-
আমি আশা করি আপনি এখানে দীর্ঘমেয়াদী থাকবেন এবং আপনার ভ্রমণ উপভোগ করবেন ....
আপনার কাছে মৌলিক ব্যবসায়ের বিষয়ে ভাল জ্ঞান রয়েছে তা জেনে রাখা সত্যিই ভাল এবং আমি আশা করি যে আমি আপনার বিশ্লেষণ থেকেও নতুন কিছু শিখব। আমি কেবল এটি বলতে চাই যে আপনাকে কেবল একটি ভাল মানের সাথে পোস্টিং করতে হবে তখন আপনাকে কোনও বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই এবং আপনি এই ফোরামে যে লক্ষ্য অর্জন করতে চান তা অর্জন না করা অবধি পোস্টিং চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। একটি সফল ব্যবসায়ের ক্যারিয়ারের জন্য আমার প্রিয় আপনার প্রিয় প্রার্থনা।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড আপনি সিগনাল ব্যবহার করেও করতে পারেন,আমি এক সময় ফরেক্স মার্কেট এ ট্রেড সিগনাল দিয়ে করতাম,কিন্তু এর ফলে আমি আমার ব্যালেন্স ২ বার হারিয়েছি,তাই এখন আমি আর কারো সিগনাল ব্যবহার করিনা,বেশিরভাগ সিগনাল প্রোভাইডার ভুল সিগনাল দিয়ে থাকে,তাই এর থেকে বিরত থাকুন।
-
আমি প্রথম দিকে সিগনাল ফলো করে ট্রেড করতাম। এর ফলে আমার প্রায়ই লস হত। এর পর আমি ডেমোতে ভাল ভাবে ট্রেড করতে শিখলাম। পরে আমার দক্ষতা এবং অভিজ্ঞতা দ্বারা রিয়েল ট্রেড শুরু করি। এতে আমি সফল হয়। তাই আমি মনে করে সিগনাল ফলো করলেও মেধা মনন দিয়ে বুৃঝে ট্রেড করাই উচিত। অন্যের ওপর নির্ভর না করে নিজের জ্ঞান এবং মেধাকে কাজে লাগিয়ে ট্রেড করা উত্তম। লাভ বা লস হলেও ফরেক্স মার্কেটের অনেক কিছু শেখা যায় যা সিগনাল ব্যবহার করলে সম্ভব নয়।
-
শুধু সিগন্যাল ব্যবহার করে প্রফিট করা যায়। কিন্তু না বুঝে অন্ধভাবে সিগন্যাল কিনা বোকামী। কারন সিগন্যাল দেখে ট্রেড করলে আমাদের লস হলেও কেন হলো তা আমরা বুঝতে পারব না। আর বড় কথা হলো সারাজীবন আমাদের সিগন্যাল এর উপর নির্ভর করতে হবে।
-
আমি ডেমো ট্রেড করি।আমি মভিং এভারেজ সিগন্যাল ব্যববহার করি।মভিং এভারেজ সিগন্যাল ব্যবহার করে আমি ট্রেড করলে একটু ভালোভাবে ট্রেড করতে পারি।আমি ডেমো ট্রেড করছি তবে খুব তারাতারি রিয়েল ট্রেড করব ইশাআল্লাহ।
-
একজন ট্রেডার হিসেবে আমি কখনোই সিগন্যাল ব্যবহার করিনা। কারণ সিগনাল হচ্ছে এক ধরনের মরণফাঁদ। যে এই ফাঁদে পা দেবে সে যে কোন মুহূর্তে ফরেক্স থেকে লস করে বিদায় নিবে। কারণ আজ পর্যন্ত কোন সিগন্যাল আবিষ্কার হয়নি যেটা শতভাগ নির্ভুল সিগন্যাল প্রদান করে। তাই যেকোনো একটি ভুল সিগন্যাল এই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে অথবা আপনি অনেক পরিমাণ লসে পড়ে যেতে পারেন। তাছাড়া সিগন্যাল একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতা কে নষ্ট করে দেয় অর্থাৎ যে একবার সিগন্যাল ব্যবহার করা শুরু করে তার আর ফরেক্স শেখার প্রতি কোন আগ্রহ থাকে না বা ফরেক্সের সম্পর্কিত জ্ঞান আস্তে আস্তে ভুলে যায় এবং সে পুরোপুরি সিগন্যাল নির্ভর হয়ে পড়ে। এ কারণে আমাদের প্রত্যেকের উচিত নিজের জ্ঞান এবং দক্ষতাকে কাজে লাগিয়ে ফরেক্স থেকে প্রফিট অর্জন করা।
-
হ্যা আমি সিগনাল ব্যবহার করি তবে পুরাপুরি নির্ভর করি না কারন সিগনাল সব সময় কাজ করে না। ধন্যবাদ।
-
না আমি সিগন্যাল ব্যবহার করিনা।মার্কেট এনালাইসিস করতে আমি পছন্দ করি।অন্যর উপরে নির্ভর হওয়া আমার মোটেও পছন্দ না।
-
সিগন্যাল ব্যবহার করে ট্রেডিং করা আসলে খুব লাভজনক তা আমি মনে করিনা।কারণ অনেক সময় এ রকম দেখা যায় যে সিগনাল দেখাচ্ছে ভাই হবে কিন্তু অতিরিক্ত পরিমাণে সেল হয়ে যায়।আমি মনে করি নিজের অভিজ্ঞতা দ্বারা যদি আপনি ট্রেডিং করতে পারেন তাহলে সেটাই হবে আপনার আসল ট্রেডিং এর সফলতা।
-
না, আমি প্রথম অবস্থা থেকে এই পর্যন্ত কখনোই কোন সিগন্যাল ব্যবহার করে ট্রেডিং করেনি।কারণ সিগন্যাল সবসময় কাজ করে না তাই আমার কাছে সিগন্যাল ব্যবহার করে ট্রেডিং করাটা বোকামি বলেই মনে হয় থাকে।আর এজন্যই আমি কখনো সিগন্যাল ব্যবহার না করে নিজের যতটুকু জ্ঞান আছে তা দিয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করার চেষ্টা করি।