-
ফরেক্স ব্যবসায় আমি খুব বেশি অবিজ্ঞ না।কেননা পড়ালেখার পাশাপাশি ফরেক্সে ট্রেডিং করে থাকি।তাই পার্টটাইম হিসেবে ফরেক্সে ট্রেড করি।আবার দীর্ঘ দিন ফরেক্সে ট্রেড কররি তাওও না। তবে একবছরের মতোতো সময়ে ফরেক্সে ট্রেডিং করে কিছুটা অভিজ্ঞাত হয়েছে যে ফরেক্সে না জেনে ট্রেড না করে বুঝেশুনে ভালোভাবে ফরেক্স শিখে পরে ট্রেড করতরতে হবে।
-
আমি ফরেক্স মার্কেট এ নতুন তাই আমার কোন অভিক্কতা নাই। আমি ফরেক্স ফোরাম এ কাজ করি ।
-
আসলে এখনো পর্যন্ত আপনাদের কাছে শেয়ার করার মত পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জন করতে পারিনি । অার সত্যি কথা বলতে কি আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তাদের অভিজ্ঞতা অর্জন করতে হয় ধীরে ধীরে একটা একটা পর্যায় পার করে । আর দীর্ঘ সময় এই মার্কেটে থাকতে পারলে অনেক বেশি অভিতজ্ঞতা অর্জন করা যাবে । আর আমি এটাও মনে করি যে আমার মত একজন ট্রেডারের অভিজ্ঞতার জন্য বেশি বেশি ডেমো ট্রেড করা উচিত ।
-
ফরেক্স ব্যবসায় আমার যতটুকু অভিজ্ঞতা প্রয়োজন ততটুকু অভিজ্ঞতা এখন পর্যন্ত আমি অর্জন করতে পারিনি । আরো অভিজ্ঞতা আমার অর্জন করতে হবে । সুতরাং আপনারাও এই ব্যবসা করার জন্য আগে অভিজ্ঞতা অর্জন করুন তারপর ট্রেড করুন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
ফরেক্সে আমার অভিজ্ঞতা প্রায় সাত মাস হতে চলেছে। এই সময়ের মধ্যে আমি ফরেক্স মার্কেটের যে লসের একটা ভীতি আছে তা জয় করতে পেরেছি। আমার বর্তমান লসের চেয়ে লাভের পরিমান বেশি। তারপরেও যে লস হয় আমি তা নিয়ে বর্তমানে প্রচুর গবেষণা করছি। আশাকরি আমি আমার লসের পরিমাণ অনেক কমিয়ে আনতে পারব। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমার বিশ্বাস সৎভাবে শ্রম দিলে ফরেক্স মার্কেটে লাভবান হওয়া যায়।
-
ফরেক্স জীবনে আসার পেছনে ছিল আমার বন্ধু। সে আমাকে ফরেক্স সমপ্রকে ধারনা দেয়। তা বলতে গেলে ফরেক্স আমি আছি প্রায় সাড়ে তিন বছর ধরে। ফরেক্স আমার ভালো লাগে। এখানে লাভ বা লস দুটই আছে। আপনি যেভাবে প্রফিট নিয়ে নিতে পারেন ফরেক্স থেকে।
-
ফরেক্সে আমার অভিজ্ঞতা অনেক কম । তার পরেও আমি বলতে চাই ভাল ভাবে না শিখে কখনও রিয়েল ট্রেড করা উচিত নয় । কারন যদি আপনি ভুল ট্রেড দেন তা হলে স মিলের করাতের মত আপনার টাকা কেটে নিবে ।
-
ফরেক্স ব্যবসায় আমার হাতে খড়ি ৫ মাস আগে । আমি অনেক দিন যাবৎ আমার নিয়মিত উপার্জন এর পাশাপাশি অন্য একটা আয়ের উৎস খুজছিলাম । একদিন আমার এক বন্ধু আমাকে ফরেক্স সম্পর্কে জানালো আমি প্রথমে বিস্বাস করতে পারলাম না । পরে ভাবলাম একবার পরীক্ষা করে দেখি কি অবস্থা । পরে বুঝতে পারলাম যে ফরেক্স কত বিশাল এক বেপার । আমি কিছুদিন ডেমো করার পর আসল মার্কেট এ বিনিয়োগ করলাম ও ভালো মুনাফা ও করলাম । এখননো আমি ফরেক্স সম্পর্কে শিক্ষা গ্রহণ করছি ও উন্নতি করছি ।
-
ফরেক্সে আমি প্রায় ৬ মাস যাবত যুক্ত আছি।। ফরেক্স ট্রেডিং করে মুটামুটি কিছু টাকা ইনকাম ও করেছি।। আমি সব সময় ফোরামের পোস্টিং এর টাকা দিয়ে ট্রেড করেছি।। তবে কিছু কিছু ভুলের কারনে আমার সব ডলার ঈ লস করে ফেলেছি।।
-
ফরেক্স ব্যবসায় আমার অবিজ্ঞততা প্রায় এক বছর ধরে আর এই একবছে যা শিখলাম তা হচ্ছে ফরেক্স মার্কেটে আপনি যদি বেশি লোভ করতে যান তবে আপনি বেশি লস করবেন আর যদি আপনি কম কম করে লাভ করেন তবে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন।