-
ভাইয়া আপনি যদি প্রতিদিন ৩০ পিপ প্রফিট করতে পারেন তবে আমি বলব আপনি সবচেয়ে সফল ট্রেডার । আমি মোটামুটি কোনো দিন ২০ পিপ আবার কোন দিন ০ পিপ, আবার কোনদিন ৫০ পিপ প্রফিট করতে পারি। কিন্তু প্রতিদিন ফিক্সড পিপ প্রফিট করতে পারি না। আর মনে হয় সেটা সম্ভবও নয়। তবে মাস শেষে ২০০-৩০০ পিপ থাকলেই আমি খুশি।
-
ফরেক্স বিজ্ঞাপন একটি অত্যন্ত পরীক্ষামূলক বাজার testing ফরেক্স বিজ্ঞাপনটি আমার বিনিময় নয় exchange ফরেক্স শোকেসে, আমি সত্যিই বুঝতে পারি যে ফরেক্স এক্সচেঞ্জিংয়ে প্রতিদিন আপনি কতগুলি পিপ সংগ্রহ করবেন তা সঠিকভাবে বলা মুশকিল। যেহেতু এটি বাজারের উপর নির্ভর করে। উপলভ্য অংশের আকার নির্ভর প্রসারিত বা হ্রাস করে উদ্দেশ্য পূরণ করা যেতে পারে। মৌলিকভাবে আমি অফ সুযোগটিতে ব্যতিক্রমীভাবে প্রফুল্ল হব যে আমি প্রতিদিন 30 পিপস পেতে পারি। কম তবে কোনও সমস্যা নেই।
-
আসলে আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিদিন কত পিপস লাভ করবো সেটা নির্দিষ্ট করে বলা যায় না। কেননা সময় সব সময় নিজের দিকে থাকে না।মার্কেট এনালাইসিস করে বুঝতে হবে যে আমি কত পিপস পেতে পারি বা কত পিপস হারাতে পারি।তবুয়ো আমি বলবো প্রতিদিন ৪০/৫০ পিপস লাভ কারাই যথেষ্ট বলে মনে করি।
-
আমার কোন প্রতিদিনের টার্গেট থাকে না। আমি প্রতিমাসে ১০০০ পিপ এর আশা করি। এর বেশি আমি তেমন আশা করি না। কারন আমার এক হাজার পিপ আসলে আমার ব্যালেন্স যদি একটু বেশি থাকে তাহলে যথেষ্ট পরিমান লাভ করা সম্ভব। সুতরাং আমি ডেইলী প্রফিট এর টার্গেট রাখি না।
-
আপনি প্রতিদিন কত পিপ লাভ করবেন এটা নির্ভর করবে আপনার ট্রেডিং এর উপর । আপনি যদি ফরেক্স মার্কেট এ অনেক অভিজ্ঞ হন তাহলে আপনি অনেক লাভ করতে পারেন । আমি ফরেক্স মার্কেট আনালাইসিস করে প্রতিদিন ৩০ থেকে ৫০ পিপ লাভ করার চেষ্টা করি । আমি মনে করি আপনি যখন ট্রেড করবেন তখন অবশ্যই যখন প্রতিদিনের টার্গেট ফিলাপ হয়ে যাবে তখন ট্রেড অফ । আর যদি পর পর দুটা ট্রেডে পর পর লস করেন তাহলে ওই দিন আর ট্রেড করবেন না ।
-
বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা দৈনিক কত পিপস আয় করতে চাই সেটা একটা নির্দিষ্ট টার্গেট থাকা উচিত। তবে এক্ষেত্রে আয় করার পূর্বে আপনাকে ফরেক্স বিষয়ে পরিপূর্ণ দক্ষতা অভিজ্ঞতা হতে হবে। অভিজ্ঞতা ব্যতীত ফরেক্স থেকে আপনি আয় করা চাওয়াটা বোকামি ছাড়া আর কিছু নয়। আপনি যদি অভিজ্ঞ হন তাহলে আপনার দৈনিক টার্গেট টা একটু বেশি থাকবে। আর যদি নতুন অবস্থায় থাকেন তাহলে টিকে থাকাটাই স্বার্থপর মনে করে নিতে হয়।
-
আসলে ফরেক্স মার্কেট এ প্রতিদিন অনেক পিপস টার্গেট করা যায় কিন্তু টার্গেট এ হিট করাটাই আসল ব্যাপার। ফরেক্স মার্কেট এ আমি প্রতিদিন ২০ পিপস টার্গেট করে থাকি। এতে আমার সাফলতা অনেকটা বেশী হয়ে থাকে। আগে আমি ৫০ পিপস টার্গেট করে ফরেক্স এ ট্রেড করতাম কিন্তু তেমন কোন প্রফিট করতে পারতাম না। তাই আমি এখন ২০পিপস টার্গেট করে থাকি এতে আমার অনেটা সাফলতা অর্জন করে থাকি।
-
আমি যদি প্রতিদিন ৫৫ পিপস লাভ করতে পারি তাহলে আমি খুব খুশি হব। আমার আসে পাশের বড় ভাইরা এর থেকে অনেক বেশি আয় করে। তারা তাদের কাজ নিয়ে খুবই খুশি। মার্কেট গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩০০ পিপস পয়ন্ত মুভমেন্ট কর কোন দিন কতটুকো মুভকরবে এটা যেমন বলা যায না তেমনী মার্কেট আপনার অুনকুলে চলবে এমন না হতে পারি । তাই নিদ্বিষ্টি করে নয় আমাদের ট্রেড করতে হবে যে প্রতিটা ট্রেড সফল হয়।
-
আসলে ফরেক্স মার্কেটে প্রফিট করতে হলে ফরেক্স সম্পর্কে দক্ষ হতে হবে। যাদি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলা যায় তাহলেই ফরেক্স থেকে প্রফিট আসবে। আর প্রফিট টা হিসাব করতে হবে দৈনিক, সাপ্তাহিক, মাসিক । যার কারণে প্রতি মাসে ৩০০ পিপস মানে ১৫০$ আয় করতে পারলে আমি খুশি । সেই জন্য আমাকে খুব বেশি রিস্ক এবং মার্কেট নিয়ে বসেও থাকতে হয় না , শুধু অবসর সময়ে ট্রেড করি ।
-
ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন কত পিপ লাভ করবো ঠিক সঠিক করে বলা যায় না।আপনি প্রতিদিন কত পিপ লাভ করবেন এটা নির্ভর করবে আপনার ট্রেডিং এর উপর। আপনি যদি ফরেক্স মার্কেট এ অনেক অভিজ্ঞ হন তাহলে আপনি অনেক লাভ করতে পারেন।তবে প্রতিদিন ৫০ পিপস করে প্রফিট নেব এটা আমার লক্ষ্য হিসাবে থাকে।কোন দিন প্রফিট কম হলে জোড় করে টার্গেট ফিলাপ করার চেষ্টা করিনা।