-
আমি মনে করি যে, ইন্ডিকেটার ব্যাবহার করতাম।আর আমার অনেক লস হতো একদিন আমি আমার ফ্রেন্ডের কাছে যাই।এবং তাকে খুলে বলি সে আমাকে বললো নিজের অভিজ্ঞতা দিয়ে ট্রেড করতে।এবং সেদিন থেকে আমি আমার নিজের কোশল জ্ঞ্যান পরিশ্রম করে ট্রেড করতে কয়েক দিন কিছু লস হতো।তখন আমার কাছে মনে হতো আমি মনে হয় ফরেক্স বিজনেস করতে পারবো না।পরে আমি আমার নিজের কোশলে ট্রেড করে আমি লাভ করি আর এখন আমি আমার নিজের কোশলে ট্রেড করি।
-
অনেকেই আছেন ইন্ডিকেটর দিয়ে টার্মিনাল চার্ট ভরিয়ে ফেলে এবং সব সময় এই ইন্ডিকেটর ফলো করেই ট্রেড করে।আমি এইটার ঘোর বিরোধী আর তাই এতোশতো ইন্ডিকেটর ব্যাবহার আমি মোটেই পছন্দ করিনা।তবে আমি আমার ট্রেডিং স্ট্রাটেজির সাথে দুই একটা ইনডিকেটর ব্যাবহার করি।যেমন ma এবং rsi এর মতো কিছু ইন্ডিকেতর।তবে কখনোই এগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল হই না।
-
ইন্ডিকেটর এক ধরণের নিদের্শক।যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে তা নিদেশ করে।যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে তবে ইন্ডিকেটর আপনাকে সেক্ষেত্রে সাহায্য করে। ইন্ডিকেটর নির্দিষ্ট কিছু ফমুর্লা দিয়ে কাজ করে।অনেক ইন্ডিকেটর রয়েছে।মেটাট্রেডা ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেওয়া থাকে।যেমন-bollinger bands
moving, Average, parabolicsar.আবার অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়।আপনার হয়তো ইন্ডিকেটর ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে।কারণ হয়তো আপনি নিজেই অনেক ভালো মাকের্ট এনালাইসিস করতে পারেন অথবা আপনার আগে থেকেই পছন্দের ইন্ডিকেটর রয়েছে।আপনি আপনার পছন্দ মতো ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আপনি আপনার ট্রেডিং প্ল্যাট ফর্ম এ অনেক ইন্ডিকেটর পাবেন,কিন্তু সম্পূর্ণ ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিৎ না,আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর আমি আমার ট্রেড এ ব্যবহার করে থাকি,আমি ১০০ মুভিং এভারেজ এর কনফারমেশন এর উপর ফরেক্স মার্কেট ট্রেড করে থাকি।
-
আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় কোনো প্রকার ইন্ডিকেটর ছাড়াই সম্পূর্ণ নিজের দক্ষতার উপর ট্রেড ওপেন করে থাকি । তার কারন হলো এই ফরেক্স মার্কেটে আমি নতুন,,, তাই আমার এই ইন্ডিকেটর ব্যবহারের উপর কোনো প্রকার দক্ষতা নাই । আমার এটাও জানা নাই যে,,, আমি যখন ট্রেড করে থাকি তখন আমি কোনো প্রকার ইন্ডিকেটরের সাহায্য নিয়ে থাকি কি না । তাই এই বিষয়ে যদি আমার ভুল ও হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই নেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
-
ট্রেড করার ক্ষেত্রে ঈন্ডিকেটর সবসময় সুফল বয়ে আনেনা। ট্রেড করার জন্য ঈন্ডিকেটর ছাড়াও মার্কেট এনালাইসিস করা জরুরি। আমি মাঝে মাঝে মুভিং এভারেজ ব্যবহার করি। তবে সবচাইতে ভাল নিজের টেকনিককে কাজে লাগানো।
-
ফরেক্স মার্কেটে অনেকেই আছে যারা ইন্ডিকেটরের সাহায্য নিয়ে বা ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে থাকে। কিন্তু ইন্ডিকেটর ব্যবহার করে সব সময় ভালো ফল আশা করা যায় না। অনেক সময় লাভের থেকে লস হওয়ার সম্ভাবনাই বেশি কাজ করে। আর এই কারনেই আমি কখনো ইন্ডিকেটর ব্যবহার করে বা ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেডিং করিনা। বরং নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করে থাকি এবং এটাই আমার কাছে উপযুক্ত প্রান্ত বলে মনে হয়।
-
আসলে মার্কেট ট্রেন্ড বুঝার জন্য কোনো নির্দিষ্ট ইন্ডিকেটর নেই। তবে নিজে নিজে এনালাইসিস করার পর ট্রেন্ড কনফার্মেসন এর জন্য ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। চার্ট এর ট্রেন্ড বুঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর টি অনেক বেশি উপকারী। দক্ষ ট্রেডারা মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন, ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য।
-
ইন্ডিকেটর ব্যবহার করে প্রফিট করা যায়। তবে ইন্ডিকেটর ব্যবহার করে লাভ করার সাথে সাথে নিজের এনালাইসিস কাজে লাগাতে হবে। কারন অন্ধভাবে ইন্ডিকেটর ফলো করলে বড় ধরনের লস হতে পারে। আর তাছাড়া ইন্ডিকেটরগুলো নিউজ সম্পর্কে ধারনা রাখে না।
-
ভাই আমি বর্তমানে সাধারনত rsi ইনডিকেটর দেখে ট্রেড করে থাকি , কিন্তু rsi ইনডিকেটর সব সময় ভালো সিগন্যাল দেয় না । তাই আপনি যে ইনডিকেটরই ব্যাবহার করুন না কেন সাথে আপনার মার্কেট আনাল্যসিস করতে হবে । ইচ্ছে আছে ভবিষ্যতে যখন আমি ফরেক্স ট্রেডিং সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারব তখন আমি নেকেড ট্রেডিং করব । তবে প্রাইস অ্যাকশান ট্রেডিং করার ও ইচ্ছে আছে । দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি ।