্ভূক্ত হয়েছে। বিশেষ করে পোস্টিং এর মাধ্যমে বোনাস প্রদান করার ফলে একজন নতুন ফরেক্স ট্রেডার ট্রেড বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে সক্ষম হয় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্সটাফরেক্স তাদের কর্ম সার্ভিস এর মাধ্যমে সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।
-
ফরেক্সে অনেকগুলো ব্রোকার আছে। এরমধ্যে এশিয়া মহাদেশে জনপ্রিয়তার ঊর্ধ্বে আছে ইন্সটাফরেক্স। জনপ্রিয়তার ঊর্ধ্বে থাকার কারণ হলো এখানে সুযোগ-সুবিধা অন্যান্য ব্রোকারের চেয়ে অনেক ভালো। ইন্সটাফরেক্স ব্রোকারের মাধ্যমে রিয়েল ডলার ডিপোজিট না করেও ট্রেড করা যায়। ফোরামে পোস্ট করে মাস শেষে বোনাস হিসেবে কিছু ডলার পাওয়া যায়। তাছাড়া বাংলা ফোরাম থাকায় এখানে পোস্ট করা আরো সহজ হয়ে গেছে। তাই এর সার্বজনীনতা বেশি। ফোরাম একাউন্টের সাথে ট্রেডিং অ্যাকাউন্ট অ্যাটাচ করা থাকলে প্রতিমাসে অটোমেটিকালি ট্রেডিং একাউন্ট এ এই বোনাসের ডলার যোগ হয়ে যায়। তাছাড়া এই ব্রোকারে অল্প ডিপোজিটেও ট্রেড করা যায়। অল্প ডিপোজিটে ট্রেড করার সুযোগ সকল ব্রোকারে থাকেনা। অন্যদিকে এখানে উইড্রো করার সময় কোন প্রকার এক্সট্রা কোন চার্জ কাটে না। বিশ্বস্ততার দিক থেকেও ইন্সটাফরেক্স এক ধাপ এগিয়ে। কারণ উইথড্র করার সময় ভুল একাউন্ট এখানে সাবমিট করলে পুনরায় ব্যালেন্স ব্যাক আসে।
-
আমার জানা মতে ইনস্টা ফরেক্স একজন এশিয়ানের কাছে সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানকারী একটি ব্রোকার প্রতিষ্ঠান। ইনস্টা ফরেক্সের যে কোন ট্রেডার যেন সর্বাত্মক সফল হতে পারে, এর প্রেক্ষিতে ইনস্টা ফরেক্স একটি পরিপূর্ণ সহায়তাকারীও বটে। ফরেক্সে রয়েছে অসংখ্য ব্রোকার। এই অসংখ্য ব্রোকারের মাঝ থেকে সঠিক ব্রোকার খুজে বের করা কষ্টসাধ্য। কিন্তু সবচেয়ে ভালো ব্রোকার টাই আমাদের বেছে নেয়া উচিত। ইন্সটা ফরেক্স এশিয়ার এক নম্বর ব্রোকার কারন ইন্সটা ফরেক্স ট্রেডার দের জন্য বেশ ভালো পরিবেশ সৃষ্টি করে ।
-
ইন্সটা ফরেক্স এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকার, ইন্সটা ফরেক্স ব্রোকার কয়েক বছর ধরে বেশ সুন্দর ভাবে তাদের সেবা পরিচালনা করে যাচ্ছে। অন্য ব্রোকারের চেয়ে ইন্সটাফরেক্স ব্রোকারের ঝুকি অনেক কম। ইন্সটাফরেক্স তাদের গ্রাহকদের জন্য ইন্সটাফরেক্স মাষ্টার কাের্ডর ব্যাবস্থা করেছেন যা দিয়ে খুব সহযেই অর্থের লেন-দেন করা যায়। ইনস্টা ফরেক্সের যে কোন ট্রেডার যেন সর্বাত্মক সফল হতে পারে, এর প্রেক্ষিতে ইনস্টা ফরেক্স একটি পরিপূর্ণ সহায়তাকারীও বটে।
-
এটি বেশ বিঃশ্বাসজনক এবং অনেক ঝুঁকিমুক্ত। কোন রকম ঝুঁকি ছাড়াই আমরা আমাদের ডলার এই ব্রোকারে জমা রাখতে পারি অথবা উইথড্র করতে পারি। তাছাড়া ইন্সটা ফরেক্সের অন্যতম সার্ভিস ফোরাম পোষ্টিং এর মাধ্যমে অনেকে ট্রেডিং বিজনেসের প্রতি আগ্রহী হয়ে উঠছে। বিনা পুঁজিতে ট্রেড করে আয় করা যাই।আর যখন আমি এই সম্পর্কে জানি তখন থেকে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমার আরও আগ্রহ বেরে যাই।
-
অনেক সময় অনেক ব্রোকার সম্পর্কে শোনা যায় তারা উত্তোলন নিয়ে ঝামেলা করে। আবার কিছু স্কাম ব্রোকার ও আছে। আপনাকে অবশ্যই দেখে শুনে ভালো একটা ব্রোকারে ট্রেড করতে হবে। ডিপোজিট করার আগেই চিন্তা করতে হবে। কেননা স্কাম ব্রোকারে ডিপোজিট করলে আপনার মুলধন হারাতে পারেন।
-
ইন্সটা ফরেক্স এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকা।ইন্সটা ফরেক্স এশিয়ার প্রথম ব্রোক।এটা এশিয়ার সব থেকে প্রথম এবং সব চেয়ে ভাল মানের ব্রোকার এর সুযোগ সুবিধা অন্যান্য গুলোর চেয়ে বেশি সেই কারনেই এটি প্রথম।
-
ইন্সটা ফরেক্স দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ব্রোকার,এই ব্রোকার অনান্য ব্রোকার এর তুলনাই আমাদের বেশি সুযোগ প্রদান করে থাকে,এই ব্রোকার এ আমরা সহজে ডিপোজিট ও উওোলন করতে পারি এবং এই ব্রোকার শুধুমাত্র আমাদের ফোরাম বোনাস দিয়ে থাকে যা দারা আমরা ট্রেড করে মুনাফা লাভ করতে পারি। ইনেস্টা ফরেক্সে যে সুযোগ সুবিধা দেয় তা অন্য কোন ব্রোকার দেয় না। ইনেস্টা ফরেক্স যে ফোরাম পোষ্টিং এর ব্যবস্থা করেছে সেটা আমাদের অনেক উপকারে আসে। তারপর এই ব্রোকার টাকা উত্তোলনের জন্য সব ধরনের ব্যবস্থা করেছে।
-
এশিয়ার মধ্য ইন্সটা ফরেক্স সবচেয়ে বেশী সুযোগ সুবিধা সম্বিলিত ব্রোকার সাইট। এশিয়ার মধ্যে ইন্সটা ফরেক্স এ কাজ করে সবচেয়ে মজা বেশী। আপনার লেনদেন সহজতর করার জন্য ইন্সটা ফরেক্স এ কাজ করতে পারেন।
-
ইন্সটা ফরেক্স এ অনেক ধরনের সুবিধা আছে যা অন্য কোন ফরেক্স মার্কেটে নাই। ইন্সটা ফরেক্স এ ডিপোজিট এর সময় এবং ইউথড্রো এর সময় কোন টাকা কাটে না। ইউথড্রো এর সময় কোন ভুল হলে পুনরায় সেই ডলার ট্রেডিং এ্যাকাউন্টে ফেরত আসে। খুব সহজেই সব কিসুর সমাদান করা যাই, কাস্তমার কেইর খুব হেল্পফুল তো সবকিসু মিলিয়ে ভালই লাগে। আর আমার কাসে মনে হই ইন্সটা ফরেক্স এ ১ নাম্বের এশিয়ার মদ্দে।