-
ডেমো ট্রেডিং অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি ডেমো ট্রেডিং করবেন তত বেশি আপনার স্কিল ভালো হবে। আপনি ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া পেতে হলে ডেমো ট্রেডিং এর বিকল্প নেই। প্রাথমিক ভাবে আপনি ২ ম্যাশ ডেমো ট্রেডিং করতে পারেন তবে আপনি যদি চান তাহলে আরো বেশি দিন করতে পারেন .ধন্যবাদ
-
ডেমো ট্রেড কতদিন করবেন একান্তই নিজের ব্যাপার অাপনি যদি মনে করেন ১৫ দিন ডেমো করার পর নিজকে পরিপক্ক মনে করছেন রিয়েল ট্রেডের জন্য তাহলে অল্প পুজি দিয়ে ফরেক্স ট্রেড করে দেখতে পারেন।
-
আমি এক মাসের মত ডেমো ট্রেডিং করেছিলাম । এক মাসে ভাল ফলাফল পাই । তারপরই আমি রিয়েল ট্রেডিং শুরু করি । যেটা আমার একটা বড় ভুল ছিল । আর রিয়েল ট্রেডিং করার সাথে সাথে আমি ধরা খাই । তাই আমি মনে করি না বুঝে প্রথমেই ইনভেস্ট করাটা ঠিক না । বুঝে শুনে ধীরে ধীরে ইনভেস্ট করতে হবে । তাহলেই সফলতা পাওয়া যাবে ।
-
আমি যখন নতুন জয়েন করেছি,তখন আমার কাছে অনেকটা কঠিন মনে হল এবং আমি কিছুটা বুঝতে পারলাম। তারপর যখন আমি ডেমো দেখলাম এবং ট্টেড করা শুরু করলাম তখন আমি অনেকটা ভাল বুঝতে পেরেছি যে কী ভাবে ট্টেড করলে আয় করা যায়। এই ডেমো ট্টেডিং আমি প্রায় 2 মাস ধরে প্রাকটির্স করতেছি এবং আমি এখন অনেকটা পরিস্কার হয়ে গেছি।
-
ফরেক্স সেখার জন্য ডেমো ট্রেডিং এর কোনো বিকল্প নেই।। আপনি যত বেশি ডেমো প্রাকটিস করবেন আপনার অভিজ্ঞতা তত বাড়বে।। ফরেক্স করতে হলে মিনিমাম ৫ মাস ডেমো প্রাকটিস করার পর রিয়েল ট্রেড করা উচিৎ। আমি ফরেক্সে মুটামুটি ৪ মাস ডেমো করার পর রিয়েল ট্রেড শুরু করি ।।
-
আমি অনেক দিন আগে থেকেই জানতাম ফরেক্স ট্রেড সর্ম্পকে। তবে কি ভাবে আয় করা যায় সেটা জানতাম না। আমার বন্ধু সে আমাকে প্রথমে ডেমো প্রাকটিজ করতে বলে, সেখানে আমি ভাল আয় করি । তার সে আমাকে লাইভ একাউন্ট খুলতে বলে। সেখান থেকেই আমি ট্রেড এ কাজ শুরু করি। তবে বেশী দিন আমি ডেমো ইউজ করি নাই।
-
আমি ৬ মাস এর মতো ডেমো ট্রেডিং করেছি। এবং ডেমো থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি যদিও রিয়েল ট্রেড এর সাথে ডেমো ট্রেডের অনেক পার্থক্য তবুও সবার উচিত ৬ মাস থেকে ১ বছর ডেমো ট্রেড করা। এতে অনেক কিছুই এ শেখা যাবে :)
-
আমি অনেক দিন ডেমো ট্রেড করে আসছি ডেমো ট্রেডে আমি অনেক সফলতা পেয়েছি। ৫০০০০ ডলার দিযে শুরু করে ১০ দিনের মধ্যেই ডাবল করেছি ব্যালান্স।
-
ফরেক্স শেখার জন্য ডেমো ট্রেডিং খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। প্রাথমিক পর্যায়ে ফরেক্স ভালো করে শিখতে চাইলে ডেমো ট্রেডিং করা উচিত। তবে আমি মনেকরি কে কতদিন ডেমো ট্রেড করেছে সেটা নিয়ে চিন্তা না করে নিজে কতদ্রুত উন্নতি করা যায় তা নিয়ে ভাবা উচিত। কারন একেকজনের মেধা একেকরকম। কেউ খুব তাড়াতাড়ি ভাল করতে পারে, আর কেউ অনেক সময় নিয়ে করে।
-
আমি প্রায় ৮ মাস ধরে ডেমো প্রাকটির্স করতেছি। এই ডেমো কোন রিক্স ছাড়াই ইচ্ছে মত ট্টেড করা যায়। এতে আমার অনেকটা ধারনা এসে গেছে। আর লাভ হলে আমার রিয়েল ট্টেড করতে মনে চায়। এখন আমার কাছে একটাই কথা বলতে চাই যারা নতুন ট্টেডার তারা যেন ডেমো প্রাকটির্স করে। এতে নতুন ট্টেডাররা অনেক ভাল বুঝতে পারবে।