-
ফরেক্স মার্কেটে আমি বেশি দিন না কারন ফরেক্স মার্কেট সম্পর্কে আমি বেশি কিছু শিখে পারিনি। কারন ফরেক্স মার্কেট সম্পকে অল্প কিছু শিখে কাজ করছি আমি এখনো বেশি কোন কৌশল অর্জন করতে পারিনি তবে আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আমি ট্রেন্ড লাইন দেখে ট্রেড করার জন্য চেষ্টা করি ।
-
ফরেক্স এ আমি নতুন ,ফরামে কমেন্টস করি আর বনাস দিয়ে ট্রেড করি। ফরেক্স এর মাধমে আমার ক্যারিয়ার গড়তে চাই, আমি জানতে চাই কিভাবে ট্রেড এর লাভের টাকা তুলতে পারব?
-
আমি ফরেক্স এ প্রায় দুই বছর যাবৎ আসি । আমি কেন্ডেল ইস্টিক এনালাইসিস করে ট্রেড করতে পছন্দ করি তবে মার্কেট এর মুভমেন্ট বেশী করে বুঝার জন্য মুভিং এভারেজ ব্যবহার করি
-
ফরেক্সে আমি প্রায় ৬ বৎসর। দীর্ঘ তিন বৎসর আমি শুধু ফরেক্স শিখেছি আর লস করেছি। কিন্তু ফরেক্স থেকে দূরে সরে যাইনি। বর্তমানে লাভ হচ্ছে ইনশাল্লাহ। আমার কৌশল হলো মুভিং এভারেজ ক্রসিং। সাথে আর এস আই ইন্ডিকেটর।
-
আমি ফরেক্স এর সাথে জড়িত আছি ৮-৯ মাস এর মত হলো.ফরেক্স টিকে থাকার জন্য কৌশল যেটা আমি ফলো করি তা একান্তই আমার ব্যাক্তিগত। ফরেক্স এ থাকাকালীন এই ৮-৯ মাসের এবং ডেমো ট্রেডিং এ কাজ করা ৫ মাস এর অভিজ্ঞতা নিয়ে এখন ও ফরেক্স এ এঅগিয়ে চলছি.কৌশল খুব এ সহজ যত আপনি ফরেক্স এ সময় দিবেন তত আপনি মার্কেট বুঝতে সক্ষম হবেন.এই আমর অভিজ্ঞতার ৮-৯ মাস আমাকে মার্কেট সম্পর্কে ধারণা দেয়.
-
ফরেক্সে লাভ করতে কেীশল হল - অভিজ্ঞতা অর্জন, লোভ সামাল দেওয়া, মার্কেট এনালাইসিস করা, মানিম্যানেজম্যান্ট সম্পর্কে জানা , ধ্যর্য ধরে ট্রেড করা, ওভার ট্রেডিং না করা ইত্যাদি । তাই লাভ কমাতে হলে উপরিউক্ত কেীশল গুলো অর্জন করতে হবে । আমি তিন মাস যাবত এখানে আছি ।
-
ফরেক্স মার্কেট এ আমি কত দিন থাকবো তার এখন আমি নিশ্চয়তা দিতে পারছি না। তবে আমি যদি ভাল আয় করতে পারি এবং ভাল জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে ফরেক্স মার্কেট এ যথাযথ ভাবে আয় করতে পারি তাহলে আমি এই ফরেক্স মার্কেট এ আজীবন থাকব এবং ফরেক্স করেই জাবো।
-
ফোড়েক্স মাকেটে আমি ৩ মাস ফরেক্স থেকে আজ ও আয় করতে পারিনি তবেও ফরেক্স থেকে আয় করব বলে আমি অনেক পরিশ্রম করছি আশা করি ফরেক্স থেকে আয় করতে পারব | ফরেক্স থেকে আয় করা আমার লক্ষ তাই পরিশ্রম করছি |
-
ফরেক্সে আমি এসেছি বেশিদিন হয়নি মাত্র পাচ থেকে ছয় মাস। । আমার এখনো ফরক্সে সম্পর্কে শেখার আছে , তাই আমি চেষ্টা করে যাচ্ছি । কিন্তু আমি এর মধ্যে যেটুকু শিখতে পারছি তার মধ্যে আমার সবচেয়ে যে কৌশলটা বেশি গুরুপ্ত দিই তা হল মানি-ম্যানেজমেন্ট । আমার কাছে এই টাই সবচেয়ে বেটার কৌশল বলে মনে হয়।
-
ফরেক্স বিজনেসে আমি বেশী দিন হয়নি আর আমি অল্প দিনে ফরেক্স থেকে অনেক কিছু শিখেছি।তাই আমি ফরেক্স ট্রেডে আমার নিজের কোশল মনে করি আমার নিজের অভিজ্ঞতা।আর আমি আমার অভিজ্ঞতা দিয়ে ট্রেড করি আর আমার কোশলী ট্রেড করে আমি লাভ করি।আর আমি মনে করি ফরেক্স বিজনেসে আমার কোশল হলো আমার জ্ঞ্যান অভিজ্ঞতা আর পরিশ্রম।আর যানি আমি পরিশ্রম করে ফরেক্স থেকে আয় করতে চাই