-
বাংলাদেশ ফরেক্স ফোরামে পোষ্ট করার বিনিময়ে আমরা বোনাস পেয়ে থাকি ব্রোকার এর পক্ষ থেকে। আর বোনাস দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমরা যাতে ফরেক্স বিষয়ে যথাযথ তথ্য মূলক পোস্ট করতে পারি এবং জ্ঞান লাভ করতে পারি। আমাদের পোস্ট থেকে যাতে নতুন ট্রেডারগণ পড়ে সেই পোস্ট থেকে জ্ঞান লাভ করতে পারে বা শিক্ষা নিতে পারে। তথ্যবহুল পোস্ট করা বাধ্যতামূলক। তাই আমাদেরকে ভালো বোনাস পেতে হলে অবশ্যই ভালো মানের পোস্ট করতে হবে।
-
ফরেক্স বিজনেসে বোনাস মানি পেতে চাইলে আপনাকে আগে ফোরাম সাইটে একাউন্ট করতে হবে। তারপর ঐ একাউন্ট থেকে আপনাকে পোস্টিং করে যেতে হবে। শুধুমাত্র বোনাস মানির জন্য পোস্টিং না করে নিজের ও অন্যদের জ্ঞান বাড়ানর জন্য পোস্টিং করুন। দুই লাইনের চেয়ে কম লেখার পোস্ট করবেন না। এখানে এক একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে যা অন্যদেরকে ফরেক্স শিখতে সাহায্য করে। কিন্তু অনেকে আছে যারা শুধু বোনান পাওয়ার আসায় পোষ্ট করে।কিন্তু এই ধরনের চিন্তাভাবনা একদমই ঠিকনা। ফোরামে পোষ্ট করার একমাত্র উদ্দ্যেশ্যে হওয়া উচিত অন্যকে কিছু শিখতে দেওয়া।
-
ফরেক্স ব্যবসায় আপনাকে পোষ্ট এর ডলার পেতে হলে আপনাকে ভাল করে পোষ্ট করতে হবে। সঠিক ভাল প্রশ্নর উত্ত্র দিতে হবে। বানান ভুল করলে চলবে না। মোট কথা আপনার পোষ্ট টা যাতে মান সম্মত হয় সে দিকে খেয়ার রাখতে হবে। আর এ ভাবে পোষ্ট করলে আপনি পোষ্ট এর ডলার পাবেন।
-
ফরেক্স এ বোনাস পেতে হলে অবশ্যই ফরেক্স যা চায় তাই করতে হবে তাহলে বোনাস পাওয়া যেতে পারে। যে দেখা যায় অনেকে অন্যের পোষ্ট কপি করে লেখে থাকে এ ধরনে পোষ্ট কারো দেখে লেখা যাবে না । মোট কথা কারো কথা কপি করে লেখে দেওয়া যাবে না। এই বিষয় গুলো মাথায় রেখে কাজ করলে অবশ্যই বোনাস পাওয়া যাবে। তাই আমি বলবো কপি করা বাদ দিলে আমরা সঠিক সময়ে অবশ্যই বোনাস পাবো ফরেক্স থেকে ।
-
ফরেক্স ব্যবসায় বোনাস পেতে হলে সব সময় ফরেক্স বাংলা ফোরামের সাহাস্য নিতে হয়। কারন ফরেক্স বাংলা ফোরামে পোষ্ট দিয়ে আমরা বোনাস ডলার জমাই তারপর আমরা সেই জমা করা ডলার দিয়ে ট্রেড করি এবং বোনাস ডলার দিয়ে আমরা কোন ক্যাপিটেল ছাড়া অনেক টাকা আয করি। আর ফরেক্স বাংলা ফোরাম থেকে বোনাস ডলার আয় করতে হলে আপনাকে ভাল করে পোষ্ট দিতে হবে আজগবি পোষ্ট দিলে হবে না উলটা-পালটা পোষ্ট দিলে আপনার একাউন্ট ব্যান্ড করে দিবে।
-
ফরেক্স ব্যাবসায় পোষ্ট এ বোনাস পেতে হলে আপনাকে শুদ্ধ করে লিখতে হবে,এবং কার লিখা কপি করা যাবেনা
-
ফরেক্স বেবসায় এ ফোরাম বোনাস মূলধন হিসেবে কাজে লেগে থাকে.তাই অনেক ত্রাদের ই ফোরাম পোস্টিং করে থাকে.কিন্তু অনেকেই এইখানে বোনাস জন্য ট্রেড করে বাধায় বোনাস এর জন্য অন্নুন্নত পোস্ট করে থাকে.কিন্তু এই ধরনের পোস্ট করলে অনেক সময় একাউন্ট বাতিল হয়ে যেতে পারে.তাই মানসম্মত ট্রেড করা উচিত যার ফলে মানুষ ও আপনার পোস্ট থেকে জানতে পরতে আর আপনি ও বোনাস আয় করতে পারেন.ফরেক্স মার্কেটে ট্রেড করার আরেক টা সুযোগ হলে ফোরামে কাজ করে বোনাস দিয়ে ট্রেড করা কারন ফরেক্স মার্কেটে আমাদের বে শিখতে হলে বোনাস ডলার দিয়ে ট্রেড করা জানতে হবে।আমাদের পক্ষে ইনভেস্ট করা সম্বভ না কারন প্রথমে ইনভেস্ট করলে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে।
-
ফরেক্স ব্যবসায়ে পোস্ট একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন কারে আপনাকে পোস্ট থেকে বোনাস পেতে গেলে অবশ্যই শুদ্ধ ও মারজিত পোস্ট করতে হবে কোন প্রকার উলতা পাল্টা পোস্ট করা যাবে না এবং পরতেকটি পোষ্টেরএকটা ভালো মানে হতে হবে তাহলে আপনি পোস্ট থেকে বোনাস পাবেন এছাড়া পোস্ট করার সম ফরেক্স এর সকল নিয়মকানুন মেনে নিয়ে পোস্ট করা ভালো
-
ভাল কিছু পোস্ট করা সবার উচিত।কিছু শেখানোর পোস্ট করা উচিৎ।ফরেক্স মার্কেটে বোনাস পেতে হলে আপনাকে ফরেক্স মার্কেট এর পোস্টিং করতে হবে।পোস্ট করে থাকে কিন্তু তা করা উচিত নয় কারণ আপনার এই পোস্ট অন্যান্য ত্রাদের দের ট্রেডিং সম্পর্কে দারনা দেয়.তাই না জেনে কেবল বোনাস আর জন্য লিখে অন্যকে বিবভ্রান্ত করবেননা.সঠিক জ্ঞানসম্মত পোস্ট করে বোনাস আয়ে করা যায় কোন বোনাস আপনার জন্য ভাল হবে সেটি আপনাকেই খুজে বের করতে হবে বলে আমি মনে করি। একিন্তু আমার একটি প্রশবন আছে আর তা হোল যদি আমি একটানা পোস্ট লিখি অর্থাৎ ২ মাস যদি একটানা পোস্ট লিখি তাহলে কি ফুল পেমেন্ট টি পাবো যদি আমাকে এ বিষয়ে একটুু বলতেন তাহলে খুবি খুশি হতাম। আর দুই মাসের বোনাস একসাথে অনেক দিয়েছে।
-
ফরেক্স ফোরাম থেকে পোষ্টের যে বোনাস টা আসে তা আমাদের কাছে খুব ই গুরুত্বপূর্ন । এখান থেকে প্রতি পোষ্টে ১০ সেন্ট করে বোনাস পাওয়া যায়। কিন্তু এর বাইরেও ফোরাম থেকে আরো বোনাস পাওয়া যেতে পারে। বেশি বোনাস পেতে হলে আমাদের অবশ্যই মান সম্মত পোষ্ট দিতে হবে। একটা মান সম্মত পোষ্ট হলে সবাই সেখানে আসবে ভিউ হবে কমেন্ট করবে আর আপনার একাউন্টে বোনাস জমা হবে। মনে রাখতে হবে পোস্টিং এর মান জেন ভাল হয় । বোনাস পাওয়ার জন্য নয় ফরেক্স শেখার জন্য ফরেক্স ফোরাম পোস্টিং মনে করে কাজ করতে হবে ।