-
ভাল ভাবে ফরেক্স মার্কেটপ্লেসে টিকে থেকে এখান থেকে আয় করার ক্ষেত্রে মানিম্যানেজমেন্ট জ্ঞানের কোন বিকল্প নেই। মানিম্যানেজমেন্ট জ্ঞান বলতে মূলত সেই জ্ঞানকেই বুঝানো হয় যার আলোকে ট্রেড করলে প্রতিকূল পরিস্হিতিতে মার্কেট চলে গেলেও বড় ধরনের লসের ঝুকি থাকে না।
-
ফরেক্স মার্কেট এ মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ন। এটি নিয়ন্ত্রন ছাড়া মার্কেট এ আজ পর্যন্ত কেউ টিকে থাকতে হবে। আপনার একা্উন্ট এ যাই ডলার থাক আপনার একাউনট এর ২% এর বেশি না নিয়ে ট্রেড করলে একাউন্ট জিরো হবার কথা নয়।
-
মানিম্যানেজমেন্ট হলো আপনি প্রতি ট্রেডে কতটুকু লস নিবেন আর কতটুকু প্রফিট নিবেন তার রেশিও। আমার মতে ১:৩ রেশিও সবছেয়ে ভালো। অর্থাৎ আপনি ৫০ পিপস এসটপ লস নিলে ১৫০ পিপস টেক প্রফিট নিবেন আর রিক্রি নিবেন ১%-২% এখন পর্যন্ত এটাকে আর্দশ মানিম্যানেজমেন্ট হিসাবে ধরা হয়। তবে অনেকে ১:২ রেসিও ট্রেড করে তবে এতে ভালো সুবিধা পাওয়া যায় না। তবে কেউ কেউ ১:৫ রেশিও করে থাকে এটা ভারি ব্যালেন্স না থাকলে করা ঠিক না। এটাই হলো আপনার মানিম্যানেজমেন্ট
-
আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলবো এক কথায় মানি ম্যানেজমেন্ট হলো ফরেক্স ট্রেডিং এর প্রাণ। ফরেক্স ট্রেডিং করতে যতগুলো বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দিতে হয় তার মধ্যে অন্যতম হলো মানি ম্যানেজমেন্ট। আপনার মূলধনকে ফরেক্স ট্রেডিং কেন দুনিয়ার যেকোন ব্যবসায়ে কাজ লাগাতে হলে অবশ্যই দরকার পড়বে একটা প্রোপার মানি ম্যানেজমেন্ট। তাই আপনার লাভ লসের রেশিও কে মাথায় রেখে মানি ম্যানেজমেন্ট পূর্বক ট্রেড শুরু করতে হবে। মানি ম্যানেজমেন্ট হলো আপনার মুলধনের ঠিক কত শতাংকে আপনি কাজে লাগিয়ে ১০০% রিস্কে আপনি ট্রেড ওপেন করলে আপনার মুলধন শুন্য বা আপনার মুলধনের বিশেষ কোন ক্ষতি হবে না তাকে বোঝায়। এ বিষয়ে অনেক তথ্য আপনি এই ফোরাম এবং অন্যন্যা সাইটে পাবেন।
-
ফরেক্স মার্কেট এ নিয়মিত প্রফিটেবল ট্রেড করার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এই মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে প্রয়োগ করা৷ আমরা যারা ফরেক্স ট্রেড করি তারা সবাই কমবেশি ইনভেস্ট করেই ট্রেড করি৷আমাদের একাউন্টের ব্যালেন্স এর ওপর সঠিক ভাবে নজরদারি করে বিভিন্ন সাইজের লট ক্রয়-বিক্রয় করতে হয়,সেখানে আমরা কত পিপস প্রফিট করবো ? এবং কত পিপস লস করবো ? কত লিভারেজ রেখে ট্রেড করবো ? আমাদের অ্যাকাউন্টে কত % রিস্ক থাকবে ?... ইত্যাদি সবকিছুই হচ্ছে এই ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত বিষয়৷তাই আমাদের মানি ম্যানেজমেন্ট যত সঠিক হবে আমাদের ট্রেডগুলো ততই ঝুঁকিমুক্ত থাকবে এবং প্রফিট নিয়ে আসবে৷
-
মানি ম্যানেজমেন্ট বলতে আমি যা বুঝি সেটা হল -ধরুন আপনি একটা ব্যাবসায় শুরু করবেন তার পূর্বে আপনার মুলধন থেকে আপনি কতটা লাভ করবেন এবং কতটা লস মেনে নিবেন এবং এটা কি প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে তার সুনির্দিষ্ট নিয়ম।এটাকে সূত্র ও বলা যেতে পারে।
-
আমার মতে ফরেক্স মার্কেটে ট্রেড করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মানি ম্যনেজমেন্ট। কারণ মানি ম্যনেজমেন্ট দ্বারা আপনি খুব সহজেই এই মার্কেটে প্রত্যেক ট্রেডকে একটি নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। যেমন আপনার ট্রেডটি কত লিভারে নিয়ে ওপেন করবেন, কতটুকু প্রফিট গ্রহণ করবেন, কত পিপস লাভ বা লস নিয়ে ট্রেডিং কৌশল পরিচালনা করবেন এবং কতটুকু নিরাপত্তা নিয়ে আপনার এ্যাকাউন্টটি নিরাপদে রাখবেন সেটা নির্ধারণ করাই হচ্ছে মুলত মানি ম্যনেজমেন্ট এর কাজ।
-
প্রত্যেক ব্যবসায় মূলধনের সুশৃংখলতা দরকার। না হয় ব্যবসার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। ফরেক্সের ক্ষেত্রেও ঠিক তাই। মানি ম্যানেজমেন্ট হল আপনার আপনি কতটা ইনভেস্ট করবেন, তার থেকে কতটা পুঁজি দিয়ে ট্রেড করবেন, কয়টা পেয়ারে ট্রেড করবেন, কত লেবারেজ নিবেন, কতটুকু লাভ করতে চান, কতটুকু ক্ষতি সামালতে পারবেন। এসব কিছুই মূলত মানি ম্যানেজমেন্ট।
-
মানি ম্যানেজমেন্ট এমন একটি বিষয় য না করলে কোন ট্রেডার ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে না। মানি ম্যানেজমেন্ট কি তা সংক্ষেপে বুঝানা কঠিন। আপনি আপনার বিনিয়োগকৃত মূলধনের ২% এর বেশি কোন সময় ঝুঁকি নিবেন না। এই শর্ত মেনে চলতে পারলেন আপনি একদিন সফল ট্রেডার হতে পারবেন।
-
আসলে মানি ম্যানেজম্যান্ট হচ্ছে ট্রেডিং এর সবকিছু। আপনি আপনার পারিবারিক জীবনে হোম ম্যানেজম্যান্ট যেভাবে করেন অর্থাৎ* বাড়ির সবকিছুর রক্ষণাবেক্ষণ ও দেখাশোনা ইত্যাদি, সেরকম এখানেও আপনাকে অনেককিছু সম্পর্কে ম্যানেজম্যান্ট করে চলতে হবে এখানে যেমন, পিপস ভেলু এবং লর্ট সাইজ কিরকম রাখছেন এছাড়াও রির্স্ক টু রিউয়ার্ড রেসিও কিরকম এ সবকিছুকে আপনার মাথায় রেখে কাজ করতে হবে তখন সেটা হবে প্রপার মানি ম্যানেজম্যান্ট।