আমি একজন পার্ট টাইম ট্রেডার।আরও ভালভাবে ফরেক্স শিখে ফুল টাইম ট্রেড শুরু করব।
Printable View
আমি একজন পার্ট টাইম ট্রেডার।আরও ভালভাবে ফরেক্স শিখে ফুল টাইম ট্রেড শুরু করব।
আমি মনে করি পার্ট বা ফুল টাইম ট্রাডের দের মদ্দে খুব বেশি প্রফিট এর পার্থক্য হয় না ,কারন ফরেক্স মার্কেট সারাদিন একি ভাবে মভমেন্ট কর না, তাই ফরেক্স কে আমি বাক্তি গত ভাবে ফরেক্স কে পারত টাইম হিসেবে নিব ।
ফরক্সে এমনি একটি ব্যবসায় যেখানে এর ট্রেডার গণ ইচ্ছা মত কাজ করতে পারে , কেউ ফুল টাইম ট্রেড করতে পারে , কেউ পারটাইম করতে পারে । এই একটি কারনে ফরেক্স অনেকে ফরক্সে কে ভাল বাসে এবং পছন্দ ।
ফরেক্স এমন একটি ব্যবসা যেটাকে অনেকেই পার্ট টাইম আবার অনেকেই ফুল টাইম হিসেবে নিয়ে থাকেন। ছাত্র ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি ফরেক্স ট্রেডিং করেন তাই তাদের জন্য এটা পার্ট টাইম। আবার চাকরিজীবী কিংবা অন্য ব্যবসায়ে নিয়োজিত কেউ যদি ফরেক্স করেন তবে তাদের জন্যও এটা পার্ট টাইম। আবার অনেকেই আছে ফরেক্স ছাড়া অন্য কিছু করেন না, ফরেক্স কেই ফুল টাইম হিসেবে নেন
আমিও আপনার সাথে একমত। একই সাথে অনেকগুলো ব্যবসা করতে গেলে সব ব্যবসা থেকে লাভ নাও হতে পারে। ফরেক্স ব্যবসাকে ফুলটিইম ব্যবসা হিসেবে বেছে নিলে এর গতিবিধি সহজেই বুঝা যায়। এতে করে ট্রেডে ভুল হয় কম। ফলে লাভ বেশি হয়।
ফরেক্স কে যারা একমাত্র পেশা হিসেবে নিয়েছে তারা ফুলটাইম ট্রেডার। আসলে ফরেক্স শুরু করার পরাপরই একমাত্র পেশা হিসেবে নেয়া উচিত নয়। কারন যদি কখনও বড় ধরনের লসের সম্মুখীন হয়, তখন তার সংসার চালানো কঠিন হয়ে পরে। আর যারা অন্য কোন কাজের পাশাপাশি ফরেক্স করে তারাই পার্ট টাইম ট্রেডার।
পার্ট ট্ইাম ট্রেডিং এর চেয়ে ফুল টাইম ট্রেডিং এ ই লাভ আমি মনে করি। কারন ফুল টাইম ট্রেডিং বেশি সময় ধরে গবেষনা করে নির্ভুল ভাবে ট্রেড করা যায়। তাই বলে এই না যে যারা বেশি সময় দেন না তারা লাভ করেন না, তারা ও লাভ করেন। পার্ট টাইম ট্রেডার দের নিউজ এনালাইজ করে ট্রেড করলে ভাল ফল পেতে পারেন। কারণ নিউজ এনালাইজ এ সবচেয়ে কম সময় লাগে বলে আমি মনে করি।
ফরেক্স এ পার্ট টাইম এবং ফুল টাইম উভয়ই প্রজোয্য । কেউ কেউ ফুল টাইম ফরেক্স এ কাজ করে আবার কেউ কেউ পার্ট টাইম হিসেবেও কাজ করে। তবে একটা কথা ফরেক্স করতে হলে যে ফুল টাইম ই করা লাগবে তা কিন্তু নয়। ফরেক্স এ ২৪ ঘন্টা বসে থাকা লাগবে না। শুধু একটু ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করলেই হবে। পার্ট টাইম করেও ফরেক্স থেকে ভালো আয় করা যায়। এটা কোন চিন্তার বিষয় নয়।
ফরেক্স এ যেহেতু পার্ট টাইম, ফুল টাইম ধরা বাধা কোন নিয়ম নাই তাই সর্বস্তরের মানুষ এ ব্যাবসা করতে পারে। স্কুল ছাত্র থেকে শুরু করে কোন অফিসের বড় কর্মকর্তা পর্যন্ত এ ব্যাবসা করতে পারে। ফরেক্স করার জন্য কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না। শুধু ভালভাবে আয়ত্ব করতে পারলেই হবে। তাছাড়া এখন মোবাইল এও ট্রেড করা যায় তাই ফরেক্স এখন হাতের মুঠোই। কারন আপনি এখন আপনার ফোন থেকেই ট্রেড করতে পারবেন।
ফরেক্সে দু ধরনের ট্রেডার আছে একটি হল পাট টাইম অন্যটি হল ফুল টাইম ট্রেডার ।তবে ট্রেডার যে রকমেরই হক না অর্থ আয়ত করে কিন্তু পাট টাইম ট্রেডা ফুল টাইম ট্রেডার থেকে টাকা আয় কম করে ।এখানে আবার দক্ষাত ও বিবেচনা করা হয় দক্ষতার দিক দিয়ে ফুল টাইম এগিয়ে ।