-
সাধারাণত, সবাই ফরেক্স ট্রেডিং করতে পারে না। শুধুমাত্র যারা পরিশ্রম করে কেবল তারাই ফরেক্স এ সফলতা পাই। তাই পরিশ্রম এর কোনো বিকল্প নেই। অলস ব্যক্তিরা কোনোদিন উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আপনি যত বেশি ফরেক্স নিয়ে চিন্তা করবেন, তত দ্রুত ফরেক্স আয়ত্ত করবেন।
-
ফরেক্স ট্রেড ব্যাবসা প্রথমে আমার কাছে অনেক কঠিন ছিল।আমি প্রথমে অনেক লস করছিলাম না বুঝে ট্রেড নিয়ে।তবে আমার ৬-৭ বছরের অবিঘতা এখন লস হয় না যদিওবা মাসে ১০-১৫% বের করি। তবে রিস্ক নিলে ২-৩ গুন করা বেপার না কিন্তু সেটাতে পুজি হারাবার ভয় থাকে।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা অভিজ্ঞতা সমপন্ন ও দক্ষ লোকদের ব্যবসা।এখানে যারা দক্ষ ও অভিজ্ঞ তাদের জন্য ফরেক্স ব্যবসা কষ্টকর নয়। তবে যারা নতুন তাদের কাছে কষ্টকর মনে হতে পারে।আপনি ভাল প্রাকটিস করতে পারলে আপনার কাছেও কঠিন মনে হবে না।
-
না ফরেক্স ট্রেডিং ব্যবসা আমার কাছে কঠিন না । কারন আমি ফরেক্স এ ট্রেড করার ফরেক্স বিষয়ে ভাল করে জেনে তার পর আমি ফরেক্স এ ট্রেড করি । ফরেক্স ব্যবসা শিখতে হলে আপনাকে মেধা ও শ্রম দিয়ে শিখতে হবে ।
-
ফরেক্সে প্রথম প্রথম যখন ট্রেডিং শুরু করি তখন এটাকে বেশ কঠিন মনে হত। এখনো যে খুব সহজ মনে হয় তা কিন্তু না। এখনো টুকটাক কঠিন মনে হয় তবে আগের চেয়ে কম। আমি মনে করি অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে ফরেক্সের কাঠিন্য কমতে থাকে এবং এটা সহজ মনে হতে শুরু করে, একসময় তা খুবই সহজ মনে হয়।
-
ফরেক্স ব্যবসা আমার কাছে তেমন কটিন মনে হয় না।এটি একটি কোশল অবল্মবন করলে একদম সহজ।যেমন একটু মনোযোগ সহকারে শিখা আর ডেম তে বেশি বেশি ট্রেড করা কেন্ডেল স্টিক এবং এনালাইসিস সম্পরকে ভাল ধারনা থাকলে ফরেক্স সহজ হয় সে জন্ন্য আমার কাছে সহজ লাগে।
-
আমার কাছে প্রথম প্রথম এই ব্যাবসা অনেক কঠিন মনে হইছে কারন আমি তখন ভালোভাবে এটা জানতাম না।এরপর আস্তে আস্তে ফরেক্স বিষয়েঅনেক কিছু শিখি এবং চর্চা করি।এখন আমার কাছে ফরেক্স এতটা কঠিন নয় বরং অনেক মজার ব্যাবসা মনে হয়।
-
ব্যবসা হিসেবে ফরেক্স ট্রেডিং সহজ তবে যে এ বিষয়ে ভাল করে জানে তার জন্য ।কারণ যে কোন কিছু করতে গেলে আগে এ সম্পর্কে জানতে হয় তা না হলে এগুলি আপনার কাছে খুব কঠিন মনে হবে ।তাছাড়া যে কোন ব্যবসা প্রথমত কঠিন মনে হলেও পরে তা সহজ হয় । তবে এ অন্য সব ব্যবসায়ের চেয়ে ফরেক্স ট্রেডিং একটু সহজ তাই বলি যে কিছু করতে যান না কেন তা সম্পর্কে আগে জানুন পরে কাজ করুন তাহলে সবকিছুই সহজ মনে হবে ।
-
প্রতিটি ব্যাবসা কঠিন কেননা কেউ জন্ম থেকে শিখে আসে না আমরা ব্যাবস করতে করতে ব্যাবসা শিখি।ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে কতগুলো বৈশিষ্টের অধিকারী হতে হয়।শুধু ফরেক্স মার্কেট থেকে ডলার ইনকাম করতে পারলেই ভাল ট্রেডার হওয়া যায় না। একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এ্যনালাইসিস করা শিখতে হবে । তাছাড়া মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আর ভাল ট্রেডাররা এলোমেলো ট্রেড না করে নিজস্ব কৌশলে ট্রেড করে থাকে তাই প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে কিন্ত ভয় পাওয়ার কিছু নাই ফরেক্স নিয়ে মন দিয়ে পড়াশুনা করুন এবং ফরেক্স ডেমো ট্রেডিং করুন দেখবেন আস্তে আস্তে ফরেক্স সহজ মনে হবে।
-
ভাল ধারনা নিয়ে , ভালভাবে শিখে এবং ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করে দক্ষ হয়ে যদি ফরেক্স ট্রেডে ট্রেড করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় ফরেক্স ট্রেড খুব সহজেই করা সম্ভভ । এবং ভাল মুনাফা লাভ করা সম্ভব ।