-
না ভাই আপনার ধারনা সামান্য একটু হোলেও ভুল আছে কারন এই ব্যবসা খুবি কঠিন একটা ব্যবসা এই ব্যবসা করতে গেলে অনেক এক্্রপার্ট হোতে হয় এবং অন্যদিকে একজন স্টুডেন্ট এর মন মানসিকতা থাকে অন্য রকম ফরড়ফুড়ে সুতরাং কোন স্টুডেন্ট ফরেক্স এ লস করলে তার পড়ালেখায় মন বসেনা। ধরতে গেলে ছাত্রদে ফরেক্স করাই উচিৎ না ।
-
আমি মনে করি ফরেক্সে কাজ করার মাধ্যমে ছাত্র এবং ছাত্রীদের হাত খরচ নিজেরাই উপার্জন করতে পারে। এতে করে পরিবারে তাদের সম্মান বারে এবং ছাত্র ছাত্রীরা ফরেক্সে আরও ভালো ভাবে কাজ করতে ইচ্ছুক হয়। তাই আমিও আপনার সাথে একমত পোষণ করে বলছি যে, ফরেক্স ছাত্র ছাত্রিদের জন্য অবশ্যই অনেক কল্যাণকর।
-
এছাড়া বিডিপিপসের “ফরেক্স ইন্ডিকেটর” সেকশনে অনেক ইন্ডিকেটর রয়েছে। যেকোনো ইন্ডিকেটর প্রথমে ডেমোতে ... ফরেক্স বিজনেসে ট্রেড করতে গেলে অবশ্যই আপনাকে ভাল ব্রোকার নির্বাচন করতেহবে। ব্রোকারদের কাছে আমাদের ডিপোজিট ... আমার মতে ফরেক্স সবচাইতে উত্তম হলো ছাত্র-ছাত্রীদের জন্য । কারণছাত্র-ছাত্রীরা হাতখরচের জন্য
-
ফরেক্স ব্যবসা যারা দক্ষ তাদের সবার জন্য আমি মনে করি উত্তম পেশা।কারন এখানে অল্প সময়ে অল্প বিনিয়োগ করে যদি মার্কেট সম্পর্কে দক্ষ হই তাহলে অনেক টাকা আয় করা যাবে।আর আমি মনে ছাত্র ছাত্রী দের জন্য আয়ের একটা ভাল মাধ্যম কারন তারা অবসর সময়ে মার্কেটে বুঝে নিজদের হাত খরচ এর পয়সা যোগাড় করতে পারবে।
-
হ্যা। আমিও মনে করি ফরেক্স ছাত্র ছাত্রীদের জন্য সবচেয়ে ভাল।কারন এরা বেশী সম্য দিতে পারে। এবং এর মাধমে তারা টাকা আয় করার রাস্তা করতে পারে।
-
ফরেক্স বিজনেস আমদের মত ছাত্রদের জন্য অনেক ভাল ব্যবসা আপনি বা আমি ফরেক্স থেকে আয় করে আমাদের ছাত্র জীবনের টাকা চাহিদা মেটাতে পারি | আমি মনে করি ছাত্র বা ছাত্রি তাদের সময় কে কাজে লাগিয়ে ফরেক্স থেকে আয় করতে পারে ফরেক্স থেকে আয় করে ছাত্র জিবন সুন্দর হতে পারে |
-
আমি মনেকরি ফরেক্স মার্কেটের ব্যাবসা ছাত্র বা ছাত্রীদের করার কোন প্রযোজন নেই,তাই ফরেক্স মার্কেটের ব্যাবসা করতে গেলে অনেক সময় ব্যয় করে শিখতে গেলে লেখাপড়ার অনেক ক্ষতি হয় তাই আমি মনেকরি ফরেক্স মার্কেটের ট্রেডিং লেখাপড়া শেষে করলে অনেক ভাল হবে।
-
ফরেক্স বিজনেস করে এখন অনেকেই নিজের জীবন পালটে দিয়েছে।আর ফরেক্সে মার্কেটে কাজ করার মাধ্যমে ছাত্র এবং ছাত্রীদের হাত খরচ নিজেরাই উপার্জন করতে পারছে।যারা অনলাইনে কাজ করতে পারে তারা ফরেক্স করে অনেকেই নিজের আয় করা টাকা দিয়ে নিজের খরচ চালাচ্ছে।
-
ফরেক্স মার্কেটে কখনো কখেনো আমরা ট্রেড ওপেন করে মার্কেটে থাকি না আর তখন যদি মার্কেট বিপরিতে যাই তাহলে আপনার অনেক বড় লস হওয়ার সম্ভবনা থাকে তাই সেই ঝুকি কমাতে আপনার স্টপ লস ব্যবহাক করা হয়ে থাকে। আমি নতুন তাই আমার ইনভেষ্ট কম তাই আমি প্রতি ট্রেড ওপেন করে আমি স্টপ লস ইউচ করে থাকি এতে আমার ট্রেডের ঝুকি কম থাকে। তাই আমি বলবো ট্রেড কে ঝুকি মুক্ত রাখতে স্টপ লছের ভূমিখা অনেক। তাই স্টপ লস ইউছ করুন আর ট্রেডকে ঝুকি মুক্ত রাখুন।
-
আমি মনে করি ফরেক্স স্টুডেন্ট দের জইন্ন সবচেয়ে উপযুক্ত। কারন স্টুডেন্ট রা পরাশুনারার পাশাপাশি ফরেক্স শেখার অনেক সময় পেয়ে থাকে। এই সময়ে যদি ট্রেড শিখে ট্রেড করে তাহলে তারা নিজের হাত খরচের টাকা আয় করতে পারে। আবার পেশা হিসেবে নিতে পারে ।