-
আমার মাঝে মাঝে মনে হয় ফরেক্স করে আমি আমার মূল্যবান সমায় নষ্ট করছি। কিন্তু আমি জানি আমি ফরেক্স থেকে একদিন সফলতা অর্জন করবোই। তাই আমি বিশ্বাস করি আমি ফরেক্স করে অযথা সমায় নষ্ট করছি না। ফরেক্স করে আমি এখন যে সমায় নষ্ট করছি তার ভালো ফল আমি ভবিষ্যৎ তে অবশ্যই পাবো। আমি জানি ফরেক্স এ যতো সমায় ব্যায় করা যাবে সফলতা ততো তারাতারি আসবে।
-
না কোন ভাবেই আমি আমার মূল্যবান সময় নষ্ট করছি না । কেননা আমি আমার পরিকল্পনা মোতাবেক ট্রেডিং প্লান অনুসারে ট্রেড করছি । এবং দিন দিন যেভাবে পরিকল্পনা মোতাবেক এগুচ্ছি তাতে মনে হয় আমি বিফল হব না । নিজেকে আস্তে আস্তে করে একজন ট্রেডার হিসাবে গড়ে তুলছি ।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে আমার ভালো লাগে। এখানে কাজ করলে কোন লস নাই। কারন আমি পকেট থেকে কোন টাকা ইনভেষ্ট না করেই প্রতি মাসে ১০০/২০০ ডলার আয় করি। তাই আমি ফরেক্স মার্কেটে কোন সময় নষ্ট করলেও আমার কোন ক্ষতি নাই।
-
ফরেক্স করে মূল্যবান সময় নষ্ট করছি না বরং আমরা সময়টাকে অনেক উপভোগ করছি এই ব্যবসাকে আমি আমার অন্তর থেকে নিয়েছি । ফরেক্সে ঢুকার পর থেকে অনেক ভাল অনুভব করছি ভালবাবে জ্ঞানার্জন করে এই ব্যবসায় জড়িত হতে পারলে আপনি এটাকেই পেশা হিসেবে নিতে পারেন ।
-
ফরেক্স করে আমরা আমাদের মুল্যবান সময় নষ্ট করছি এটা ভাবা ভুল। কারন ফরেক্স করে আমরা আর্থিকভাবে লাভবান হচ্ছি। এছাড়া ফরেক্স সম্পর্কে আমাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে যা কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা আরও লাভবান হতে পারব।
-
সময় সবার কাছে অনেক গুরুপ্তপূর্ন। আমার মতে এই ফরেক্স এ কাজ করে আমি আমার মূল্যবান সময় নষ্ট করছি না। কারন এ ফরেক্স আমার হয়ত ভবিষ্যত এর জন্য অনেক কাজে দিবে। এছাড়া আমি আর কয়েক দিন পর আমি রিয়েল টাকা দিয়ে ট্টেড করে কিছু টাকা আয় করতে পারব। তাই ফরেক্স ও অনেক টা মূল্যবান সময় হিসেবে কাজ করলে থাকে।
-
ফরেক্স করে সময়ের কোনো অপচয় হয় না।। আমি মনেকরি,, ফরেক্স বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক এবং লাভজনক ব্যাবসা।। ফরেক্স করতে হলে অবশ্যই ফরেক্স শিখতে হবে।। আর ফরেক্স শিখতে হলে অবশ্যই আপনাকে ফরেক্স ট্রেডিং এ সময় দিতে হবে।। কথায় আছে, পরিশ্রম সোভাগ্যের প্রসুতি।। তাই কোনো কাজ শিখতে হলে সে কাজের জন্য সময় দেয়াকে সময়ের অপচয় বলা যাবে না।।।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে নিয়মিত থাকলে, এবং বিভিন্ন নিউজ ফলো করে ট্রেড করলে সে অবশ্যই লাভ করতে পারবে। এটাতে সময় ব্যয় করলে তা কখনোই লস হবে না। বরং সে লাভবানই হবে।
-
সবসময় তারা শর্তক থাকে । মার্কেটের ক্সে খুব ভাল ইমপ্যাক্ট কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে । মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে
-
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা