-
এটা নির্ভর করবে তারা ফরেক্সে কতটা দক্ষতা অর্জন করেছে এবং তাদের ডিপোজিটের উপর।যদি সে ফরেক্সে মোটামোটি ভাবে ভাল দক্ষতা অর্জন করে তাহলে প্রতি মাস শেষে সে অবশ্যই প্রফিট করবে। নতুন হিসেবে যেকোনো একটা বিষয় ই আমাদের কাছে অনেক কঠিন রূপে দেখা দিতে পারে। তাই আগে এর বিষের অপর আরো ভাল করে জানা। যেহেতু নতুন রা অনেক কিছুই জানে না। তাদের জন্ন্য দিনে ৯০-১০০ পিপ ই যথেষ্ট।
-
এটা নির্ভর করবে তারা ফরেক্সে কতটা দক্ষতা অর্জন করেছে এবং তাদের ডিপোজিটের উপর।যদি সে ফরেক্সে মোটামোটি ভাবে ভাল দক্ষতা অর্জন করে তাহলে প্রতি মাস শেষে সে অবশ্যই প্রফিট করবে। নতুন হিসেবে যেকোনো একটা বিষয় ই আমাদের কাছে অনেক কঠিন রূপে দেখা দিতে পারে। তাই আগে এর বিষের অপর আরো ভাল করে জানা। যেহেতু নতুন রা অনেক কিছুই জানে না। তাদের জন্ন্য দিনে ৯০-১০০ পিপ ই যথেষ্ট।
-
নতুন ফরেক্স ট্রেডাররা কত পিপস লাভ করে তা নির্দিষ্ট করে আলা সম্ভব নয়।কারন বেশিরভাগ নতুন ট্রেডাররাই লস করে আর খুব কম অংশই লাভ করে থাকে।তাছারা রাথমিক অবস্থায় ফরেক্স থেজে খুব বেশি পিপস লাভ করা সম্ভব নয়।
-
এটা সম্পুর্ন নির্ভর করে তার জ্ঞান ও তার দক্ষতার উপর , ভালো দক্ষতা থাকলে সে ভালো লাভ করতে পারবে আর যদি না থাকে তাহলে হয়ত অনেক পিপ্স লস করতে পারে।
-
ভাই নতুন অবস্থায় আপনাকে মাসে কমপক্ষে ১০০ পিপস লাভ করার চিন্তা-ভাবনা নিয়ে কাজ করতে পারলে, আশা করা যায় যে আপনি এই ফরেক্স মার্কেট থেকে আপনার টার্গেট পূরণে খুব শিঘ্রই সফলতার ছোঁয়া পাবেন। তাই নতুন অবস্থায় আপনাকে পিপসের পাশাপাশি সর্তকতা অবলম্বনের জন্য মানি ম্যানেজম্যান্টকে বিশেষ গুরুত্ব দিতে হবে, একমাত্র তাহলেই আপনি এখানে নিরাপদে ট্রেড করে অনেকগুণ বেশি পিপস সংগ্রহ করতে পারবেন।
-
আমি মনে করি নতুনরা ফরেক্স মার্কেটে প্রথম অবস্থায় লাভের কথা চিন্তা না করে মার্কেটে স্থায়ীভাবে কিভাবে থাকা যায় সেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। কেননা ফরেক্স এমন একটি মার্কেট এখানে অনেক দক্ষ ও অভিজ্ঞ ট্রেডাররাও মাঝে মাঝে হিমসীম খেয়ে থাকে ট্রেডিং কৌশলে। অতএব নতুন অবস্থায় লাভের কথা চিন্তা না করে বরং মার্কেটের কৌশল ও টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দিকগুলো নিয়ে বেশি বেশি এনালাইসিস করুন সেটা মনে হয় সবচেয়ে বেশি ভাল হবে।
-
নতুন অবস্থায় উচিত হবে কম লাভ করার চিন্তা করা কারন প্রাথমিক অবস্থায় যথেষ্ট জ্ঞানের অভাব থাকে আর এ অবস্থায় বেশি লাভের চিন্তা করে ট্রেডে এন্ট্রি নিলে লস হবার সম্ভাবনা কম থাকবে ।তাই প্রাথমিক অবস্থায় ২০ থেকে ৩০ পিপস আর্ন হলেই যথেষ্ট ।
-
আমি যকন ট্রেডিং প্রথম শুরু করি তখন ২০ দিন এ ১১.৮৪ ডলার ইনকাম করি. তাই মাসে ২০ ডলার ইনকাম করা যাই. আর বড় লট এ ট্রেড করলে ১৫০ ডলার ইনকাম করা যাবে এক মাসে।
-
পিপের হিসাবে না গিয়ে % এর হিসাব করাটাই মনে হয় উত্তম হবে। আমার মনে আছে - প্রথম দিকে আমি এক মাসে ৪৬৫% প্রফিট করেছিলাম। অবশ্য সেটা পরের মাসেই জিরো জিরো করে হাত গুটিয়ে বসে ছিলাম। আমি আসলে এই কত পিপ প্রফিট হল না লস হল এইসব হিসেব করি না বা করতেও চাই না। আমার কত হল আপনি কতদিন ধরে প্রফিটেবল এটা ।
-
নতুনদের জন্য ফরেক্স ব্যবসা হতে লাভ করা একটু কঠিন ব্যাপার।এবং অভিজ্ঞতা নিয়ে ফরেক্স ট্রেডিংয়ে আসে এবং তার ডিপোর্জিট হয় ১০০ ডলার তা হলে আমি মনে করি সে এক মাসে কম করে হলেও প্রায় ৭০ থেকে ৮০ ডলার এখান থেকে অনায়াসে আয় করে নিতে পারে। সেটা সম্পূর্ণ নিজের দক্ষতার উপর।