হ্যা, অমিও আপনার সাথে একমত তবে শুধু ট্রেড করেতো আর কোন লাভ হবে না যদি আমরা টাকা না উঠাতে পারি । যেহেতু ভেরিফাই ছাড়া টাকা উঠান অম্বভ তাই আমার মতে আগে ভেরিফাই করে একউন্ট কে ১০০% ওকে করে ট্রেড করা ভাল ।
Printable View
হ্যা, অমিও আপনার সাথে একমত তবে শুধু ট্রেড করেতো আর কোন লাভ হবে না যদি আমরা টাকা না উঠাতে পারি । যেহেতু ভেরিফাই ছাড়া টাকা উঠান অম্বভ তাই আমার মতে আগে ভেরিফাই করে একউন্ট কে ১০০% ওকে করে ট্রেড করা ভাল ।
আপনাকে ২য় লেভেল পর্যন্ত ভেরিফাই ছাড়া ট্রেড করতে পারবেন আপনার ফোরাম পোস্টিং বোনাসের একাউন্টে। কিন্তু প্রফিট তুলতে গেলে আপনাকে ২য় লেভেল পর্যন্ত ভেরিফাই করতেই হবে। আবার যদি আপনি নিজেরে ডলার ইনভেস্ট করে প্রফিট করতে চান তবে ১ম লেভেল পর্যন্ত ভেরিফাইড হলেই সব কিছু করতে পারবেন।
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় । কিন্তু আমার জানা মতে ভেরিফাই ছাড়া টাকা তোলা যায় না । তাই আমাদের ট্রেডিং করতে হলে আগে ভেরিফাই করা উচিত । আমি সব সময় আগে ভেরিফাই করেই ট্রেড করি । যাতে প্রফিট করলে উইড্রো দিতে সমস্যা না হয় । কারন আমি ঝামেলা পছন্দ করি না । ফরেক্স ব্যবসা অনেক ভাল তাই ভাল ভাবেই করতে চাই ।
একাউন্ট ভেরিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা সত্য যে আপনি ভেরিফাই ছাড়া ট্রেড করতে পারবেন। কিন্তু আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই করা না থাকে তাহলে আপনি এখান থেকে প্রফিট উত্তোলন করতে পারবেন না। তাই ভেরিফাই এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে এবং এগুলো আপলোড করে আপনার একাউন্ট ভেরিফাই করতে হবে।
ফরেক্স মার্কেটে ভেরিফাই না করে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে অসুভিধায় পড়তে হবে। আপনি যখোন ডিপোজিট করবেন তখোন আপাকে সমস্যায় পড়তে হবে আপনাকে মানি উইড্রো করতে হলেও ভেরিফাই লাগবে তই আমার মনে হয় একাউন্ট ভেরিফাই করা উচিৎ।
ভেরিফাই ছাড়া ট্রেডিং করা অনেকটা বিনা লাভে পরিশ্রম করার মতোই, কেননা একাউন্ট ভেরিফাই করা ছাড়াও আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন, এবং ট্রেডিং করে প্রফিট করতে পারবেন, কিন্তু সেই প্রফিট করা অর্থ বা টাকা উইথড্র দিতে বা তুলতে পারবেন না, আর যদি তুলতে না পারেন তাহলে বিনা লাভে পরিশ্রম করাই হবে। তাই আমাদের উচিত হবে অবশ্যই একাউন্ট ভেরিফাই করে ট্রেডিং শুরু করা, যাতে করে আমরা আমাদের প্রফিট করা অর্থ উইথড্র দিতে বা তুলতে পারি। তাছাড়া একাউন্ট ভেরিফাই না করলে ইন্সটাফরেক্স যেকোনো সময় আপনার একাউন্ট সাময়িকভাবে বন্ধ বা চিরস্থায়ীভাবে বাতিল বলে গণ্য করতে পারে।
আমার মতে ইনস্টাফরেক্স একাউন্ট ভেরিফাই করা ছাড়াই আপনি রিয়েল ট্রেড করে আপনার ইক্যুইটি বাড়াতে পারেন তাতে কোন সমস্যা নেই কারন এগুলোর জন্য একাউন্ট ভেরিফাই করার দরকার নেই তবে আপনি যদি আপনার একউন্ট হতে প্রফিট তুরতে চান তবে আপনার একাউন্ট অবশ্যয় হাই লেভেল ভেরিফাইড হতে হবে। আমার মনে হয় ভ্যরিফাই না করে ট্রেড করা উচিত হবে না। কারণ আপনি একটা বড় এমাউন্ট প্রফিট করলেন এখন আপনি উইথড্র দিলে আর আপনার কাছে তারা আপনার ডোকুমেন্ট চাইল আপনি তাদেরকে আপনার ডোকুমেন্ট গুলা দিলেন আর এখাগেল যে তাদের অ্যাকাউন্ট এর নাম আর আপনার ডোকুমেন্ট এর নাম একনাও হতে পারে।
হ্যালো প্রিয় বন্ধু আপনি ভাল আছেন আশা করি। প্রিয় বন্ধু হ্যাঁ আমি আমার ব্যবসায়িক ব্যবসায়ের সাথে সন্তুষ্ট এবং এতে সন্তুষ্ট। প্রিয় এটি বিশ্বের একটি ভাল লাভজনক ব্যবসা। এর সত্য কিছু সময় আমি বাজারে আলগা হয়ে উঠি তবে এটি ব্যবসায়ের অংশ যেখানে লাভ রয়েছে সেখানে ক্ষতি রয়েছে is আমি যদি বাজারে কোনও ভুল না করি তবে আমি এটি থেকে বড় লাভ করি। বৈদেশিক মুদ্রার ব্যবসা শুরু করার পরে আমি বেশ সুখী এবং স্বস্তি বোধ করছি। আশা করি সকলেই ফরেক্স নিয়ে খুশি হন
ফরেক্স ট্রেডিং করার জন্য যে একাউন্ট করা হয় সেই একাউন্ট ভেরিফাই করা লাগে তবে ভেরিফাই করা ছাড়া ফরেক্স ট্রেড করতে নাই করা যায় তবে না করা ভাল কারন ট্রেড করা গেলেও একাউন্ট থেকে টাকা উত্তলন করা যায় না।
ফরেক্স মার্কেটে ভেরিফাই না করে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে অসুভিধায় পড়তে হবে। আপনি যখোন ডিপোজিট করবেন তখোন আপাকে সমস্যায় পড়তে হবে আপনাকে মানি উইড্রো করতে হলেও ভেরিফাই লাগবে তই আমার মনে হয় একাউন্ট ভেরিফাই করা উচিৎ।