দেখুন ফরেক্স একটি অনলাইন আয়ের জনপ্রিয় মাধ্যম কিন্তু তাই বলে ফরেক্স সবার জন্নই গুরুত্তপূরন হতে পারেনা। ফরেক্স শুধুমাত্র তাদের জন্নই প্রয়োজন যাদের ফরেক্স সম্পরকে ভাল ধারনা আছে
বাকি সবার ফরেক্স থেকে ১০০ হাত দুরে থাকা উচিত
Printable View
দেখুন ফরেক্স একটি অনলাইন আয়ের জনপ্রিয় মাধ্যম কিন্তু তাই বলে ফরেক্স সবার জন্নই গুরুত্তপূরন হতে পারেনা। ফরেক্স শুধুমাত্র তাদের জন্নই প্রয়োজন যাদের ফরেক্স সম্পরকে ভাল ধারনা আছে
বাকি সবার ফরেক্স থেকে ১০০ হাত দুরে থাকা উচিত
ফরেক্স ব্যবসা আমাদের সকলের এমনভাবে প্রয়োজন যেমন মানুষ বেচে থাকার জন্য পানি প্রয়োজন । উদাহরণ এই জন্যেই দিলাম যে এই দুনিয়া সকল মানুষ চিন্তা করে টাকার । আর এই টাকা রয়েছে ফরেক্স ব্যবসার মধ্যে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা মনে প্রাণে ভালোবেসে করা শুরু করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অার অাপনারাও এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করে নেব তাহলেই লাভাবন হতে পারব ।
মানুষের জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই কিন্তু সম্পদ সীমিত ।আমাদের প্রায় সকল চাহিদাই পুরন টাকা দিয়ে এক্ষেত্রে ফরেক্স টাকা ইনকাম করার একটা বিশাল প্লাটফর্ম ।তাই আমার কাছে মনে হয় যার যেমন চাহিদা তার কাছে ফরেক্স এর চাহিদাটাও ঠিক তেমনি কারন চাহিদা পুরন করে টাকা আর টাকার চাহিদা পুরন করে ফরেক্স ।
ব্যক্তিগতভাবে আমি বলবো আমাদের সকলের অবশ্যই ফরেক্স শেখাটা প্রয়োজন।কারন ফরেক্সের মাধ্যমে অনেক ভালো আয় করা সম্ভব।জে আয় দ্বারা আমরা সুন্দরভাবে জীবনধারণ করতে পারবো এবং আমাদের জীবনকে আরো সুন্দরভাবে সাজাতে পারবো।কিন্তু তার জন্য অবশ্যই আমাদের সঠিকরূপে এই ব্যাবসা শিখতে হবে।
কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই।
ফরেক্স এমন একটি ব্যবসা যা আপনি সপ্তাহের ৫ দিন বিশ্বের যেকোন জায়গা থেকে ট্রেড করতে পারবেন।
আর এর জন্য আপনার বেশি সরঞ্জাম লাগবে না। একটি মডেম/ইন্টারনেট কানেকসান আর ল্যাপটপ হলেই ফরেক্স করা যায়।
সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ফরেক্স এ মিনিমাম ১-২ বছর টিকে থাকতে পারলে আপনি একজন লাভবান ট্রেডার হতে পারবেন।
আমাদের দেশ এক বিশাল দরিদ্র জনগোষ্ঠীর আবাসস্হল৷এখানে প্রতিনিয়ত শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলেছে৷দারিদ্র,বেকারত্ব ও আর্থিক উন্নয়নের জন্য এই বিশ্বব্যাপী উন্মূক্ত স্বাধীন ফরেক্স ব্যাবসার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম৷বর্তমান বিশ্বে সর্ববৃহৎ ব্যবসা হলো ফরেক্স ট্রেড৷যদি কেউ ফরেক্সে ক্যারিয়ার গড়তে চান বা পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷প্রচুর প্রফিট করতে পারবেন নিঃসন্দেহে৷ যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷ ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন৷পরিবারে কেউ শিক্ষিত গৃহিনী,কেউ আছেন অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷ সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে নিজের পরিবারকে আর্থিকভাবে আরোও স্বচ্ছল ও উন্নত করতে পারেন৷
আমার মতে ফরেক্স এখন অনেকটা প্রয়োজন। আমাদের দেশে সব চাইতে বড় সমস্যা হল এই বেকারত্ত। আমাদের এই বাংলা দেশে যদি সবাই ফরেক্স মার্কেট এ কাজ করে তাহলে আমাদের দেশে অনেকটা বেকারত্ত কমে যাবে। এই ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করা যায় যদি ফরেক্স মার্কেট এ ভাল করে কাজ করা যায়।
ফরেক্স অনেক প্রয়জন কারন ফরেক্স করে যেহেতু মানুস অনেক উন্নতি করছে তাই সেখানে ফরেক্স অনেক প্রয়জন ফরেক্স করা দেশের জন্য অনেক প্রয়জন তা না হলে ফরেক্স করে উন্নতি করতে পারছে তাহলে ফরেক্স কত টুকু প্রয়জন বলে বঝান যাবে না।
আমার মনে হয় দেশের অধিকাংশ প্রায় সব বেকার যুবকদের জন্য ফরেক্স সবচেয়ে বেশি প্রয়োজন এমনকি তাদের বেকারত্ব হারকে দূর করার একটি অন্যতম মাধ্যম হতে পারে এই ফরেক্স ব্যবসা। পাশাপাশি ফরেক্স করে আপনি আপনার বেকারত্ব হার যেমন দূর করতে পারবেন ঠিক তেমনি দেশের উন্নয়নে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। ফলে একদিকে যেমন দেশের অর্থনৈতিক উন্নয়নে যেমন ভূমিকা পালন করতে পারবেন তেমনি আপনি আপনার পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও দারিদ্রতা দূরীকরণে ফরেক্স এর ভূমিকা অন্যতম হতে পারে।