-
আমি মনে করি ফরেক্সের ভবিষ্যত খুবই ভাল।মানুষ যতদিন টিকে থাকবে ততদিন ফরেক্স মার্কেত টিকে থাকবে।আর আপনি যদি ফরেক্স মার্কেটে ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনার ইনকাম অসীম যা এদেশের কোন চাকুরীতে এত ইনকাম দিবে না।তাই বলব ফরেক্স মার্কেটে আপনি যদি আপনার ক্যারিয়ার গরতে চান তাহলে মার্কেট সম্পর্কে পড়ালেখা করুন।
-
ফরেক্স ব্যবসায়ের ভবিষ্যত সামনের দিনগুলোতে আমাদের মত উন্নায়শীল দেশ গুলোতে খুবই সম্ভাবনাময়। কারন ফরেক্স ট্রেডিং দিনকে দিন মানুষকে ভাল প্রফিট অর্জন করতে যে ভাবে সহায়তা করে বেকারত্বের অভিশাপ থেকে বেড় করে আনছে তাতে করে আমি মনে করি সামনের দিনগুলোতে ফরেক্স ট্রেডিং আরও অনেক বেশি জনপ্রিয় আয়ের উতস হিসাবে সকলের কাছে সীকৃতি লাভ করবে
-
অবশ্যই আবেগ পরিহার করতে হবে। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ট্রেডের ক্ষেত্রে আবেগ থাকলে অনেক ভুল সিদ্ধাত নেয়া হয়, ট্রেড লসে ক্লোজ করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
-
ফরেক্সের ভবিষ্যত হল উন্নতি । যে যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবেন । সুতরাং আমরা সব সময় ভবিষ্যতের কথা চিন্তা করব তাহলেই লাভবান হতে পারবেন । অতএব আমরা ভবিষ্যত নিয়ে বেশী বেশী চিন্তা করতে থাকি ।
-
ফরেক্স মার্কেট এর ভবিতশত আর ভালো হতে পারলে অনেক ভালো হবে। আপনি যদি ফরেক্স মার্কেট এ ৫-৬ গন্তা সময় দিতে পারেন আপনি আপনার চাকরির ১ মাসের বেতন ৩ গন্তাই তুলে নিতে পারবেন।আমি চাচ্ছি ফরেক্স মার্কেট এর ভবিতশত আর উজ্জ্বল হয়ে উঠক।
-
ফরেক্স বর্তমানে এমন একটা পেশা যেটা সারা বিশ্বব্যাপি প্রচুর জনপ্রিয় । আর জনপ্রিয় হওয়ার এমনি রাতারাতির কোন ব্যাপার নয় । কেননা ফরেক্স এমন একটা মার্কেট যেটা ব্যবসা হলে সচারচর অন্য যে কোন ব্যাবসা হতে এটা সম্পূর্ণ ব্যাতিক্রম । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে হলে অবশ্যই এর সাথে লেগে থাকতে হবে ।
-
আমার মতে ফরেক্সের ভবিষ্যৎ খুবি ভাল। কারন যে হারে আমাদের দেশের মানুষ ফরেক্সে যোগ দিচ্ছে তাতে তো মনে হচ্ছে ফরেক্সকে সরকার এদেশে অনুমতি দিতে বাধ্য হবে। আমারা হত অনেকে জানি না যে ফরেক্স কিন্তু আমাদের দেশে অনুমিত না। আমারা যদি সকলে ফরেক্সে যোগ জেয় তাহলে ফরেক্স আমাদের দেশের নাম্বার ১ পেশা হিসেবে স্বীকৃতি পাবে।
-
আমি মনে করি দিন যতই যাবে ফরেক্স এর ব্যাপকতা ততই বৃদ্ধি পেতে থাকবে । ফরেক্স ট্রেডিং ততই বিস্তিৃতি লাভ করতে থাকবে । দিন দিন আরও ব্রোকারের সংখ্যা বাড়তে থাকবে ফলে মার্কেট এর প্রতিযোগীতা বাড়বে । আমাদের মত সাধারন ট্রেডারদের জন্য সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে আমার মনে হয় ।
-
ফরেক্স মার্কেটের ভবিষ্যত উজ্জল কারন এই মার্কেটে ভাল করে জেনে ট্রেড করকে পারলে আমাদের কে পিছনের দিকে পিরে তাকাতে হবেনা। আপনি সারা বছর ফরেক্স থেকে আয় করতে পারবেন তার আপনাকে ফরেক্স নিয়ে অনেক বেশি করে জানতে হবে।
-
ফরেক্স একটি সুন্দর ব্যবসা যদি ভাল ভাবে শেখা যায় । এখান থেকে আমারা আমাদের জিবনের সব অর্থনৈতিক চাহিদা পূরন করা সম্ভব । এই ফরেক্স করে অনেকে অনেবে অনেকের জীবন পরিবর্তন করেছে । অনেকে তার জীবনের সব চাহিদা মেটাতে পেরেছে । আর যদি বলেন এই দেশে ফরেক্স এর ভ্যবিষত কী তাহলে বলব এই ফরেক্স এ দেশের বেকারত্ব দূর করতে অনেক ভূমিকা রাখবে ।