-
হ্যা, একজন ভালো মানের ট্রেডারে পরিনত হতে অনেক গুনাবলি থাকতে হয়।যেমন-
১.ফরেক্স বিষয়ে সুস্পষ্ট ধারনা
২.মানি ম্যানেজমেন্টে দক্ষতা দেখানো
৩.ভালো অ্যানালাইসিস করতে পারা
৪.বেসিকগুলো মনে রাখা এবং সঠিক প্রয়োগ করা
৫.ধৈর্য্য, শ্রম, অধ্যাবসায়, নিয়মানুবর্তিতা ইত্যাদি গুনাবলি থাকতে পারে।
-
একজন ভাল মানের ট্রেডারের কিছু গুন থাকে। এই গুনগুলো দ্বারা ভাল ট্রেডারের লক্ষন গুলো বোঝা যায়। একজন ভাল ফরেক্স ট্রেডার সবসময় ট্রেন্ড এর পক্ষে ট্রেড করে। কখনো অভার ট্রেড করে না। অভার ট্রেড করলেউ সেটা অনেক পিপ্স গ্যাপ এ করে যেখান থেকে মার্কেট ঘুরার সম্ভাবনা থাকে। একজন দক্ষ ফরেক্স ট্রেডার কম প্রফিট হলেউ মাস শেষে একটা নির্দিস্ট এমাউন্ট তার একাউন্ট এ জমা করতে পারে।
-
একজন ভালো ট্রেডারে র কাজ হবে ব্যবসায়ে সফলতার পরিচয় দেও্রয়া যার মাধ্যমে তাকে চেনা যায়। আমার মনে হয় ভালো ট্রেডার তার কাজের মাঝে এমন একটা কিছু করবে যা দেখে তাকে চিনতে পারা যায়। একজন ভালো ট্রেডার হবে ধোর্যশীল হবে। হুট করে কোন ডিসিসন নেবেনা । তার ট্রেড করার নিয়ম অন্য সকলের চেয়ে আলদা হবে। আর সব থেকে বড় কথা েএকজন ভলো ট্রেডার তার কাজের মাঝেই ডুবে থাকবে।
-
এkজন ভাল ট্রেডার হতে হলে অবসসই আপনাকে লভ এবং লালশা থেকে দূরে থাকতে হবে । যেমন ধরুন আপনি যদি দিনে অনেক ট্রেড করেন সাই কাহ্নে আপনার ভুল হতেই পারে । আচ্ছা যদি আমন হয় যে আপনি ট্রেড করে অনেক বেশি চিন্তায় পরে যান , তবে আপনাকে নিজেকে সান্ত রাখার জনা স্টপ লস ব্যবহার এবং প্রতিদিন ার একটি টার্গেট নিতে হবে । যেমন ধরুন ২০ পিপ্স প্রতিদিনের টার্গেট ।
-
ফরেক্সে ট্রেড করতে এসে প্রথম অবস্থায় অনেকেই প্রচুর লস খেয়ে পড়ে থাকেন। এর কারন অভিজ্ঞতার অভাব। ফরেক্স সম্পর্কে জ্ঞানের স্বল্পতা। ফরেক্সে ভালো ট্রেডার হতে হলে ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ডেমো ট্রেডিং করতেহবে। লস খেলেও সততা ও ধৈর্য নিয়ে প[অড়ে থাকতে হবে। লোভ করা যাবেনা। মানি ম্যানেজমেন্ট করতে হবে সঠিক ভাবে। রিস্ক বেশি নেয়া যাবেনা।
-
ভাই ফরেক্স মার্কোট কোন ট্রেডার ভাল তা পরিমাপ করতে হলে পরিমাপের মান দন্ড হিসাবে অবশ্যয় ধরতে হবে সেই ট্রেডার ফরেক্স ট্রেডিংয়ে কতটা দক্ষ ফরেক্স ট্রেডিংয়ে তার জ্ঞান কতটুকু যদি সে ফরেক্স ট্রেডিংয়ে যতেষ্ট জ্ঞান এবং দক্ষতার অধিকারী হয় এবং সে তার লোভ, আবেগ এবং ভয়কে নিয়ন্তন করার ক্ষমতা সম্পুন্ন তাকে ভাল ট্রেডার হিসাবে ধরা যাই। ধন্যবাদ।
-
একজন ভালো অভিজ্ঞ ট্রেডারের কিছু গুন অবশ্যই থাকবে বা থাকা উচিৎ আর তা না হলে সে ভালো ট্রেডার কিভাবে হবে এজন্য তার সততা থাকা উচিৎ এবং পরিশ্রমি জানার আগ্রহ। ফরেক্স মার্কেটের অভিজ্ঞতা। ভালো একজন ট্রেডারের এসব গুন থাকা প্রোয়জন বলে আমি মনে করি।
-
একজন ভাল মানুষের যে রকম অনেক গুন থাকতে হয় ঠিক তেমনি একজন ভাল ট্রেডারের অনেক গুন থাকতে হয় । যেমন পরিশ্রমী হতে হবে , ভাল করে জানতে হবে , সততার সাথে ট্রেড করতে হবে , লোভ লালসা থেকে মুক্ত থাকতে হবে , অনেক সময় ব্যয় করতে হবে , সঠিক ভাবে ট্রেড করতে হবে । এইসব গুন থাকলে ফরেক্সে সফল হওয়া সম্ভব ।
-
একজন ভালো ফরেক্স ট্রেডারের গুনাবলী:
১. পরিশ্রমী হতে হবে
২. সমায় সচেতন হতে হবে
৩. প্রতিদিন মার্কেট এনালাইসিস করতে হবে
৪. নিউজ অনুসারন করতে হবে
৫. বুদ্ধি মান হতে হবে
-
ফরেক্স মারকেটে একজন ভাল মানের ট্রেডারের কিছু গুনাবলি আছে সেগুল হল যেমন ফরেক্স মারকেট সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা থাকা এবং আর জানার আগ্রহ থাকা ধৈর্য থাকা সততা মাথা ঠাণ্ডা রাখা সঠিক সময় সঠিক সিধান্ত নেয়া ফরেক্স মারকেটে কখন এন্ট্রি নিতে হবে তা বুঝা ফরেক্স মার্কেটে কিভাবে প্রফিট করতে হবে তার কৌশল জানা ।