-
ফরেক্স অনেকটা শেয়ার ব্যবসার এর মত। কিন্তু পুরো ব্যপারটা শেয়ার ব্যবসার এর মত না। কারন শেয়ার ব্যবসা আপনি শূধু কিনতে পারেন। আর ফরেক্স এ আপনি কেনা এবং বেচা দুটিই করতে পারেন। আর শেয়ার ব্যবসা লস হওয়ার সম্ভবানা বেশি থাকে। কিন্তু ফরেক্স এ আপনি ট্রেড বিপরীতে দিকে গেলেও ট্রেড করে প্রফিট করতে পারেন।
-
ফরেক্স বিজনেস আর শেয়ার বিজনেস
অনুরুপ নয়।কারন এইখানে অনেক সময় ফোরামের
পোষ্ট করার ফলে যেই বোনাস দেয়া হয়
তা দিয়ে ট্রেড করে আয় করা যায় কিনতু
শেয়ার ব্যবসায় এমন কোন সুযোগ নেই।
-
ফরেক্স বিজনেস শেয়ার মার্কেটের মত নয়। এখানে বুল্লিস এবং বেয়ারিস দু দিক থেকেই ট্রেড করা যায়। কিন্তু শেয়ার মার্কেটে শুধু এক দিক থেকে ট্রেড করা যায়। শেয়ার মার্কেটে দাম কমলে কিনে রাখা হয়। আর দাম বাড়লে বিক্রয় করা হয়। কিন্তু ফরেক্স মার্কেটে দু দিক থেকেই ট্রেড করা হয়। বায় এবং সেল করার মাধ্যমে ট্রেড ওপেন করা হয়। এখানে যখন খুশি তখন ট্রেড করা যায় এবং চাওয়া মাত্রই ওপেন করা ট্রেড ক্লোজ করা যায়।
-
হ্যা ফরেক্স অনেক লাভজনক একটি ব্যবসা। তবে লাভ করতে হলে প্রথমে আপনাকে আগে ভালভাবে ফরেক্স জানতে হবে। ফরেক্স নিয়ে জানার জন্য আপনাকে ফরেক্স নিয়ে অনেক পড়াশুনার পাশাপাশি আপনাকে প্রথমে ফরেক্স ট্রেডে অভিজ্ঞ হতে হবে। মনে রাখবেন ফরেক্স আপনাকে তখনি দিবে যখন আপনি খুব ভালভাবে ফরেক্স জানার পর ট্রেডে আসবেন।
-
ফরেক্স বিজিনেস অনেকটা শেয়ার বাজারের বিজিনিসের মত কিন্তু সম্পুর্ন না।কারন শেয়ার বাজার মাত্র আট ঘন্টা খোলা থাকে কিন্তু ফরেক্স মার্কেট ২৪ ঘন্টায় খোলা থাকে।আপনি শেয়ার বাজারে কেবল কোণ দ্রব্যের দাম বাড়লে লাভ করতে পারেন কিন্তু ফরেক্স মার্কেট এ দাম বাড়ুক বা কম হক যেকোন অবস্থাই লাভ করতে পারেন।
-
ফরেক্স হল আর্ন্তজাতিক শেয়ার র্মাকেট এই কথায় কোন সন্ধেহ নেই , ফরেক্স র্মাকেটে সারা বিশ্ব ব্যাপী চলছে এটি বাংলাদেশী শেয়ার র্মাকেটের মত নয় বাংলাদেশী শেয়ার র্মাকেটে একমূখী কিন্তু ফরেক্স র্মাকেট হল দ্বিমূখী যেখানে র্মাকেট উঠলে লাভ কারা সম্ভব এবং র্মাকেট নামলে ও লাভ করা সম্ভব ।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত নয় ফরেক্স আর শেয়ার মার্কেটের মধ্যে বেশ কিছু মিল আছে তবে ফরেক্স মার্কেট শেয়ার মার্কেট এর হুবুহু অনুরূপ না অনেক অংশেই মিলে ফরেক্স মার্কেট অনেকটাই শেয়ার মার্কেট এর কাছাকাছি ফরেক্স মার্কেট এ ভিবিন্ন দেশের কারেন্সি কেনা বেচা হয়ে থাকে আর শেয়ার মার্কেট এ ভিবিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হয়ে থাকে। এছাড়াও আরো বেশকিছু পার্থক্য খুজে পাবেন।
-
হ্যা অবশ্যই সামান্য কিছু মিল আছে৷তবে ভিন্নতা আছে ব্যাপক৷ফরেক্সে কোনো প্রকার রাক্ষুসে গডফাদার পবেন না৷আপনি নিজেই ১০০ ভাগ মালিক হয়ে যখন খুশি তখন ইচ্ছামত ক্রয় বিক্রয় করতে পারছেন৷শেয়ার বাজরের তুলনায় ফরেক্স বাজার অনেক নির্ভরযোগ্য ব্যাবসা৷
-
আমরা যারা মনকেরি ফরেক্স আর শেয়ার মার্কেট এক তাহলে আমরা ভুলের জগতে বাস করতেছি । ফরেক্স মার্কেটে মুদ্রা কেনা বেচা হয় । এখানে দুই দেশের মুদ্রা লেনদেন করা হয়ে থাকে । । তাই আমাদের এই ব্যবসাকে শেয়ার ব্যাবসা বলা ঠিক হবে না । সুতরাং শেয়ার ব্যাবসার পদ্ধতি, প্রকার ফরেক্স ব্যাবসা থেকে সম্পূর্ণ আলাদা । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আসলে ফরেক্স এ মুদ্রা কেনা বেচা হয় । এখানে দুই দেশের মুদ্রা সম্পৃক্ত থাকে । তাই এই ব্যাবসাকে শেয়ার ব্যাবসা বলা উনুচিত । কারন শেয়ার ব্যাবসার পদ্ধতি, প্রকার ফরেক্স ব্যাবসা থেকে সম্পূর্ণ আলাদা । ফরেক্স এ আপনি কোন দেশের মুদ্রা ক্রয় করলে অন্য দেশের মুদ্রা সাথে সাথে বিক্রয় করেন । কারন মুদ্রা যোড় হিসাবে ক্রয় বিক্রয় হয় । এই পদ্ধতি কোন ভাবেই শেয়ার ব্যাবসার মত নয় ।