আসলে প্রত্যেক কাজ না যানা থাকলে সেটা অনেক কঠিন , তাই আমি মনেকরি ফরেক্স খুব কঠিন না তবে আবার খুব সহজ না । তাই ফরেক্স সম্পর্কে ধক্ষতা অর্জন করলে এটা খুব সহজ হবে আশা করি ।
Printable View
আসলে প্রত্যেক কাজ না যানা থাকলে সেটা অনেক কঠিন , তাই আমি মনেকরি ফরেক্স খুব কঠিন না তবে আবার খুব সহজ না । তাই ফরেক্স সম্পর্কে ধক্ষতা অর্জন করলে এটা খুব সহজ হবে আশা করি ।
কঠিন মনে করা আর সহজ মনে করা উভয়ে নিজের ব্যাপার । ব্যবসায়ে একটা কথা আমার খুব পছন্দ সেটা হলে পথে নামলেই পথ খুঁজে পাবেন । তাই আপনার উচিত হবে পথে নেমে পথ খুঁজে বের করা । যত সম্ভব নিজেকে অর্থ্যাৎ নিজের মাইন্ডকে সেট করুন যে ফরেক্স প্রথমে একটু কষ্ট হলেও পরবর্তীতে এটা অনেক সহজ একটা বিষয় । আর এটাও মনে রাখতে হবে যে নো পেইনস্ নো গেইনস্ ।
কঠিন নয় বরং সহজ আসলে আমি মনে করি আপনি যদি ফরেক্স এর সব নিয়ম কানুন মেনে চলতে পারেন তবে ফরেক্স মোটেই কঠিন কিছু নয়। আবার খুব সহজ মনে করে আপনি যদি লোভী হয়ে উঠেন তাহলেও আপনি লস করতে বাধ্য। মুল কথা হল ট্রেডিং করুন মন দিয়ে, সব কিছু জেনে শুনে। মনে রাখবেন, শেখার কোন শেষ নেই।
ফরেক্স খুব কঠিন না। ফরেক্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে ফরেক্স খুব সহজ হবে। বেশি বেশি ফরেক্স বিষয়ে জানলে ফরেক্স সহজ হবে এবং এ থেকে আয় করে লাভবান হওয়া যাবে।
ফরেক্স এ যারা জানে না বা ফরেক্স করতে পারে না তাদের কাছে অনেকটা কঠিন লাগবে। যারা ফরেক্স করতে পারে ফরেক্স এ কাজ করে লাভবান তাদের কাছে ফরেক্স বেশী একটা কঠিন লাগে না। ফরেক্স এ যাদের দক্ষতা আছে তাদের কাছে ফরেক্স মার্কেট কঠিন লাগে না এবং ফরেক্স থেকে আ্য় করতে পারে।
আমি মনে করি ফরেক্স একটি কঠিন ব্যবসায় এখানে ট্রেড করে আয় করতে হয়। আপনি যদি ফরেক্সে যোগ দিয়েই আয় কর৬তে চান তাহলে আপনি ফরক্সে লস করবেন। কারন ফরেক্সে ট্রেড করে লভ করে আয় করতে হয়। আপনি প্রথমে ট্রেড না শিক্লহে ট্রেড ওপেন করলে অস করবেন কারন ফরেক্স একটি কঠিন ব্যবসায়।
ফরেক্স মার্কেট এ যদি আপনি অদক্ষ হন তাহলে আপনি মার্কেটে শুধুই লস করবেন।তাই ট্রেড ওপেন করার আগে আপনাকে মার্কেট এনালাইসিস করা বুঝতে হবে।কারন মার্কেটের স্ট্রেটেজী না বুঝে ট্রেড করলে ট্রেড আপনার বিপরিত মুখি হবেই।তাই আমাদের মার্কেটে সময় দিয়ে নিজদের দক্ষ ট্রেডার তৈরি করতে হবে।
আমার মনে হয় না ফরেক্স খুব একটা কঠিন যে কেউ কঠোর পরিশ্রম এবং একটা নিয়ম নীতির মাঝে চলতে পারলে তার জন্য ফরেক্স শেখা কঠিন কিছু না আমি মনে করি কোন লোভ না করে আপনি যদি ফরেক্স করতে থাকেন তাহলে একসময় সফলতা পাবেন
যারা নতুন তাদের জন্য ফরেক্স মার্কেট খুব কঠিন । তাই আমি বলব ফরেক্স মার্কেট কোন খুব কঠিন নয় খুব সহজ ও নয়।এখানে ৯৫% ট্রেডার ব্যর্থ হয় অভিজ্ঞতা আর এখানে ধৈর্য্য না থাকার কারনে। আর সবচেয়ে বড় কথা ধৈর্য্য ধরে লভ নিওন্ত্রন রেখে ট্রেড করলে সফলতা আসবে কঠিন মনে হবে না।
ফরেক্স কি খুব কঠিন? এভাবে না বলে আমি যদি বলি ফরেক্স কি খুব সহজ? আসলে ফরেক্স কঠিনও নয়, আবার ফরেক্স সহজও নয়; ফরেক্স ফরেক্সের মত। আমরায় একে সহজ বা কঠিন ভাবে গ্রহন করি।