-
হ্যা ফরেক্সে এ হারানো প্রফিট উদ্ধার করা খুবই কঠিন। এটা প্রায় অসম্ভব এর কাতারে পড়ে। কেও যদি তার ক্যাপিটাল এর অর্ধেক লস করে তাহলে পরের বার বাকি ক্যাপিটাল দিয়ে ট্রেড করে যদি সে ১০০% লাভ করে তবে তার মুল ক্যাপিটাল উঠে আসবে এক্ষেত্রে কোন লাভ হবে না। যেটা খুবই কঠিন।
-
আমি মনে করি, হারানো ক্যাপিটাল পুনারায় অর্জন করা বেশ কঠিন একটা কাজ কারন আপনি যে কারনে আপনার ক্যাপিটাল হারালেন তা আপনার মাজে যদি বিদ্যমান থাকে তবে তা অনেকটাই অসম্ভবও বটে আর তাছাড়া ৫০% হারানো মনে ১০০% লাভ যা সত্যই বেশ কঠিন কাজ।
-
সত্যি বলতে ফরেক্স মার্কেট থেকে হারানো ক্যাপিট্যাল ফেরত পাওয়া আমার মতে খুব কঠিন। এর জন্য ট্রেড করার আগে বুজে শুনে ট্রেড করা উচিত। আবেগ দিয়ে ট্রেড করা উচিত না । এখানে সবাই লস এর একটা রেসু দিছে এটাই সত্য কিন্তু তা পূরণ করা খুব কঠিন। যারা ক্যাপিট্যাল হারিয়েছেন তারা বলতে পারবে এটা কত সহজ না কঠিন।
-
আমি যতটুকু বুঝি আপনি যদি আপনার অ্যাকাউন্টের ৫০%হারান, তাহলে আপনাকে লস রিকভার করতে আপনার নতুন ব্যালেন্সের ১০০%লাভ করতে হবে। আর যদি ৭৫%হারান, তবে নতুন ব্যালেন্সের ৩০০%প্রফিট করতে হবে শুধুমাত্র পূর্বের লস রিকভার করার জন্য। তাই বিষয়ই টা মনে রাখতে হবে।
-
আমার মতে একাউন্টের ৫০ বা ৭০% হারানো মানে একাউন্টের জন্য বিরাট একটা ক্ষতি কারন এই ক্ষতি না পুষালে লাভ উঠানো যাবে না তবে ক্ষতিটা পুষানো কিন্তু মোটেও সহজ কথা নয়।
-
একথা সত্য যে হারানো মূলধন বা ডিপোজিট রিকভার করা খুবই কষ্টসাধ্য, কিন্তু এটাও সত্য যে আপনি যতক্ষণ না পর্যন্ত লস করা ব্যালেন্স রিকভার করতে পারবেন ততক্ষন পর্যন্ত ফরেক্স থেকে কোন প্রকার কোন পরিমাণের উইথড্র করতে পারবেন না,আর তাই আপনি যদি আপনার ব্যালেন্স এর 50 পার্সেন্ট লস করে বসেন তাহলে আপনাকে নতুন ব্যালেন্সের 100% প্রফিট করে পূর্বের ব্যালান্স রিকভার করতে হবে, আর যদি সেই লসের পরিমাণ 75 শতাংশ হয় তাহলে আপনাকে নতুন ব্যালেন্সের 300 পারসেন্ট লাভ করার মাধ্যমে পূর্বে লস রিকভার করতে হবে। আর এই জন্যই আমাদেরকে খুব ভালোভাবে মানে ম্যানেজমেন্ট করে ট্রেডিং করা উচিত, কেননা কোন একাউন্টে 50 থেকে 75 পার্সেন্ট লসকরা এর মানে সেটি অ্যাকাউন্টের জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়া, তাই আমাদের অল্প লোভের সন্তুষ্ট থেকে ঝুঁকি নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। যাতে করে লাভ কম হলেও কখনো যেন আমাদের ব্যালেন্স লস করে না ফেলি।
-
ফরেক্স করতে হলে আপনাকে লস করতে হবে,কিন্তু নিজেকে এমন ভাবে গড়তে হবে যাতে লস করলেও,ওই লস এর ক্যাপিটাল যাতে পুনরুদ্ধার করতে পারা যাই,লস হবেই কিন্তু তা বলে বসে থাকলে চলবে না,নিজের উপর বিশ্বাস রেখে লস হলে তার পুনরুদ্ধার এর চেষ্টা করতে হবে।
-
হারানো ক্যাপিটাল নতুন করে ফিরে পাওয়া খুবই কঠিন ব্যাপার এবং দীর্ঘ সময়ের ব্যাপার। সাপোজ আপনার ব্যালেন্স 100 ডলার। আপনি এখান থেকে 50 ডলার হারালেন। তাহলে বাকী থাকলো আপনার ব্যালেন্সে 50 ডলার। বাকি এই 50 ডলার দিয়ে আপনার আরো 50 ডলার লাভ করতে হবে। এভাবে লাভ করে আপনার ব্যালেন্স রিকভারি করতে হবে। কিন্তু আপনি যদি 100 ডলার থেকে 75 ডলার হারিয়ে ফেলেন তাহলে ব্যালেন্সে থাকল 25 ডলার। এই 25 ডলার দিয়ে আপনাকে আরও 75 ডলার প্রফিট করতে হবে যা অনেকটা কঠিন এবং দীর্ঘ সময়ের ব্যাপার। তবে কিছু নিয়ম মেনে ট্রেড করলে কখনো এই সমস্যা ফেস করতে হয় না। যেমন; ট্রেড করার পূর্বে অবশ্যই উচিত মার্কেট ভালো করে এনালাইসিস করে নেওয়া এবং মানি ম্যানেজমেন্ট মেনে ঝুঁকি কম নিয়ে ট্রেড করা উচিৎ।
-
আসলে একথাটা একটু হলেও ঠিক কারণ ফরেক্স মার্কেটে কেউ যদি ভুল ট্রেড করে তাহলে তার ক্যাপিটাল লস হবেই আর এই ক্যাপিটাল পুনরায় আবার ফিরে পাওয়া খুবই কষ্ট সাধ্য ব্যপার বলে মনে করি যদিও ফেরত পাওয়া যায় তার জনু আপনাকে খুব ফরেক্স মার্কেটে খাটতে হবে তাই সাধারনয় না জেনে বুঝ্র ফরেক্স মার্কেটে ট্রেড না করাই ভালো
-
লাভ লস মিলিয়েই ফরেক্স ট্রেডিং তাই ফরেক্সে লস হওয়াটা স্বাভাবিক।তবে আপনি যদি শক্তভাবে মানি ম্যানেজমেন্ট মেনে চললেন তাহলে কখনোই আপনার ক্যাপিটাল হারাবে না।তবুও কেউ যদি অসাবধানতা ভাবে ক্যাপিটাল হারিয়ে ফেলে তবে তার উচিত আরও ভালোভাবে ফরেক্স শিখে পুনরায় ইনভেস্ট করে ধীরে ধীরে হারানো ক্যাপিটাল ফিরিয়ে আনা।