-
ফরেক্স এ দুই ধরনের হিসাব খোলা যায় একটা হল সুদ মুক্ত আর একটা হল সুদ দিয়ে। প্রথমত সুদ মুক্ত বলতে আমরা বুঝি আপনি যেই কারেন্সি ট্রেড অপেন করবে সেখানে ঐ দেশের সুদ দেওয়া এবং নেওয়া দুটো পদ্ধতি আছে এবং কিভাবে সুদ মুক্ত ব্যবসা করা যায় সেই বিষয়টি উল্লেখ্য আছে। তাই আমার মতে আপনি যখন ফরেক্স এ একাউন্ট খোলবেন তখন বিশেষ করে ফরেক্স এর নিয়মাবলি দেখো বুঝে এবং শুনে খুলবেন।
-
ফরেক্স সুদমুক্ত একাউন্ট হল ইসলামিক অনুশাষন যারা মেনে চলে সে সব মুসলিমদের জন্য হালার ফরেক্স সিস্টেম যেখানে কোন ধরনের সুদের লেনদেন থাকবে না । সুদ ইসালামে হারাম তথা নিষিদ্ধ যার কারনে যারা হারামের সাথে জড়াতে চান না তারা একাউন্ট খোলার সময়ে সোয়াপ ফ্রি একাউন্ট খোলেন । ফরেক্স মার্কেটে সফল হতে গেলে অনেক বেশি পরিমণে আমাদেরকে জানতে হবে যে কোন বিষয়টার কাজ কি । অর্থ্যাৎ যত বেশি জানব তত বেশি আমরা জ্ঞানী হতে পারব ।
-
হ্যা ভাই আপনি যখন আপনার একাউন্ট ওপেন করেন বিশেষ করে যদি আপনি ইনস্টাফরেক্স ব্রোকারে আপনার একাউন্ট ওপেন করেন তবে আপনি সোয়াপ ফ্রি নামে একটা অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনি টিক দিয়ে আপনার একাউন্টটা সোয়াপ ফ্রি বা সুদমুক্ত করে নেন তবে এটাই হবে আপনার সুদমুক্ত একাউন্ট, অবশ্য অন্য ব্রেকারে সুদ মুক্ত করা অন্য নিয়ম আছে, ধন্যবাদ।
-
হ্যাঁ , আমি যতোটা জানি ফরেক্স সুদমুক্ত একটি ব্যবসা কারন এই ব্যবসায় লাভ এবং লস দুটোই আছে তাই যেসব ব্যবসায় লাভ এবং লস দুটি আছে সেওব ব্যবসা গুল মুলত সুদমুক্তি থাকে । ফরেক্স ব্যবসাটি সুদ্মুক্ত থাকার কারনে অনেক সহজে এই ব্যবসাটি বেছে নেয় এবং নির্দ্বিধায় করে থাকে ।
-
ফরেক্স একটা ব্যবসা । তাই আমি জানি আল্লাহ সমকল ব্যবসাকে হালাল করেছেন । আমি হালাল ব্যবসা করতে চাই । আমি সুদ খাইতে চাই না । তাই আমি আগে থেকেই সুদ মুক্ত একাউন্ট ওপেন করি । সুদ মুক্ত একাউন্ট খুলতে হলে এসোয়াপ ফ্রী তে একটা ক্লিক করতে হয় । আমি যখন একাউন্ট ওপেন করি তখনই এসোয়াপ ফ্রী তে একটা ক্লিক মারি ।
-
ফরেক্স এ সুদ মুক্ত একাউন্ট রয়েছে সকলের জন্য।বিশেষ করে মুসলিম জাতির জন্য।মুসলিম হিসাবে আমাদের জন্য সুদ হারাম। তাই আমরা সুদ মুক্ত ইসলামিক একাউন্ত এ বেবসা করি। সুদ মুক্ত একাউন্ত এ কিছু সুবিধাও আছে যেমন অনেকদিন ট্রেড ওপেন থাকলে সুদ দিতে দিতেই মুলধন শেষ হয়ে যেতে পারে কিন্ত এখানে তা হয় না।তাই সুদ মুক্ত একাউন্ট এ ব্যাবসা করা অনেক ভাল হবে বলে আমি মনে করি।
-
হা ফ্রেক্স একটা সুদ মুক্ত একাউন্ট |কারণ সুদ এ সবস্মায় লাভ হ্য ক্ষিত হ্য না|কিন্তু ফ্রেক্স একাউন্ট এ লাভ ও হ্য ক্ষিত ও হ্য |যার কারণএ ফ্রেক্স একাউন্ট একটা সুদ মুক্ত একাউন্ট |ব্লা হ্যেছে যার লাভ ক্ষিত হ্য সাধারণত সেটা সুদ মুক্ত|আরো ব্লা যায় যে এটা বযবসা যা বিন্যগ ক্রার প্র লাভ অথবা ক্ষিত হ্য |মুল কথা ফ্রেক্স একাউন্ট এ লাভ ও হ্য ক্ষিত ও হ্য |যার কারণএ ফ্রেক্স একাউন্ট একটা সুদ মুক্ত একাউন্ট |
-
আমার জানামতে সুদ একাউন্ট হল সোয়াপ একাউন্ট যেই একাউন্ট এ ট্রেড করলে তার সাথে সুদ যুক্ত হয়ে যায় তাকে বলে সোয়াপ একাউন্ট আপনি এর মাধ্যমে চাইলে সুদ নিয়েও ট্রেড করতে পারেন আবার সুদ মুক্তভাবে ট্রেড করতে পারেন । তাই সমস্ত ব্রোকারে এখন একাউন্ট খলার সময় দেওয়া থাকে সোয়াপ ফ্রী একাউন্ট এর অংশ যাতে করে আপনি সিলেক্ট করে নিতে পারেন ।
-
ফরেক্স একটি সিসটেম আছে যা আপনি ইচ্ছা হোরে নিতে পারেন আর ইচ্ছা না হোলে নাও নিতে পারেন যাকে বরে সুয়াপ। এই সুয়াপ হোচ্ছে শুধ। আপনি যদি সুয়াপ নেন তাহলে ট্রেড করার সময় কম কারেন্সি দিয়ে বেশিকারেন্সি কেনা বেচার সময় শুধ পাবেন এবং যদি বেশি দিয়ে কম নেন তাহলে াাপনার অপজিট আপনার থেকে শুধ পাবে। আর আপনি যদি এ প্রক্রিয়া বাদ দিতে চান তো দিতে পারেন।
-
আমি মনে করি ফরেক্স কোন সুদের ব্যবসা নয়।কারন এই মার্কেটটার সাফল্য অনেকটা নির্ভর করে আপনার দক্ষতা উপর।আপনি মার্কেট সম্পর্কে যত দক্ষ হবে তত আপনার আয় বাড়বে।তাহলে এখানে সুদের সিস্টেম আসছে কোথা থেকে।তাই এসব চিন্তা বাদ দিয়ে মার্কেটে কিভাবে দক্ষ হওয়া যায় তা নিয়ে ভাবুন।