-
এ রকম ধারনা মনে রেখে কখনই ফরেক্স করা যায় না আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে কখনই এই রকম ধারনা করা থেকে দূরে থাকতে হবে ফরেক্স করতে হলে আমাদের সকলের অনেক ভাল জ্ঞান থাকা আবশ্যক এ জন্য আমাদের কে বেশী করে এই মার্কেট থেকে ভাল করে জ্ঞান অর্জন করতে হবে ও এই ধারনা থেকে দূরে থাকতে হবে ।
-
আমরা যদি কোন মোম্পানীর কোন শেয়ার ক্রয করি আমাদের শেয়ার মাকেটে তবে বা কোন কোম্পনীর অধীনে যদি কাজ করি তবে সে কোম্পানী যে কোন ধরনের কারন বশতো বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ফরেক্স একটা অন্তজাতিক মূদ্রা বাজার তাই আমার ধরনা এটা কখনো বন্ধ হবে না। কারন একটা দেশের মূদ্রা তো আর বন্ধ হবে না। :happy:
-
এই বাজার কখনই বন্ধ হবে না এই বিসয়ে নিশ্চিত থাকুন ।
-
ফরেক্স এর মত পেশা নিয়ে এ রকম চিন্তা ভাবনার কোন মানে হয় না কারন এটা হচ্ছে আন্তর্জাতিক একি পেশা এই বেবসা কোন দিন বন্ধ হয়ে যাবে না এ জন্য আমি মনে করি আমাদের কে সব সময় ভাল করে বেশী করে এখানে থেকে ফরেক্স শিখতে হবে কারন ফরেক্স না শিখে আমরা কোন কিছুই করতে পারব না আর ফরেক্স শিখার জণ্য আমাদের কে চেষ্টা করতে হবে ।
-
ফরেক্স হচ্ছে আন্তজাতিক মুদ্রা কেনা বেচার সবচেয়ে বড় মার্কেট। এটা কোন ঠকবাজ ব্যবসা নয়। যে মানুষ কে প্রথম কয়েকদিন লাভ দিয়ে পরে মানুষদের ইনভেষ্ট নিয়ে পালিয়ে যাবে। সুতরাং এটা নিয়ে মনের মধ্যে কোন ভয়ের কোন কিছুই থাকা উচিত নয়। এটা আন্তজাতিক একটা প্রতিষ্ঠিত ব্যবসা। সুতরাং এটা কোন দিন পালিয়ে যাবে না। বিশ্বে যতদিন সভ্যতা তাকবে ততদিনই ফরেক্ষ থাকবে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের মুদ্রা বাজার। এতে আইনগত ভাবেই মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়। আমি মনে করি ফরেক্স মার্কেট কখনই চলে যাবে না।
-
ফরেক্স একটি বিশাল মার্কেট.এটি নিয়মিত বড় হচ্ছেে.এটি চলে যাবে না .বরং আর দিন দিন এটির জনপ্রিয়তা বাড়ছে.প্রচুর লোক এখানে কাজ করার জন্য আসছে. তাই এটি কখনোই চরে যাবে না.
-
ফরেক্স মার্কেট যেহেতু জুগ জুগ ধরে চলে আসছে যেটা আমাদের জন্মের পূর্বে থেকেই রানিং, সেটার ব্যপারে সন্দেহ পশন করা আমার বধগম্ম নয়, আমি মনে করি বিশ্বে জতদিন ব্যাংকিং ব্যবস্থা থাকবে ততো দিন ফরেক্স মার্কেট থাকবে, এবং মানুষ ফরেক্স থেকে শ্বাবলম্বি হতে থাকবে ।
ফরেক্স একটি আন্তর্জাতিক মানে ব্যবসা তা্ই এই ফরেক্স বন্ধ হওয়ার মত কোন কারণ নেই আমার জানা মতে। আর এই ফরেক্স মার্কেটে কোটি কোটি মানুষ তাদের অর্থকে বিনিয়োগ করে বিপুল পরিমাণ মুনাফা অপার্জন করে আসেছ। তাই আমি মনে এই ব্যবসা কখনও চলে যাবে না।
-
আসলে ফরেক্স হল বৈদেশিক মুদ্রাকেনা বেচা করার জন্য একটি উন্মুক্ত মার্কেট তাই মুদ্রা যতদিন থাকবে ততদিন ফরেক্স থাকবে বলে আশা করা যায়। ধন্যবাদ।
-
ফরেক্স কেন যাবে? কোথায় যাবে? ফরেক্স সত্যি কথাও যাবে না। যেতে পারে না। ফরেক্স একটা খুব ভালো আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত বাবসা। তাই এর হারিয়ে যাওয়ার প্রশ্নই উঠে না। ফরেক্স দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনতে সাহায্য করে।