-
আমার মতে ফরেক্স এ ট্রেড করে টেক প্রফিট এবং স্টপ লস ২ টাই বসানো প্রয়োজন, এতে করে অ্যাকাউন্ট জিরো হওয়া থেকে রক্ষা পাওয়া যায়, তাই আমার মতে স্টপ লস বসানো খুবই জরুরি প্রয়োজন, আমি প্রতিটা ট্রেড এ টেক প্রফিট বসাই বা না বসাই স্টপ লস আগে বসাই এবং সবার একই পরামর্শ ডি।
-
স্টপ লস ছাড়া ট্রেড নিরাপদ না। মূলধন কম হয় তবে স্টপ লসস ব্যাবহার করা ঠিক আছে। তবে খেয়াল রাখতে হবে ভলিয়াম যেন বেশি না হয় তবে আপনার মূলধন শেষ হয়ে যাবে।
-
স্টপ লস ব্যবহার করা ভালো কারন আপনি যখন কম্পিউটারের সামনে না থাকবেন তখন স্টপ লসে জত টাকা বলে দিবেন সেখানে আসা মাত্র ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে স্টল লস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । আমি নিজে স্টল লস ব্যবহার করি । এতে আমি দেখতে পেলাম যে আমার অনেক লাভ হয়েছে অর্থাৎ আমার মূল ধন থেকে তেমন কোন অর্থ কেটে রাখা হচ্ছে না তায় আমি এদিক থেকে অনেক লাভবান । আর আমার মতে স্টল লস ব্যবহার ভাল ।
-
ব্যবসার জগতে ফরেক্স অন্যতম একটি ব্যবসা । আর এ ব্যবসার মধ্যেও লাভ লস রয়েছে । ট্রেড করার ক্ষেত্রে স্টপ লস মহান ভূমিকা পালন করে । আপনি এত কষ্ট করে ফরেক্স ব্যবসায় মূল ধন ব্যায় করে যদি আপনি লসে পড়ে যান তাহলে নিশ্চয় আপনার খুব খারাপ লাগবে । স্টল লস ছাড়া ট্রেড করা উচিৎ নয় ।
-
যদি আপনার মূলধন কম হয় তাহলে স্টপ লস ব্যবহার করা ঠিক। আপনার মুল্যবান সময় নষ্ট না করে আপনি স্টপ লস ব্যবহার করতে পারেন। ফরেক্স মের্কেটে মুভমেন্ট প্রচুর হয়ে থাকে তাই আপনি যদি মার্কেটে না থাকেন তা হলে আপনি মার্কেট যদি আপনার বিপরিতে যায় তাহলে আপনি বিরাট লস ক্ষেত্রে পারেন তাই স্টপ লস ব্যবহার করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । আমাদের মত ক্ষুদ্র ট্রেডাররা স্টপ লস ব্যবহার না করলে ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না ।
-
আপনি যখন একটা ট্রেড ওপেন করবেন তখন ঐ ট্রেড যদি প্রতিকুলে যায় তাহলে কি পরিমান লস হলে ট্রেড অটো ক্লজ হয়ে যাবে তা সেট করে দেয়াকে স্টপ লস বলে।অথাৎ স্টপ লস দ্বারা লসের সীমা ঠিক করে দিতে পারবেন । স্টপ লস ছাড়া ট্রেড করা নিরাপদ নয় । স্টপ লস দ্বারা আমরা ক্যাপিটাল ধরে রাখতে পারি।যদি স্টপ লস ব্যবহার না করেন তাহলে হয়ত আপনার লস অনেক বেড়ে যাবে।
-
আমি বলবো আপনি যদি পারেন স্টপ লস ব্যবহার না করে ব্যবসা পরিচালনা করতে তা হলে ভালো আবার আপনি যদি মনে করেন আপনি কম্পিউটারের সামনে না থাকলে লস হয়ার সম্ভাবনা আছে তাহলে স্টপ লস ব্যবহার করা ভালো কারন আপনি যখন কম্পিউটারের সামনে না থাকবেন তখন স্টপ লসে জত টাকা বলে দিবেন সেখানে আসা মাত্র ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
না ভাই আমি মনে করি না কারন ফরেক্স মার্কেটের মুবমেন্ট সব সমের মাধ্যমে এক যায়গায় থাকে না আর এর কোন শেষ ঠিকানা নেই যেখানে গিয়ে এর শেষ হবে তাই আমার মতে আপনি যখনেই ট্রেড ওপেন করবেন তখনেই আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে তাহলে আপনার লস থাকবে না।