-
আমরা সকলেই জানি লাভ আছে লস নেই এমন কনো ব্যবসা নেই। ফরেক্স মার্কেটের ব্যবসায় ও লাভ লস হওয়ার সম্ভাবনা ১০০% আছে। তবে ব্যসায়ে লাভ করতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান অর্জন করতে হবে তাহলে আপনি সফল ট্রেডার হতে পারবেন । আপনাকে অবশ্যই ডেমো ট্রেডিং করে ভালো অভিজ্ঞ হতে হবে তাহলে আপনি লাভ করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে লাভ লস দুটই হয়ে থাকে এবং হয় আর এই লাভ লস মিলিয়ে ফরেক্স ট্রেড করে প্রফিট করতে হয় সকল ট্রেডারের ক্ষেত্রে লাভ লস করতে দেখা যায় তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে যেকোনো সময় লাভ লসের সম্মুখীন হতে হয়।
-
প্রত্যেক ব্যবসায় লাভ লস হওয়ার সম্ভাবনা আছে তেমনি ফরেক্স মার্কেটিং ব্যবসায়ে ও লাভ লস দুটোই আছে ত্ববে আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞ হতে পারেন তাহলে আপনি সফোল হতে পারবেন। আপনাকে যেটা করতে হবে ডেমো ট্রেডিং করে অভিজ্ঞ হয়ে তার পর রিয়েলে ট্রেড করবেন।
-
আমরা জানি যেকোন ব্যবসাতে লাভ লস দুটোই থাকে। রিস্ক নিয়েই তবে ব্যবসায় নামতে হয়। তবে অন্ধের মত রিস্ক নেওয়া ঠিক নয়, জেনে বুঝে পূর্ব পরিকল্পনা অনযায়ী লাভ বা লস নিতে হবে। এমন তো নয়, ফরেক্স ব্যবসায় শুধু লস হয়, লাভ ও হয়। এখন কিছু ট্রেডার আছেন লাভ কে ধরে রাখতে পারেন না সেটা যার যার যতটুকু দক্ষতা। ফরেক্স থেকে শুধু প্রফিট হবে এটা আশা করাও বোকামী। যার জন্য ফরেক্স এর ব্যপারে আগে ভালভাবে জেনেবুঝে, নিজে স্টাডি করে তারপর ফরেক্স এ ট্রেড করা উচিত। প্রথম ১-২বছর শুধু স্টাডি আর ডেমো ট্রেড করতেই হবে তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন কেন লস হচ্ছে এবং এটার জন্য করনীয় কি?
-
ফরেক্স এ লাভ লস দুটোই থাকে। যে কোন ব্যবসায়ে লাভ লস দুটোই থাকে ফরেক্স ও ব্যাতিক্রম নয়। বুঝেশুনে অভিজ্ঞতা অর্জন করে ভালো ট্রেড করতে পারলে লাভ করা যায় আবার লোভে পরে উল্টোপাল্টা ট্রেড করলে একাউন্ট ঝুঁকিতে পরবে। নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারলে লস করা থেকে বাঁচা যায়।
-
হ্যাঁ ভাই ব্যবসাতে আপনার কখনো লাভ হবে আবার কখনো লসও হবে। এটা প্রতিটা ব্যবসার একটা চিরন্তন সত্য। তবে ব্যবসা সম্পর্কে যদি আপনার ভাল ধারণা বা অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি তুলনামূলকভাবে লস কম করবেন কিন্তু মাস/ বছর শেষে দেখবেন যে, এভারেজে আপনি প্রফিটেই আছেন। তাই এখানে আপনাকে লাভ এবং লস দুটোই মেনে নিয়ে টিকে থাকার চেষ্টা করতে হবে।
-
”নো রিস্ক নে গেইন” একথাটি ফরেক্সের ক্ষেত্রে বাস্তব। লাভের পাশাপাশি লস না থাকলে সেটা ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং রাষ্ট্রীভাবে অবৈধ হওয়ার সম্ভাবনা বেশী। ফরেক্সে যদি লসই না থাকত তাহলে শেখার কিছু থাকত না ,লাভের গুরুত্ব থাকত না। লাভ লসের মধ্য দিয়েই যোগ্যতা দিয়ে সকল পলিসি প্রয়োগ করে ফরেক্স মার্কেটে টিকে থাকার মাধ্যমে সফলতা হতে হবে।
-
বিশ্বের অন্যান্য সকল ব্যবসার মতোই ফরেক্স ব্যবসাতেও লাভ এবং লস হয়ে থাকে৷যে ব্যবসায় লাভ/লস নাই সেই ব্যবসা তো ব্যবসা-ই নয়৷আমার জানামতে একমাত্র সুদি ব্যবসায় কোনোও প্রকার লস নাই৷আর সকল ব্যবসায় লাভ-লস দুটোই থাকবে৷ফরেক্স মার্কেটে যারা ব্যবসা করতে আসেন তাদেরকে প্রথমেই দীর্ঘদিন যাবৎ একটানা নিয়মিত প্রচুর পরিমাণ লস দিতে হয়৷কারণ হলো ফরেক্স মার্কেটে নগদ টাকার ব্যবসা হয় যাকে আমরা লিকুইড মানি বলে থাকি৷এই লিকুইড মানি দিয়ে নগদ ব্যবসার কারণে প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে লাভ/লসের হিসাব গুণতে হয়৷পর্যাপ্ত অভিজ্ঞতা এবং দক্ষতার অভাবেই আমরা শুরুতেই ফরেক্স মার্কেটে ক্রমাগত লস করতে থাকি৷এরপর যখন আমরা ট্রেডিং কৌশল গুলো আয়ত্ত করে ফেলি তখন লস হয় না বরং ক্রমাগত প্রফিট হতে থাকে৷তাই ফরেক্স মার্কেটে ব্যবসা করতে আসলে অবশ্যই শুরুর দিকের লস এবং শেষের দিকে প্রফিটের বিষয়টি মনে রাখবেন৷
-
আমি মনে করি, ফরেক্স ব্যবসায় এ যারা দক্ষ তাদের লস হওয়ার সম্ভাবনা খুব কম। আনার মতে, একজন দক্ষ ফরেক্স ব্যবসায় এর ট্রেডার না হন তাহলে আপনি ফরেক্সে ব্যবসায় এ লস করবেন। কারণ ফরেক্স ব্যবসায় এর ট্রেডিং করতে হলে আগে ফরেক্স ব্যবসায় মার্কেট সম্পর্কে ভাল ধারণা নিতে হবে। তানাহলে ফরেক্স ব্যবসায় ট্রেডিং এ লস খাবেন।
-
ফরেক্সে লাভ লস দুটোই হতে পারে তবে লসের পরিমাণ ৯৫% আর লাভের পরিমাণ ৫% । এক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করে - লোভ সামলাতে পারলে অবশ্যই এঅবস্থার চেঞ্জ হতে পারে। এজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে,মেনে চলতে হবে ফরেক্সের সকল পলিসি।