নতুনদের ক্ষেত্রে রোবট ব্যাবহার করাকে আমি একেবারেই অনুচিৎ বলে মনে করি। কেননা এ ক্ষেত্রে মার্কেটে নিজের কোন ক্যারিয়ার গড়ার অবকাশ থাকেনা। তবে প্রফেসনাল ট্রেডারদের রোবট ব্যাবহারে কোন বাধা নেই।
Printable View
নতুনদের ক্ষেত্রে রোবট ব্যাবহার করাকে আমি একেবারেই অনুচিৎ বলে মনে করি। কেননা এ ক্ষেত্রে মার্কেটে নিজের কোন ক্যারিয়ার গড়ার অবকাশ থাকেনা। তবে প্রফেসনাল ট্রেডারদের রোবট ব্যাবহারে কোন বাধা নেই।
আমি সমর্থন করি। কারণ আমি দীর্ঘ দিন যাবৎ রোবট ব্যবহার করে আসছি। রোবট এর মাধ্যমে ট্রেড করা লাভজন।
আমি ফরেক্স মার্কেট এ রোবট ব্যাবহার করতে তেমন পছন্দ করি না কারন রোবট এর নিজস্ব কোন চিন্তা ভাবনা নেই । রোবট একটা নির্দিষ্ট নিয়মে চলে থাকে তাই মেনুয়েল সিস্টেম সব থেকে ভাল বলে আমি মনে করি ফরেক্স মার্কেট এ সব থেকে বেশীর ভাগ ট্রেডার মেনুয়েল ট্রেড করেন ।
রোবোট এর ব্যবহার যদিও ট্রেডের জন্য প্রচুর হয় তথাপি আমি রোবোট এর ব্যহার এর পক্ষে নয় কারন রোবোট দ্বারা ট্রেড করলে নিজের ট্রেডিং স্কিল এর কোন উন্নতি হয় না বরং রোবোট নির্ভর শীলতা বৃদ্ধি পায়। ধন্যবাদ
আমি চাই না রোবট দিয়ে ট্রেড করতে আমি আমার নিজের ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করে আমি সন্তুষ্ট কারন আমি মনে করে থাকি ফরেক্স মার্কেট কে নিজে থেকে ট্রেড করলে বেশী লাভ করা যায় যা কোন রোবট করতে পারে না তাই আমাদের কে বেশী করে ট্রেড করতে হবে ।
শত শত যুগের অন্যায় , অবিচার এবং দাসত্ববৃত্তির শৃঙ্খল মোচন করে, আমরা রোবট প্রতিষ্ঠিত করি। যাহা মানব ... যাতে মানবকূলের প্রতি রোবটদের নিরঙ্কুশ আনুগত্য সুনিশ্চিত করা হয়েছে। হীরক খনিটি .... কেহ কেহ একে ২০২০ কে সমর্থন করিতে লাগল- কেন না উহার অহিংস প্রস্তাবে ধ্বংশ হওয়ার সম্ভাবনা কম।
আমি অনেক নতুন ত্রেদারদের দেখেছি তাদের ফরেক্স শিখার প্রতি আগ্রহ কম কিন্তু রোবট কালেক্ট করতে বেস্ত বেশি, একটা কথা ভেবে দেখুন রোবট জদি সত্যি এত প্রফিট দিত তাহলে সব ফরেক্স ত্রেদাররা ধনী হয়ে যেত।
আমি রোবট ব্যাবহার কে খারাপ বলি না তবে আমাদের কে সব সময় বুঝে এখানে ইনভেস্ট করতে হবে কারন আমরা না বুঝে রোবট ব্যাবহার করলে আমরা যে কোন সময় লসের সম্মুখীন হতে পারি এ জন্য আমাদের কে যে কোন রোবট শুরুতে ডেমো একাউন্ট এ টেস্ট করতে হবে তবেই আমরা এখানে সফল হতে পারব ।
রোবট ব্যবহারকে আমি সমর্থন করি আবার করি না। যদি আপনার একটা ভাল স্ট্রাটেজি থাকে তাহলে সেটাকে আপনি রোবট বানিয়ে ব্যবহার করতে পারেন। এটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন তাই আমি একে সমর্থন করি। আর যাদের কোন স্ট্রাটেজি নাই তাদেরকে আমি রোবট ব্যবহার করার জন্য সমর্থন দেবো না। কারন অন্যের স্ট্রাটেজি নিয়ে কেউ বড় হতে পারে না।
না আমি নিজে রোবট ব্যবহার করি না এবং রোবট ব্যবহার সমর্থনও করি না কারন রোবট ব্যবহার করলে নিজের ট্রেডিং দক্ষতা উন্নয়ন হবেনা বলে আমি মনে করি। ধন্যবাদ।