-
লস করার অনেক কারন রয়েছে আমি মনে করি প্রথম এবং প্রধান কারন হলো না ভুঝে ট্রেড করা , এছাড়াও রয়েছে অভিজ্ঞতার অভাব , অতিরিক্ত লোভ , মার্কেট না ভুঝে বড় ভলিউম এ ট্রেড বসান এবং নিজের উপর অতিরিক্ত আত্মবিশাস থাকা এসব কারনে মূলত ফরেক্সে লস হয়ে থাকে । যারা নতুন যারা না বুঝে ট্রেড করে তারাই লস খেয়ে বিদায় হবে । ফরেক্স বিদায় হবার ব্যাবসা নয় এটা লাভের ব্যাবসা ।
-
ফরেক্স মার্কেট এ টিকে থেকতে হলে ভালো দক্ষতা অর্জন করতে হবে । অনেক কারনে ট্রেডাররা লস করে থাকে । তার মধ্যে ডেমো অ্যাকাউন্ট এ ভালো ভাবে অনুশীলন না করে যারা রিয়েল ট্রেড করে তারা লস করে থাকে ।ফরেক্সে লসের কিছু সাধারন কারন আমি যা বুঝি তা হল মার্কেটকে ভালভাবে এনালাইসিস না করে ট্রেড করা, রার্নিং ক্যান্ডেলের উপর ট্রেড করা, মার্কেট থেকে অতিরিক্ত লাভ করার চাহিদা থাকা, ট্রেডিং স্ট্র্যাটেজি এবং নিউজ অনুসরণ না করা। এছাড়া আরো অনেক কারন থাকতে পারে যেগুলো হয়ত সম্মানিত মেম্বারগণ উল্লেখ করেছেন লোভ যে টা আমরা ট্রেড করার সময় ব্যবহার করে থাকি এবং আরেকটি কারণ হল আমরা মার্কেট খুব ভালো করে এনালাইসিস করতে পারি না
-
ফরেক্সে লসের সাধারন কারনগুলো হল মানুষ এখানে তার লোভকে সামলাতে পারেনা একেবারে অধৈর্য হয়ে পড়ে, এবং তাড়াহুড়া করে ভুল জায়গায় রং পজিসনে ট্রেড নিয়ে থাকে । এই ভুলটা সে তার অভিজ্ঞতার অভাবে করে থাকে । দ্বিতীয়ত সে অনেক বড় রিস্ক নিয়ে নিজের উপর আত্মবিস্বাস না রেখে, সঠিকভাবে এনালাইসিস না করে হাকাউ ট্রেড ওপেন করে ধরা খায় । কেননা আমরা এই বিজনেসের বেসিক যে রুলর্স গুলে সেগুলো মেনে চলিনা বিধায় ফরেক্সে আমাদের এক বিশাল বড় লসের সম্মুক্ষিণ হতে হয় ।
-
ফরেক্সে লসের কিছু সাধারন কারন খুজতে গেলে যে কারন গুলো সামনের দিকে চলে আসে সেগুলো হল ১.মানিম্যানেজমেন্ ে অদক্ষতা ২.অ্যানালাইসিসকে মূল্যায়ন বা বিবেচনা না করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা ৩.ফরেক্সকে গেম মনে করে আবেগের বসে ট্রেড করা ৪.লোভ দ্বারা প্রভাবিত হয়ে অতিরিক্ত লাভের আশায় ট্রেড করা ইত্যাদি নানাবিধ কারনে ফরেক্সে লস হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেটে লসের অনেক কারন আছে।যেমনঃ মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা না থাকা। মানি ম্যানেজমেন্ট না বুঝা।ধৈর্য হারিয়ে ট্রেড করা।লোভ সংবরন করতে না পারা।এসব কারনে ফরেক্স মার্কেটে ট্রেডাররা লসের স্বীকার হয়।
-
বেশির ভাগ ট্রেডার ভাল করে মার্কেট সম্পর্কে ধারনা না নিয়ে আবেগের বশে ট্রেড করে এর জন্য লসের পরিমান বেশি হয় , অতিরিক্ত লোভের কারনেট্রেডে লস খায় , বিভিন্ন ইন্ডেকেটর এর প্রতি বিশেষ বিশ্বাস এর কারনে ট্রেড লস করে থাকে ।
-
ফরেক্স যেহেতু একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা তাই এ ব্যবসা থেকে লাভ করতে হলে অবশ্যই দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারপরই এখান থেকে লাভ করা যাবে। একজন সফল ট্রেডার হতে হলে অনেক পড়ালেখা করতে হবে।
-
ফরেক্সে লসের কিছু সাধারণ কারণ হল লোভ , অনভিজ্ঞতা , ধৈর্য্যহীন এবং মার্কেট এ্যানালাইসিস না করা । যার ভিতরে এই দোষগুলো বিদ্যমান সে কোনদিনও সফলতা অর্জন করতে পারবে না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য উপরের দোষগুলো পরিত্যাগ করব তাহলেই সফলকাম হতে পারব ।
-
আপনি যদি অনেক বেশী লস করতে থাকেন এবং আপনি প্রায়ই লস করতে থাকেন তাহলে আপনি ট্রেড বন্ধ রাখুন কয়েক দিনের জন্য। অন্তত এক সপ্তাহ বন্ধ রাখবেন কোন রকমের এটাচমেন্ট রাখবেন না ট্রেডিং এর সাথে যদি পারেন বাইরে কোথাও গিয়ে ঘুরে আসবেন তাহলে আপনার চিন্তা গুলো রিফ্রেস হবে। তারপর আপনি আবার শুরু করবেন আগের যে ট্রেড গুলো লস হয়েছে সেগুলো কিকারনে হয়েছে আপনি এনালাইসিস করবেন এবং নোট করবেন তারপর চিন্তা করতে হবে কিভাবে এই সমস্যা গুলো সমাধান করা যায় প্রয়োজনে অভিজ্ঞ কারও সাথে পরামর্শ করে নিবেন। তারপর নিজের স্ট্রেটেজি টিউন আপ করে নিবেন ডেমো ট্রেড এর মাধ্যেমে। যখন দেখবেন যে, আপনি ডেমোতে লাভবান হতে পারছেন ধারাবাহিক ভাবে তথন আবার রিয়েল ট্রেড করতে পারেন।
-
ফরেক্স এ লসের নানা বিধ কারন আপনি উল্লেখ করেছেন এ ছাড়াও আর অনেক কারন আছে তার মধ্যে অন্যতম হল বড় লটে ট্রেড করা কারন অধিকাংশ ট্রেডারগন বেশি লাভের জন্য বড় বড় লটে ট্রেড করে থাকে যার ফলে লাভের বেলায় লাভ কম করে কিন্তু লসের ক্ষেত্রে ঠিকই অনেক লস নিয়ে তারপর একটি ট্রেড কেøাজ করে থাকে। স্টপ লস এর ব্যবহার না করার কারনেও অনেকে লস করে থাকেন কেননা অনেকে মার্কেটের উপর ভরসা করে বসে থাকে মার্কেট আবার পূর্বের জায়গায় ফিরে আসবে ভেবে ট্রেডটি ধরে রাখতে রাখতে অনেক বড় আকারের লস দিয়ে ট্রেড কেøাজ করে। কিন্তু যদি স্টপ লস ব্যাবহার করে অল্প লসে ট্রেড কেøাজ করা হয় তাহলে নতুন আরও একটি ট্রেড করার সুযোগ থাকে তাই স্টপ লস ব্যবহার না করলেও অনেক লস হয়ে থাকে।