-
ফরেক্স মার্কেটে লস করার ভিবিন্ন কারন রয়েছে । ০১ । মার্কেট না বুঝে ট্রেড করা । ০২ । মার্কেট এনালাইসেস না করা । যে যত বেশি মার্কেট এনালাইসেস করবে সেতত বেশি মার্কেটে লাভবান হবে । ০৩ । বেশি বেশি ট্রেড করা আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি লস করবেন । তাই ফরেক্স এ কাজ করার পুর্বে আপনাকে আপনাকে মার্কেট ভাল করে এনালাইসেস করে ট্রেড করতে হবে । তাহলে আপনি সাকসেস হবেন ।
-
ফরেক্সে লসের কারন
১। অতিরিক্ত লোভ করা,
২। এনালাইসিস না করা,
৩। একসাথে অধিক ট্রেড রানিং করা,
৪। বড় লটে ট্রেড ওপেন করা,
৫। ছোট টাইমফ্রেম দেখে ট্রেড দেয়া।
ব্যবসা করলে লাভ হবে লস হবে এটাই নিয়ম। লস করলে বুঝা যায় কি কারনে লস হলো ।কোন ভুলের জন্য লস হলো এই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে লস নিয়ন্ত্রন করা সম্ভব। ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ না করলে কখনো লাভ করতে পারবেন না।লস হলে মেনে নিতে হবে। তারপর আবার এনালাইসিস করে ট্রেড শুরু করতে হবে।
-
লস করার কয়েকটি কারন আছে তার মধ্যে সবচেয়ে বড় কারন হচ্ছে লট সাইজ বেশি নিয়ে ওভার ট্রেড করা এবং লোভ বেশি করা তাড়াতাড়ী বড়লোক হওয়ার স্বপ্ন দেখা। সুতরাং মাথায় রাখতে হবে যে, this is Forex market
-
সকল ব্যবসায় লাভ লস আছে কিন্তু আপনি ফরেক্স মার্কেট ভাল করে বুঝতে পারলে আপনি লাভবান হতে পারবেন । আপনি যদি মার্কেট বুঝতে পারেন তাহলে আপনার মার্কেটে লস হওয়ার সম্ভাবনা কম যদি আপনার কপাল ভাল থাকে আপনি যখন ট্রেড করবেন ভাল করে মার্কেট এনালাইসেস করে ট্রেড করেন তাহলে মার্কেটে লস হবে না । মার্কেটে লস হওয়ার কারন অনেক তার মধ্যে অন্যতম হলো আপনি মার্কেট এনালাইসেস না করা ।
-
ফরেক্স এ যে কারনে লস গুলো করে থাকে তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) মার্কেট এনালাইসিস না করা
৪) না বুঝে ট্টেড করা
৫) নিউজ না দেখে ট্টেড করা
৬) ও মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।
-
ফরেক্স ট্রেড করে লস করা আর লাভ করা খুবই সহজ। আপনি দেখবেন যদি আপনার লস হয় তখন আপনার মার্কেট analysis বেড়ে যাবে যার ফলে মাথা নষ্ট হয়ে যায় আর যখন প্রফিট হয় তখন কোন কিছু না বজেই আমরা ট্রেড বন্ধ করে দেই। সবেয়ে বড় ব্যাপার হচ্ছে লসকে মেনে নিতে হবে খুব সহজে তবেই প্রফিট হবে।
-
আসলে অল্প বিদ্যা ভয়ংকর , তাই সবাই লস করে। ভালবাবে বুজে ট্রড করা উচিত,
-
লস করার কারণ হল লোভ করা । অামরা লোভ থেকে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করব । লোভ থেকে অামরা পরিত্রাণ হওয়ার চেষ্টা করব । লোভ ছাড়া সকল কাজেই সফল হওয়া সম্ভব । অামরা বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
-
আপনি ভালোভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করলে লস হওয়ার কোন সুযোগ নেই। যতদিন আপনি মার্কেট এনালাইসেস না করে ট্রেড ধরবেন তত দিন আপনি ফরোক্স মার্কেটে লস করতে থাকবেন । এই মার্কেটে কাজ করতে হলে আগে আপনাকে লোভ ত্যগ করতে হবে । যত বেশি লোভ করবেন তত বেশি লস করবেন । আর আপনি উদ্দেশ্য বিহীন ট্রেড করলে আপনি মার্কেটে লস করবেন ই । এই জন্য বেশি করে মার্কেট এনালাইসেস করতে হবে ।
-
ফরেক্স এ অনেক কারনে লস করে থাকে তাহল
১) বেশী লটে ট্টেড করা
২) মার্কেট এনালাইসিস না করা
৩) বেশী লোভ করা
৪) ধৈর্য না ধরে ট্টেড করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা ইত্যাদি কারনে সাধারন লস গুলো করে থাকে।