-
ইন্ডিকেটর নির্ভর হয়ে লাভ করতে পারলে ভালো। কারণ ব্যবসা লাভ করার জন্যই। তবে ইন্ডিকেটর নির্ভর হয়ে শুধু এর উপর ভিত্তি করে ট্রেড করে দীর্ঘ সময় লাভ করা অতীব কঠিন বরং প্রায় অসম্ভব। তাই দীর্ঘ সময় এই মার্কেটে থাকার ইচ্ছে থাকলে ইন্ডিকেটরের উপর সম্পূর্ণ নির্ভরতা বাদ দিতে হবে।
-
আমার মতে ফরেক্স এ ইন্ডিকেটর পুরোপুরি নির্ভর না করাই ভাল । ইন্ডিকেটার দেখে ট্টেড করলে এতে স্বাভাবিক এর তুলনায় অনেকটা ঝুকিঁ থাকে। আপনি ইন্ডিকেটর ফলো করে ট্টেড করতে পারবেন তবে আপনাকে এনালাইসিস করতে হবে। আর এই এনালাইসিস করে ইন্ডিকেটর দেখে ট্টেড করে কিছুটা হলেও লাভ করা যায়।
-
আমি মনে করি আমাদের এনালাইসিস এর সাহায্যকারী হতে পারে।কিন্তু নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না। ইন্ডিকেটর কে ব্যাবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করতে পারে।তবে পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করবেন না।
-
ফরেক্স মার্কেটে শুধু ইন্ডিকেটরের উপর নির্ভর করা বোকামি ছাড়া আর কিছু না।মার্কেট যে যত এনালাইসিস করতে পারবে তার সাফলতা অনেক বেশি হবে।নিয়মিত ফরেক্স সম্পর্কে লেখাপরা করতে হবে যে ফরেক্স সম্পর্কে সুদক্ষ হওয়া যায়।আর নিয়মিত ডেমো প্রাক্টিস করতে হবে।
-
আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না মার্কেট কোন দিকে যাবে তা ইন্ডিকেটর কখনই বলতে পারবে না আমরা নিজেরা ট্রেড এনালাইসিস করে ইন্ডিকেটর দেখে ট্রেড কনফার্ম করতে পারি তবে একেবারে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে কখনই ট্রেড এন্ট্রি নিতে পারিনা
-
আমি মনেকরি,, ফরেক্স ট্রেডিং এর খেত্রে আমাদের সব সময় ফরেক্সে ইন্ডিকেটর ফলো করে ট্রেড করা উচিৎ নয়।। কারন ইন্ডিকেওটর সব সময় সঠিক সিগনাল প্রিদান করে না।। ফরেক্স বাজারের মুভমেন্ট নির্ভর করে একটি দেশের অর্থ নিতির আপডাউন এর উপর।। তাই আমাদের বিভিন্ন সময় নিউজ ফলো করতে হবে।।
-
ইনিডকেটর আপনাকে ফরেক্স ট্রেডে দিক নির্দেশনা দিবে তবে তা পরো পুরি সঠিক হবে এমন কোন কথা নয় । তাই ফরেক্স ট্রেড করে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করে অভিজ্ঞ ও দক্ষ হতে হবে । মর্কেট রিউজ পড়ে মার্কেট এনালাইসিস করে যদি অভিজ্ঞতা ও দক্ষতার সাথে ট্রেড করা যায় তা হলে আপনি কতটুকু সিগনাল নির্বর হবে তা নিজেই বুঝতে পারবেন ।
-
সম্পূর্ন ইন্ডিকেটর নির্ভর হওয়া কখনোই ঠিক হবে না।ফরেক্স মার্কেটের গতিবিধি বুঝার জন্য ইন্ডিকেটরের প্রয়োজন অনেক বেশী তবে শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভর করাটাও বকামি। আমরা নিজেরা এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিলে যতটা সুক্ষ হবে ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করলে ততটা সুক্ষ এনালাইসিস হবে না ।তাই আগে নিজে এনালাইসিস করুন এবং সাথে ইন্ডিকেটর ফলো করুন।
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করার জন্য বা সিগন্যাল ব্যবহার করার জন্য ফরেক্স মার্কেটে যে ইন্ডিকেটর ব্যবহার করে থাকি তবে এই সকল ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় কখন সেই ইন্ডিকেটর এর উপর নিরভর করা উচিৎ না তাই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে হবে তবে কখন টার উপর নির্ভর করা যাবে না ।
-
ইন্ডিকেটর নির্ভর হোয়া মোটেও ভাল কিছু নয়। এটা ফরেক্সের আসল মজা হতে বিরত রাখে। নিজের জ্ঞানকে সঠিক ভাবে কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হলে ফরেক্সে এমনিতেই ভাল কিছু করা যায়। ইন্ডিকেটরের প্রয়োজন পড়েনা।