বেশি ডিপোজিট করলে যে আপনার লসের সম্ভবনা হবে এমন কোন কথা নেই।মানি ম্যনেজম্যান্ট আপানার একাউন্ট ঠিক রাখতে পারে।আপনি যদি মার্কেট সম্পর্কে অদক্ষ হন তাহলে আপনার ব্যালেন্স ০ হতে সময় লাগবে না।আপনার ব্যলেস্নের উপর ২০% পার্সেন্ট ঝুকি নিতে পারেন ট্রেডে।
Printable View
বেশি ডিপোজিট করলে যে আপনার লসের সম্ভবনা হবে এমন কোন কথা নেই।মানি ম্যনেজম্যান্ট আপানার একাউন্ট ঠিক রাখতে পারে।আপনি যদি মার্কেট সম্পর্কে অদক্ষ হন তাহলে আপনার ব্যালেন্স ০ হতে সময় লাগবে না।আপনার ব্যলেস্নের উপর ২০% পার্সেন্ট ঝুকি নিতে পারেন ট্রেডে।
আসলে ফরেক্স মার্কেটে বেশি ডিপোজিট করলে বেশি প্রফিট পাওয়া যাবে এবং লসের সম্ভাবনা কম, এমন ধারণ ঠিক নয়। আপনি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে সময়মত ট্রেড এন্ট্রি নিতে পারলে কম ডিপোজিটেও বেশ ভাল প্রফিট করতে পারবেন। তাই আমার মনে হয় ট্রেড করে প্রফিট এর জন্য দরকার দক্ষ অভিজ্ঞতা। দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কম বা বেশি ডিপোজিট করেই আপনি ভাল প্রফিট পেতে পারেন। ত*বে বে*শি ডি*পো*জিট অ*নেক সময় একাউন্ট জি*রোর হাত থে*কে রক্ষা ক*রে।
ফরেক্স মার্কেট এ কম ডিপোজিট নিয়ে আয় করা যাই যদি মার্কেট এ দক্ষ ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তোলা যাই।কিন্তু ফরেক্সে নতুন ট্রেডাররা এসে মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড ওপেন করে তাই তাদের বড় ডিপোজিট হারিয়ে ফফেলে। তাই মার্কেট সম্পর্কে আগে ভাল ককরে বুঝে নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে।
ডিপোজিট বেশি থাকলেই যে লস কম হবে এমন কোন কথা নেই। এখানে আপঅনি যত ইনভেস্ট করুন না কেন আপনি যদি না জানে ন ফরেক্স সম্পর্কে তাহলে আপনি লস খাবেন। যদি ফরেক্স ভাল ভাবে জানেন তাহলে কম ব্যলেন্স দ্দিয়েও প্রফিট করা যায়।
ফরেক্স এ লাভ ও লস নির্ভর করে, ফরেক্স এর সঠিক শিক্ষা, ধৈয্য, সঠিক ভাবে কাজ করা, লোভ না করা ইত্যাদির উপর। কত টা ডিপোজিট করা হল এই উপর লাভ লস নির্ভর করেনা। তবে বেশি ডিপোজিট করলে বেশি বেশি ট্রেড করা যায়, সঠিক ভাবে বেশি ট্রেড করলে ভাল টাকা লাভ হতে পাতে।
ফরেক্স মাকেট হোল লাভ লস এর খেলা ফোড়েক্স মাকেট করতে হলে আর ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি লস বা লাভ আপনাকে করতে হলে পারে | আপনি ফরেক্স মাকেটে দক্ষ হন তবে আপনি লাভ করতে পারবেন আর যদি দক্ষ না হন তবে আপনি লস করবেন |
বেশি ডিপজিট করলে লসের সম্ভবনা কম থাকে না কারন আপনি যদি সঠিক ভাবে মানি ম্যানেজম্যান্ট না করেন তাহলে আপনার ব্যালেন্স যত বেশি হক না কেন টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।তাই ব্যালেন্স যাই হক না কেন আপনি মানি ম্যানেজম্যানট ঠিক রেখে ট্রেড ওপেন করুন।
এটা আসলে একধরনের ভুল ধারণা যে বেশি ডিপোজিট করলে বেশি লসের সম্ভাবনা থাকে । এই বিষয়টা আলোচনার পূর্বৈ আমাদের আগে দেখতে হবে যে কোন জিনিসটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই । একজন মানুষ তো এক মুহুর্ত পরে মরেও যেতে পারে । আসলে এই ধরনের মনস্তাত্বিত দ্বন্দ্বগুলো আমাদের ভাল সিদ্ধান্ত নিতে দেয় না । একজন ট্রেডার অনেক ডলার ইনভেস্ট করবে এবং সে অনুযায়ী ভালভাবে ট্রেড করবে আর এটাই হতে হবে তার একমাত্র লক্ষ্য ।
বেশি ডিপোজিট করলেই যে লসএর সম্ভাবনা কম তা কিন্তু নয়। আপনি বেশী ডিপোজিট করলেও লস খেতে পারেন। আর তাই আমি মনে করি যদি না শিখে ফরেক্স ট্রেড করা শুরু করা হয়, তাহলে বেশী থাকলেও আপনার লস হতে পারে।
লাভ লসের ক্ষেত্রে ডিপোজিট কোন ব্যাপার নয়। আসল কথা হল আপনার ট্রেডিং কৌশল। আপনার কৌশলের উপরই নির্ভর করে আপনার লাভ লস। তবে বেশি ডিপোজিট করলে মনে অনেক সাহস থাকে। তাই বলে আপনি যদি অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করেন তাহলে আপনার লসের সম্ভাবনা বেশিই থাকবে। তাই অল্প ডিপোজিট হোক বা বেশি ডিপোজিট যাই হোক না কেন আপনাকে মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে।