-
বাসকি আপনাকে ধন্যবাদ আপনার পোস্টের জন্য । আপনার কথা অনেকাংশে ঠিক আবার অনেকাংশে ঠিক নয় । আসলে মার্কেটে আমরা একটি নির্দিষ্ট প্লানে আগানো উচিত । যেমন আপনি যদি টার্গেট করেন যে আপনি মাসে 50 ডলার আয় করবেন আর তা যদি আপনি এক দিনেই আয় করে ফেলেন তাহলে আপনার উচিত মার্কেটে আর কোন ট্রেড না করে মার্কেট পর্যবেক্ষন করা । এতে আপনার টার্গেট যেমন ঠিক থাকল তেমনি আপনার ব্যালেন্স ও লসের সম্মুখিন হল না । ধন্যবাদ ।
-
আমি মনে করি বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্যে ফরেক্স ব্যবসা একটি জনপ্রিয় ব্যবসা। ফরেক্সে কাজ করে ভালো করছে সবাই। শেয়ার মার্কেটের ব্যবসার চেয়ে ফরেক্সের ব্যবসা অনেক বেশি ভালো। তাছাড়া, ফরেক্স ব্যবসা এক ধরণের অনলাইন শেয়ার ব্যবসা।
-
আমাদের দেশের ছাত্রদের জন্য সবচেয়ে ভাল হবে ফরেক্স ব্যাবসা কারন ফরেক্স মার্কেটে আপনাকে সফলতা পেতে হলে অন্য কোন কাজের পাশা পাশি ফরেক্স করতে হবে কারন সারাদিন ফরেক্স নিয়ে পরে থাকবেন দিন শেষে লস করবেন সেটা আপনার হতাশার বড় কারন হয়ে দাড়াবে তাই আমাদের কে ফরেক্স করার পাশা পাশি অন্য ব্যাবসা করতে হবে।
-
আমাদের বাংলাদেশের ছাত্র ছাত্রীরা ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে পারে যদি তারা পড়ালেখার পাশাপাশি সময় ব্যয় করতে পারে,তাই ফরেক্স মার্কেটকে পার্টটাইম জব হিসেবে নিয়ে কিছু বাড়তি ইনকাম করে নিজের খরচ নিজে জোগাতে পারে তাহলে ভাল ভাবে চলতে পারবে,তাই ফরেক্স শিখার আগে ভাল করে ফরেক্স শিক্ষা নিতে হবে।
-
বাংলাদেশে চাকরি পাবিয়া মানে বিশাল কিছু ...কারণ যথেষ্ট যোগ্য জনশক্তি থাকলেও নেই চাকরির বেবস্থা..এইক্ষেত্রে ফরেক্স ট্রেডিং হতে পারে তাদের এঅশার আসার এঅলো.যেইখানে কিছু টাকা,ইন্টারনেট,আর অভিজ্ঞতা থাকলেই একটা ভালো ইনকাম করা সম্ভব.যেইখানে শারীরিক খাতা-খাটনির কোনো প্রজন পরে না.অনেক অ এর পাশা-পাশি অন্য কাজ ও করতে পারে.
-
ফরেক্স একটি স্বাধীন পেশা যা ঘরে বসেই করা যায় । এর জন্য প্রয়োজন অভিজ্ঞতা, পড়াশুনা এবং মার্কেট এ্যনালাইসিস । ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন এবং দিনে ২৪ ঘন্টাই খোলা থাকে । ফলে ছাত্ররা ও ফরেক্স ব্যবসা করতে পারে । তবে আমি মনে করি ছাত্র জীবনে এই পেশায় না আসাই ভাল ।
-
বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্যে ফরেক্স ব্যবসা একটি জনপ্রিয় ব্যবসা। বাংলাদেশের ছাত্র ছাত্রিদের জন্য অবশ্যই ফরেক্স বেশি দরকার বলে আমি মনে করে থাকি। কারন ফরেক্সে খুব অল্প পুঁজি নিয়ে ট্রেড করা যায়। শেয়ার মার্কেটের ব্যবসার চেয়ে ফরেক্সের ব্যবসা অনেক বেশি ভালো।
-
আমি মনে করি ছাত্র-ছাত্রীদের ফরেক্স না করায় উত্তম। কেননা টাকার মোহে পড়ে পড়ালেখা ছেড়ে দেবার সমূহ সম্ভবনা আছে। আর যদি লোভ সামলে টিকে থাকতে পারে তবে তো ভাল কথা।
-
ছাত্র ছাত্রীদের জন্য ফরেক্সই ভালো।কারন একজন ট্রেডার ফরেক্স থেকে যে পরিমান আয় করতে পারবে অন্য ব্যবসা যেমন শেয়ার মার্কেট এমনকি অন্য কোনো অনলাইনে ব্যবসা থেকে এই পরিমান আয় করা সম্ভব নয়।তবে এই ব্যবসার পুর্বশর্ত হচ্ছে আগে এই ব্যবসাটাকে ভাল ভাবে জানতে হবে।আর ছাত্রছাত্রী এটাকে খুব ভালভাবে আয়ত্ত করতে পারবে বলে মনে করি।
-
আসলে শেয়ার এবং ফরেক্স সম্পূর্ণ দুটি আলাদা মার্কেট। শেয়ার মার্কেট শুধু *নিজের দেশের অর্থনীতির উপর নির্ভরশীল। বিশেষ করে সেই কম্পানীর। অনেক সময় দেখা যায় যে কুট কয়েক মানুষই শেয়ার মার্কেটকে নিয়ন্ত্রন করে। কিন্তু ফরেক্স মার্কেট বিশ্ব অর্থনীতির উপর নির্ভরশীল। এটা কেহ নিয়ন্ত্রন করতে পারে না। শেয়ার মার্কেটে শুধু মার্কেট উপরের দিকে উঠলেই লাভ হবে। কিন্তু যখন শেয়ার মার্কেটে ধ্বস নামে তখন আপনি কোন লাভ করতে পারবেন না। বসে বসে দেখা ছাড়া। ফরেক্স মার্কেটে মার্কেট উপরে উঠুক কিংবা নিচে নামুক আপনার লাভ হবেই। যদি আপনি মার্কেট এর মুভমেন্ট বুঝে ট্রেড করতে পারেন। তাই ফরেক্স মার্কেটই আমার কাছে ভাল মনে হয়।