-
হ্যাঁ, আমি বাক্তিগতভাবে স্কাল্পিং অনেক পছন্দ করি। কারণ, স্কাল্পিং করে ছোট ছোট ট্রেড এর মাধ্যমে একাউনটে অনেক ডলার বানিয়ে ফেলা যায় খুব কম সময় এ। শুধু তাই নয় স্কাল্পিং খুব কার্যকরী যদি আপনি খুব ভাল ট্রেডার হন মানে মার্কেট কম সময়ের মধ্যে এনালাইসিস করতে সক্ষম হন। যদি তাই হয় তবে আপনি খুব ভাল প্রফিট আশা করতে পারবেন। আমি এটি খুব লাইক করি।
-
স্ক্যাল্পিং ব্যাপারটা ফরেক্স মার্কেট এর খুব সাধারন এবং জনপ্রিয় একটা টার্ম । বিশেষ করে যাদের পুজি কম তাদের জন্য স্ক্যাল্পিং অনেক সুবিধার । স্ক্যাল্পিং করে অল্প পুঁজি থেকে অনেক ভালো কিছু করা যায় । স্ক্যাল্পিং এর জন্য আমাদের ছোট ছোট টাইমফ্রেম ব্যাবহার করাই বেশি বুদ্ধিমানের কাজ । বড় টাইম্ফ্রেম গুলো স্ক্ল্যাল্পিং করার জন্য খুব বেশি সুবিধার নয় । আমরা যদি স্ক্যাল্পিং করে লাভবান হতে চাই তাহলে আমাদের ছোট ছোট টাইম্ফ্রেম গুলো খুব বেশি বেশি এনালাইসিস করতে হবে এবং মার্কেত এর গতিবিধি লক্ষ্য রাখতে হবে ।
-
হ্যাঁ আমি স্কাল্পিং পছন্দ করি । আপনাকে স্কাল্পিং করতে হলে বিভিন্ন টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । স্কাল্পিং করে আপনি অনেক প্রফিট করতে পারবেন । এই স্কাল্পিং করতে হলে আপনার ভালো দক্ষতা থাকতে হবে ফরেক্স এর উপর । নিউজ এর সময় স্কাল্পিং না করাটাই ভালো আমার মতে । এই সময় স্কাল্পিং করাটা একটু ঝুকি পূর্ণ হয়ে যাই ।
-
আমি ফরেক্স এ রিয়াল ট্রেড করা অল্প কিছুদিন আগে থেকে শুরু করেছি । আমার পুঁজি খুব বেশি না তাই আমি এখন স্ক্যাল্পিং করাই বেশি সুবিধা মনে করি । কারন অল্প পুঁজি নিয়ে দীর্ঘমেয়াদী ট্রেড করা যায় না আর এটা খুব ঝুকিপুর্ন । তাই আপনার পুঁজি যদি অল্প হয়ে থাকে তাহলে আমাদের জন্য স্ক্যল্পিং করাই বেশই সুবিধা এবং বেশি ভালো হবে । আমি স্কাল্পিং করি এবং এটা বেশ ভালো লাভ দেয় । তবে হ্যাঁ স্ক্যাল্পিং করারা জন্য আপনাকে অল্প সময়ের মধ্যে মার্কেট এর মুভমেণ্ট টা খুব ভালো করে বুঝতে হবে ।
-
হ্যা ভাই আমি মারাত্বক ভাবে স্কেলপিং ট্রেড পছন্দ করি কারন আমি একজন ডে স্কেলপার কারন আমি আমার অধিকাংশ ট্রেড ১ থেকে ১২ ঘন্টার মধ্যে ক্লোজ করে ফেলি তবে এর জন্য আমি একদিনের ক্যান্ডেল দেখে একঘন্টার ক্যান্ডেল কি অবস্থায় আছে তার উপর ভিত্তি করে ট্রেড করি কারন ইনস্টা ফরেক্সে স্পেড বেশি তাই ১ মি. বা ৩০মি. টাইম ফ্রেম ব্যবহার করিনা। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট এমনই মার্কেট যেখানে প্রাইস ৫০পিপস আপ হলো আবার ২০ পিপস ডাউন হলো।অর্থাত উঠানামা করে প্রচুর।এজন্য ফরেক্সের এই উঠানামার গতিকে কাজে লাগিয়ে দ্রুতই আয় করা হলে তাকে স্ব্যালপিং বলে।দ্রুতই আয় করার জন্য স্কালপিং আসলেই ভালো।আমিও চেষ্টা করছি স্কালপিং শিখতে।আমি স্কাল্পিং খুব পছন্দ করি।
-
আমি স্ক্যাল্পিং খুব পছন্দ করি আর আমার অনেক ভাল লাগে এই সিস্টেম। কারন স্ক্যাল্পিং দিয়ে আপনি অতি সহজে ট্রেড করাতে পারবেন এবং অনেক প্রফিটও অর্জন করতে পারবেন সেটা যে টাইমফ্রেমেই হোক না কেনো স্ক্যাল্পিং খুব সহজ ভাবে ট্রেড করায় আমাদের সাহায্য করে থাকে। আমার মতে সবার উচিত স্ক্যাল্পিং এর উপর নজর দেয়া স্ক্যাল্পিং সম্পর্কে জানা স্ক্যাল্পিং কিভাবে করে সেইটা শেখা দরকার।
-
স্ক্যাল্পিং আমি ব্যাক্তিগত ভাবে পছন্দ করি।কারন স্ক্যাল্পিং অল্প পুজির নিয়েও ট্রেড করা যায়। স্ক্যাল্পিং করার জন্য যে সমস্ত বোকারের স্প্রেড তুলনা মুলক কম সে সমস্ত ব্রোকেরে স্ক্যাল্পিং করলে বিছুটি সুবিধা পাওয়া যায়। তবে স্ক্যাল্পিং একটু বুঝে করতে পারলে সাত থেকে আট পিপ পাওয়া যায়। সে ক্ষেত্রে লট সাইজ একটু বড় হলে ভাল হয়।
-
ফরেক্স মার্কেটে অনেক ভাবে মানুষ ট্রেড করে এর মধ্যে স্কাল্পিং একটি এই স্কাল্পিং হল সর্ট টাইম ফ্রেমে কাজ করতে হয় স্কাল্পিং করে বেশি প্রফিট করা জায় শট শট ট্রেড করে অল্প করে লাভ করে ভের হয়ে জেতে হয় এতে করে সারা দিন ট্রেড করলে অনেক লাভ করা আমি ফরেক্স মার্কেটে স্কাল্পিং করি।
-
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং খুবই মজার ট্রেড আমি এটা পছন্দ করি।অল্প সময় ট্রেড করলে স্ক্যাল্পিং ট্রেড সবচেয়ে ভাল উপায় তবে স্ক্যাল্পিং ট্রেড করতে অবশ্যই দক্ষতার প্রোয়জন আছে।