-
এক সপ্তাহে ফরেক্স মার্কেট ২ দিন বন্ধ থাকে । শনি ও রবিবার , সপ্তাহের বাকি সব কয়দিন ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে । যে দুই দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে সেই দুইদিন ফরেক্স মার্কেট এ কোন প্রকার ট্রেড করা যায় না । এছাড়া বাকি সব কয়দিন ফরেক্স মার্কেট এ যেকোন সময় ট্রেড করা যায় ।
এই দুইদিন হয়তো ডেমোতেও প্রাকটিস করা যায় না ।
-
এক সপ্তাহে ফরেস্ক মারকেট দুই দিন বন্ধ থাকে। এটা শনি এবং রবিবার। আর বাকি পঁাচ দিন ফরেস্ক মারকেট চালু থাকে। এই পাচ দিনে ফরেস্ক মারকেটে চব্বিশ ঘন্টা ট্রেড করা যায়।
-
ফরেক্সে যে দুই দিন বন্ধ থাকে তা আমাদের বিশ্রাম এবং বিনোদনের অন্যতম সময় কারণ ফরেক্সে নিয়ে আমরা যদি সপ্তাহে পাঁচদিন ব্যাস্ত থাকি তবে অন্য দুইদিন আমরা অন্য কাজে মন দিতে পারব এবং নিজেদের একটু রিফরেশমেন্টও হয়ে যাবে আসলে ফরেক্সে মার্কেটের সব রুলস সর্বিকভাবে সবার জন্যই ভালো যেমন ধরুন এখানে দিন রাত ২৪ ঘন্টা কাজ করা যায় বলে এখানে যে কোন পেশার মানুষ কাজ করতে পারে এবং এটাকে একটা পার্ট টাইম পেশা হিসেবে নিতে পারে এবং এটা হবে অন্যতম একটা ইনকাম সোর্স
-
ফরেক্স মার্কেট সপ্তাহে পাচদিন খোলা থাকে আর দুদিন বন্ধ থাকে। বন্ধ থাকা দুদিন হচ্ছে শনিবার এবং রবিবার। এই দুদিন ফরেক্সের সবকিছুই বন্ধ থাকে। অনেকেই মনে করতে পারে ডেমমো ট্রেডিং বোধহয় খোলা থাকে? কিন্তু না ডেমো ট্রেডিংও বন্ধ থাকে কারন ডেমো ট্রেড আর রিয়েল ট্ররডের মার্কেট একই শুধুমাত্র ব্যালেন্সের পার্থক্য।
-
নয়টার গাড়ি কয়টায় ছাড়ে ? আপনিই প্রশ্ন করলেন, আবার আপনিই সব উত্তর দিলেন। আমরা আপনার এই প্রশ্নের কি জবাব দেব ? দয়া করে একটু ফাঁক রাখবেন। যাতে একটু জবাব হলেও ঢুকাতে পারি। যে দুই দিন মার্কেট বন্ধ থাকে সে সময়ে আমরা বিগত সপ্তাহের মার্কেট এনালাইসিস করতে পারি। আগত সপ্তাহের ট্রেডিং প্লান বানাতে পারি। সফল ট্রেডার হলে ম্যাডামকে নিয়ে লং ড্রাইভে বিনোদনে যেতে পারি। ভাইরে বন্ধে কাজ আরও অনেক বেশি বেড়ে যায়।
-
এক সপ্তাহে ফরেক্স মার্কেট ২ দিন বন্ধ থাকে। ফরেক্স মার্কেট সপ্তাহে শনিবার ও রবিবার বন্ধ থাকে। আপনি এই ২ দিন বসে না থেকে ডেমো ট্রেড করতে পারেন তাহলে আপনি ট্রেড করা সম্পর্কে আর ও ভালো দক্ষতা অর্জন করতে পারেন। এবং বাকি ৫ দিনই আপনি ট্রেড করতে পারেন।
-
ফরেক্স মার্কেট সপ্তাহের শনি এবং রবিবার বন্ধ থাকে। এ দুই দিন মার্কেটের অফ ডে। আসলে সারা পৃথিবীতেই এই দুইদিন ছুটির দিন হিসেবে গন্য হয় তাই অর্থনৈতিক লেনদেন বন্ধ থাকে। যার কারনে ফরেক্স মার্কেটও বন্ধ থাকে। ট্রেডার দের জন্যও এ দুইদিন হলো ছুটির দিন। আপনি এই বন্ধের দিনে ট্রেড নিতে বা ক্লোজ করতে পারবেন না। মার্কেটও মুভ করে না এ দুইদিন।
-
ফরেক্স একটি অনলাইন ব্যবসা এখানে আপনি সব সময় কাজ করতে পারবেন। তবে আপনি ফরেক্স মার্কেটের নিয়ম অনুসারে সপ্তাহে ২ দিন বন্ধ থাকে তাছাড়া সব দিন কাজ করা যায়।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে মোট পাচদিন খোলা থাকে। এমনকি সপ্তাহের পাচদিন ২৪ ঘন্টাই খোলা থাকে। এবং সপ্তাহের বাকি দুই দিন বন্ধ থাকে। ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে সপ্তাহের দুই দিন বাকি রেকে পাচ দিন ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে দুই দিন বন্ধ থাকে আর বাকি পাঁচ দিন খোলা থাকে ২৪ ঘন্টা এই সময়।ফরেক্স মার্কেট এর ট্রেডিং করা যায় যেকোনো সময়,তাই আমাদের ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে আমাদের যে কোন সমকে ভাল করে নিয়ে আমাদের ফরেক্স ট্রেডং করতে পারলে অনেক ভাল।