-
আমি ফরেক্স মার্কেট এ প্রতিমাস এ ১০ থেকে ১২ টা ট্রেড করি এর মধ্য আমার ৭ থেকে ৮ টা ট্রেড এ লাভ হয়, এ থেকে আমি যা লস করি তার থেকে আমি অনেক বেশি লাভ করতে পারি তাই আমি যত লাভ করতে থাকি তত আমি সাবধান হয়ে ট্রেড করি কারন লাভ করতে করতে যেন বড় কোন লস না হয়ে যাই এই ভাবে আমি ট্রেড গুল করি ফরেক্স মার্কেট এ
-
আমি ফরেক্স মার্কেটে নতুন সেহেতু এখনও এখান থেকে আমি লাভের চিন্তা করি না বরং আমি শিখার চেষ্টায় আছি কিভাবে আমার ট্রেডিং দক্ষতাকে আরও বেশি উন্নত করা যায়। তবে দক্ষতা অর্জনের পাশাপাশি আমি টুকটাক কিছু ট্রেড করে থাকি এই মার্কেটে। সপ্তাহে ৪/৫ টা ট্রেড করলে ১/২টা ট্রেডে লাভ করতে পারি আর আমি মনে করি এতে আমি বেশ সন্তুষ্ট কেননা এখন পর্যন্ত আমি ফরেক্স সম্পর্কে যতটুকু দক্ষ ও অভিজ্ঞ হয়েছি তার উপর ভিত্তি করে বলা যায় আমি প্রতি সপ্তাহে এই মার্কেট হতে আমার ট্রেডের ৩০% প্রফিট অর্জন করতে পারি। আর বাকী ৭০% লস হয়। আর আমি মনে করি আমার দক্ষতা যত বেশি উন্নত করতে পারব তত বেশি লসের সংখ্যা কমাতে পারব।
-
কতভাগ ট্রেড লস হয়, আসলেই বলা মুশকিল। কারণ, একেক সময় স্বল্প ভলিউমে ৫ / ১০টা ট্রেডে একসাথে প্রফিটস করলে পরে আবার হাই ভলিউমে একটা ট্রেডেই সব লাভ খোয়াই। তবে, ইনসটা ফরেক্সের সাথে আমি সবসময়ই লং টাইম ট্রেড করি, অবশ্যই মানি ম্যানেজম্যান্ট ফলো করি।
-
ভাই যদিও আমি লাভ কম করি কিন্তু আমার প্রত্যেক ট্রেড হয়ে থাকে লং টাইমের জন্য কারণ লং টাইমে ট্রেড করলে আমার মনে হয় প্রত্যেক ট্রেডার লসের চেয়ে লাভ বেশি করবে। কেননা আমি অনেক দিন ধরেই ফরেক্স মার্কেটে লং টাইমে ট্রেড করে আসছি ঐ হিসেবে বিবেচনা করলে দেখা যায় যে আমার বেশির ভাগ ট্রেড লসের চেয়ে লাভের পরিমাণ বেশি। তাই আমি মনে করি আপনি ফরেক্স মার্কেটে আগে লাভের চেয়ে ট্রেডিং কৌশল পরিচালনা করতে শিখুন তারপর ট্রেড করে প্রফিটের কথা চিন্তা করুন।
-
আমি ফরেক্সে সব সময় নিয়ম মেনে ট্রেড করার চেষ্টা করি যার কারনে আমি এখানে লং টাইমফ্রেমে ট্রেড করার দিকেই বেশি জোর দিয়ে থাকি এতে করে আমি অনেকাংশেই লসের অশংকাকে দূর করতে পারি এবং যার ফলে আমার অধিকাংশ ট্রেডই প্রফিট বা লাভের মুখ দেখে অর্থাত অধিকাংশ ট্রেডেই আমি বেশ ভাল প্রফিট লাভ করতে সক্ষম হই।
-
আমি ফরেক্স বিসনেস এ নতুন । তবে আশা করি ভাল করবো ।
আমি যতোটুকু যানি ফরেক্স এ ভাল আয় করা যায় । আমার চেষ্টা থাকবে ভাল কিছু করার।
-
আমার মতে ফরেক্স মার্কেটে লং টাইমে যে ট্রেডার ট্রেড করতে পারবে সে অবশ্যই এই মার্কেটে লসের চেয়ে লাভের পরিমাণ একটু হলেও বেশি করবে বলে আমার বিশ্বাস। কেননা আমি সাধারণত ফরেক্স মার্কেটে প্রায় সবগুলো ট্রেডই লং টাইমে করার চেষ্টায় থাকি এবং তা করিও। অতএব আমার উক্ত অভিজ্ঞতা থেকে বলতে যে ট্রেডার প্রথম অবস্থায় হতেই লাভের চিন্তা না করে শুধুমাত্র ট্রেড ধরে রাখার জন্য লং টাইমে ট্রেড করতে পারবে তবে সে অবশ্যই এক সময় এই মার্কেট হতে ভাল মুনাফা উপার্জন করতে সক্ষম হতে পারবে। এবং সে একসময় তার প্রত্যেক ট্রেডই শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হতে পারবে বলে আমার বিশ্বাস।
-
আমারও ভাই আপনার মত একই অবস্থা তারপরে আমার বড় অসুবিধা হল যে আমি কার কাছ থেকে হাতে নাতে ফরেক্স শিখার সুযোগ পাই নি তাই আজ থেকে ১০ মাস পর্যন্ত আমি শুধু লস আর লস খাচ্ছি কোন লাভ এর মুখ দেক্তে পাই না। মাঝে মাঝে যদি লাভ এর দেখা মেলে তাও আবার তারপরের লস তার চেয়ে দ্বিগুণ নিয়ে যাই।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্স ড্রেডিং করছি প্রায় ১ বছর ৮ মাসের মত আগে বুঝতাম না যে, কোন ট্রেডটা টা আসলে লাভ হবে আর কোন ট্রেডটা লস হতে যাচ্ছে। বলা যায় ঠিক ভাবে না বুঝে ট্রেড করার ফল, কখনো খুব ভালো লাভ আবার কখনো একাউন্টের সব ব্যালেন্সই লস। তবে এখন কিছুটা বুঝে ট্রেড করার চেষ্টা করছি তাই বলতে পারি আমার ২২% থেকে ২৫% লাভ থাকে।
-
আমি ফরেক্স মার্কেটে খুবই নতুন মেম্বার। বর্তমানে আমি ডেমোতে ট্রেডিং প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। পাশাপাষি মাঝে মাঝে রিয়েল ট্রেড করছি। তবে আমার নতুন ট্রেডিং অভিজ্ঞতায় আমি বলব আমার ৯৫% ট্রেডই সফলতা পাচ্ছে। এর পেছনের কারণ হিসেবে আমি আমার ডেমোতে প্রশিক্ষণের অভিজ্ঞতাকে মনে করি। আমি আরও কিছুদিন ডেমোতে ট্রেডিং করে অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করলে আমি ৯৯% সফলতা আশা করি। কেননা ১০০% সফলতা পাওয়া আমার মনে হয় কখনই সম্ভব না।