-
আমি জানি ফরেক্স এমন একটি পেশা যেখানে কাজ করলে অনেক কিছু পাওয়া যাবে যা আগে জানতাম না,তবে বত্তমানে জানার পর ভাল কিছু করার ইচ্ছা আছে যা হয়তো করতে বেশিদিন সময় লাগবে না।এছাড়া ফরেক্স করে আমি চাকরির পাশাপাশি নিজের ইচ্ছা অনুযায়ী ভাল কিছু আয় করতে চাই যা আমার পরিবারের জন্য সহায়ক হবে।
-
ফরেক্রে কাজ করে আমি একজন দক্ষ ট্রেডার হতে চাই। আর ফরেক্রে কাজ করে আমার জীবনের অনেক গেপ রয়েছে তা পূরণ করতে চাই। আমি ফরেক্র যানার পর নিজের জ্ঞান অনুযায়ে টাকা ইনকাম করব । আমি আমার ইচছা অনুযায়ি টাকা ইনকাম করব ফরেক্র মারকেট থেকে।
-
আসলে ফরেক্স মার্কেটের মত মার্কেটে আমি ট্রেড করতে পেরে আমি অনেক অনেক খুশি। কারন ফরেক্স মার্কেটে বিশ্বের সব বড় বড় ধনিরা এই ফরেক্স ব্যবসা করে থাকে। তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক কিছুই পেথে চাই। আমি চাই ফরেক্স মার্কেটে ট্রেড করে আমি একদি অনেক বড়লোক হব।
-
মানুষ্ যেই কাজ ই করুক না কেন প্রতিটি মানুষের ই কিসু না কিসু ভবিষ্যত পরিকল্পনা থাকে সেই কাজের উপর নির্ভর করে আমি ফরেক্স মার্কেট ই ট্রেড করছি অনেক দিন যাবত ফরেক্স মার্কেট এর উপর ভিত্তি করে আমার স্বপ্ন হলো আমি ভবিস্যতে একজন প্রফেসনাল ট্রেদার হতে চাই ফরেক্স মার্কেট এর সাথে নিজেকে আরো বেশি সম্পৃক্ত করতে চাই।
-
ফরেক্স এ কাজ করার মধ্যে দিয়ে আমি অন্য সবার মতই সাফল্য পেতে চাই । আমার স্বপ্ন আছে অনেক । যেস্বপ্ন গুলো আছে সেগুলো ফরেক্স এর মাধ্যমেই কেবল দ্রুত পূরণ করা সম্ভব । আমার স্বপ্ন পূরনের মাধ্যমে আমার পরিবারের স্বপবরও পূরণ হবে । আস্তে আস্তে আমি আমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছি ।
-
প্রথম যখন ফরেক্স মার্কেট সম্পর্কে শুনি তখন ফরেক্স মার্কেট থেকে তেমন কোন কিছু আসা করিনি।কারন আমি তখন ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন কিছু জানতাম না।এর পর আমি ফরেক্স মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করি।এর পর আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করা শুরু করি।এখন আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করতেছি।যেহেতু আমি একজন ফরেক্স ট্রেডার তাই আমি ফরেক্স মার্কেট নিয়ে অনেক কিছু আসা করে বসে আছি।আসা করে আমি সফল হতে পারবো।
-
ফরেক্স করে আমি ব্যাক্তিগত ভাবে নিজের উদ্দেগে প্রতিষ্ঠিত হতে চাই,নিজের উপার্জনের রাস্তা নিজেই তৈরি করতে চাই।এর সাথে আরও অনেকের জন্নে সুযোগ করে দিতে জগ।যাতে অর্থ উপার্জনের জন্য অন্য কারো উপর নিরভর করতে না হয়।নিজ পরিশ্রমের মূল্যায়ন নিজেই দিতে চাই সাতে সাথে উদাহরন স্থাপন করতে চাই।
-
সবাই যেমন ফরেক্স মার্কেট কিছু না কিছু প্রত্যাসা নিয়ে এসেছে তেমনি আমিও কিছু প্রত্যাসা নিয়ে এসেছি। আমি এখান থেকে একজন ভালো ফরেক্স ট্রেডার হতে চাই। আর এখান থেকে অনেক কিছু শিখতে চাই। যার মাধ্যমে আমি আমার ভবিশ্যতকে অনেক উন্নত করতে পারবো। আমি চাই এখান থেকে আমার নিজের পড়ালেখাকে নিজে চালাতে। আমি ফরেক্স থেকে আয় করতে চাই। আর এর মাধ্যমে আমার জীবনকে চেঞ্জ করতে চাই। আমি এ ব্যবসায় সফল হতে চাই।
-
ফরেক্স নিয়ে আমার আগ্রহ ব্যাপক । অন্যান্যদের মত ফরেক্স মার্কেট নিয়ে আমারও অনেক আশা রয়েছে । আমি আশা করি ফরেক্স মার্কেটে আমি একজন দক্ষ ট্রেডার হব যার মাধ্যমে আমি আমার অর্থনৈতিক চাহিদা মেটাতে সক্ষম হব । ফরেক্স মার্কেটে এটাই আমার চাওয়া । ধন্যবাদ ।।
-
ফরেক্সে কাজ করে আমি সফল হতে চাই। স্টুডেন্ট লাইফে ফরেক্সে বিজনেস করে একটা ভালো পুজি অর্জন করা হবে আমার টার্গেট। এরপর ফরেক্সে আমার বিনিয়োগও বাড়বে, পাশাপাশি বাস্তব জীবনেও অন্য কোনো ব্যবসা দাড় করানোর ইচ্ছা আছে। ফরেক্স এবং ব্যবসা দুটোই চলবে পাশাপাশি।