এমন কোন কথা নেই যে যারা আভিঙ তারা সুধু নিউজ ট্রেড করে
Printable View
এমন কোন কথা নেই যে যারা আভিঙ তারা সুধু নিউজ ট্রেড করে
ফরেক্স মার্কেটে যারা অভিজ্ঞ ট্রেডার তারা জানে কখন ট্রেডিং করলে ভাল প্রফিট করা যায়,আমার মনে হয় ফরেক্স মার্কেটে যে সময় বেশির ভাগ ট্রেডার ট্রেডিং করে থাকে সেই সময়ে অভিজ্ঞ ট্রেডাররা ট্রেডিং করে থাকে,ফরেক্স মার্কেটে সেই সময় বেশি ভলাটাইল থাকার জন্য ভাল প্রফিট করা যায়,তাই তারা করে থাকে।
আমি মনে করি একজন অভিজ্ঞ ট্রেডার দিনের যে কোন সময় ট্রেড করতে পারেন। ট্রেড করার আগে তিনি মার্কেটে কারেন্সির অবস্থান, ইন্ডিকেটর, সিগন্যাল ও আগের চার্টের ডাটাগুলো দেখে ধারনা নিয়ে থাকেন। তার পর বুঝে শুনে ফরেক্স মার্কেটের নিউজ আপডেড জেনে নিয়ে ট্রেড করেন ।
ফরেক্স এ ভাল ট্টেডাররা কখন এবং কী বুঝে ট্টেড করে আমি তা ঠিক বলতে পারছি না। তবে আমি যতটা বা যতটুকু ভাল ট্টেডাররা ভাল জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে তারা ফরেক্স এ সুযোগ বুঝে ট্টেড মারে এবং অনেকটা লাভ এবং আয় করে থাকে এই ফরেক্স থেকে।
আসলে ট্রেড এর জন্য নির্দিষ্ট কোন সময়সীমা নেই। যখন আমার এ্যানালাইসিস মার্কেট মুভমেন্ট এর সাথে মিলে যাবে। যখন আমি মনে করব এখন ট্রেড ওপেন করার উপযুক্ত সময় তখনই ট্রেড ওপেন করে থাকি। এর জন্য দিন কিংবা রাত, সকাল কিংবা বিকেল কিংবা হতে পারে মধ্য দুপুর যখন আমার কাছে উপযুক্ত মনে হবে তখনই আমি ট্রেড ওপেন করে থাকি।
(যদিও এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমি কোন সফল ট্রেডার নই।)
আমি ট্রেড করে খুব কম লাভ করতে পারি । বেশির ভাগ সময় লস হয় । দেখা যাচ্ছে যে মার্কেট ট্রেন্ড নিন্মমূখী সে সময় হটাত উল্টা দিকে মুভ করতে থাকে এবং আমি লস এর সম্মূখিন হই । এ পরিস্থিতিতে কি করতে পারি ট্রেড ক্লোজ করব না কি অপেক্ষা করব ।
অভিজ্ঞরা সর্বদা নিজেদের অভিজ্ঞতার আলেকেই ট্রেডিং করে থাকে । ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভবান হতে হলে অনেক বেশি পরিমানে অভিজ্ঞ তথা দক্ষ ট্রেডারদের অণুসরন করতে হবে । অভিজ্ঞ ট্রেডাররা সাধারণত ইচ্ছামত ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করে না । বরং তারা অনেক বিশ্লেষন করেই প্রতিটা ট্রেডের সিদ্ধান্ত নিয়ে থাকে ।
শুধু মাত্র নিউজ নির্ভর যে ট্রেড সে গুলো কি অভিঞ্জ এর এমনটা আমার মনে হয় না । মার্কেট কখনও স্তির থাকেনা তাই কখন সমযের জন্য অপেক্ষা ফরেক্সে হতে পারেনা । অভিঞ্জ ট্রেডারা কম বেশী সব সময়ই মার্কেটে থাকে ।
ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই জেনে বুঝে ট্রেড করেতে হবে। কারণ অভিজ্ঞতা ছাড়া কোন ব্যবসাতে লাভ করা যায়না। আর ধর্য্য ধরে ট্রেড করতে হবে এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। কথায় আছে পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। তাই ফরেক্স সম্পর্কে ভালভাভে জেনে বুঝে ট্রেড করলে অবশ্যই সফল হবেন। ফরেক্স সম্পর্কে জানতে হলে আপনাকে প্রচুর পরিমান পড়াশুনা করতে হবে। ফরেক্সে সফল হতে হলে পড়াশুনার কোনো বিকল্প নাই।
স্টপলস আর টেক প্রফিট আমার মনে হয় ফরেক্স এর একটি গুরুত্বপুর্ন অঙশ। আমি যেটা মনে করি মানি ম্যানেজম্যান্ট কে কাজে লাগিয়ে স্টপ লস আর টেক প্রফিট ভাবে ট্রাই করলে লসের সম্ভাবনা টা অনেক কমে যায়। এক্ষেত্রে ইন্টারনেটের গতিও একটি মুখ্য বিষয়