-
ভাই আমি সাধারনত লিভারেজ এর ব্যাপারে সঠিক ভাবে যানতাম না কিন্তু আপনার পোস্ট টা থেকে বুঝতে পারছি,আমি লিভারেজ নিয়ে চিন্তা করিনা আমি সাধারনত ১ঃ৫০ লিভারেজ ব্যবহার করে থাকি,আমি মনে করি সকলের লিভারেজ অল্প ব্যবহার করা উচিৎ কারন লিভারেজ বেশি তে যেমন লাভ বেশি হয়ে থাকে তেমন লস ও বেশি হয়ে থাকে।
-
লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। লেভারেজ মানে বোকার আপনাকে কিছু ডলার লোন দেয়। বোকার অনুযায়ী কোন বোকার ২০০-২০০০ পযন্ত লিভারেজ দেয়। তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল। কারন লেভারেজ নিলে লট সাইজ বড় হয়ে যাওয়া যায়। যাই হোক আপনার মূল একাউন্ট এর লস যদি আপনার ইনভেষ্ট করা ডলার এর সমান হয়ে যায় তখন আপনার একাউন্ট ০০ হয়ে যায় আর বোকার তার নিজের সব ডলার নিয়ে যায়।
-
ফরেক্স ব্যবসায়ে আমরা খুব ভাল করে জানি লিভারেজ একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে লিভারেজ হলো এক ধরনের প্রক্রিয়া বা অনুপাত যে অনুপাতে আপনি আপনার ফরেক্স ব্রোকারের নিকট হতে আপনার বিনিয়োগকৃত মুলধনের উপর লোন গ্রহন করতে পারেন এর উপর নির্ভর করে আপনি আপনার ডলার কত বড় লট দিয়ে সাজাবেন এবং সে অনুপাতে লাভ লস হবে । তবে এটা অনেক সময় ভালো থেকে খারাপ হয়ে যায় লিভারেজ সবসময় কম নেয়াই ভাল কারণ এতে ঝুঁকি কম থাকে ।
-
ফরেক্স মার্কেটে লিভারেজ হচ্ছে লোন যা আপনার ক্যাপিটাল এর উপর প্রদান করা হয় । এই লিভারেজ এর কারনেই আমরা আমাদের পুঁজি অল্প হুয়া সত্ত্বেও আমাদের ব্যালেন্স এর অনেক গুন বড় ট্রেড ওপেন করতে পারি । বিভিন্ন ব্রোকার আপনাকে অনেক গুনে লিভারেজ দিয়ে থাকে । উদাহরনস্বরুপ আপনার মুলধন যদি ১০০ ডলার হয় এবং আপনার লিভারেজ যদি ১ঃ৫০ হয় তাহলে আপনার ব্রোকার আপনাকে ১০০ ডলারের বিপরীতে ৫০০০ ডলার লোন দিবে।
-
আপনি যদি ১:২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। আমরা সবাই যখন ফরেক্স এ আসি তখন কোন বা কোন ব্রোকারের আয়ত্তাধীন হয়ে কাজ করি। আর এই ব্রোকাররা আমাদের অনেক সুবিধা দিয়ে থাকি। যার পরিপেক্ষিতে তারা আমাদের আয় এর উপর থেকে কিছু টাকা কেটে নেয়।
-
ফরেক্স মার্কেট এ সব সময় কম প্রফিট এর চিন্তা করতে হবে। আমরা যদি বেশি লিভারেজ নিয়ে বড় লট সাইজ ব্যবহার করে ট্রেড করি তাহলে মার্কেট এ বেশিদিন টিকতে পারব না। কারন মার্কেট এ একাউন্ট জিরো হওয়ার পেছনে যে কারন রয়েছে তা হচ্ছে লিভারেজ বেশি থাকা।
-
ফরেক্স মার্কেটে লিভারেজ হচ্ছে লোন যা আপনার ক্যাপিটাল এর উপর প্রদান করা হয় । এই লিভারেজ এর কারনেই আমরা আমাদের পুঁজি অল্প হুয়া সত্ত্বেও আমাদের ব্যালেন্স এর অনেক গুন বড় ট্রেড ওপেন করতে পারি । বিভিন্ন ব্রোকার আপনাকে অনেক গুনে লিভারেজ দিয়ে থাকে।
-
ফরেক্স ট্রেডিং এ লিভারেজ মানে হল লোণ। ফরেক্স মার্কেটে আমারা যারা ট্রেড করি তাদের প্রায় সবাই লিভারেজ নিয়ে ট্রেড করি।আর বিভিন্ন ব্রোকার গুলোও আমারদের ভাল লিভারেজ দিয়ে থাকে।ওখানে ১ঃ১,১ঃ২,১ঃ৫ ইত্যাদি অপশন থাকে, এখানে আপনি যদি ১ঃ১ সিলেক্ট করেন তার মানে হল আপনি এক ডলার ইনভেস্ট করলে আপনার ব্রোকার আপনাকে একশত ডলার লোন হিসেবে দিবে ব্যবসা করার জন্য।
-
লিভারেজ শব্দটি ফরেক্স অনেক শোনা যায়। অনেক ট্রেডার মনে করেন যে লিভারেজ বেশি থাকলে মার্কেট এ বেশি প্রফিট করা যাবে। আসলে মার্কেট থেকে বেশি প্রফিট করা যায় ঠিক। কিন্তু লিভারেজ বাড়ালে লট সাইজ ও বাড়ানো যায় বেশি। এতে দেখা যায় অনেক সময় ট্রেড দিতে দিতে আমাদের মার্জিন কল আর থাকে না। যারা ফলে পিপ ব্যাকাপ না থাকার কারনে ট্রেড অটো ক্লোজ হয়ে যায়।
-
লিভারেজ এর কারনেই আমরা আমাদের পুঁজি অল্প হুয়া সত্ত্বেও আমাদের ব্যালেন্স এর অনেক গুন বড় ট্রেড ওপেন করতে পারি । বিভিন্ন ব্রোকার আপনাকে অনেক গুনে লিভারেজ বা লোণ দিয়ে থাকে । তবে লোণ নিয়ে ট্রেড করার পক্ষপাতি আমি নই । কারন এতে লসের সম্ভাবনা এবং রিস্ক দুটিই বেরে যায় ।