ফরেক্স ট্রেডিংয়ে লসের বিভিন্ কারন রয়েছে তবে আমার মতে যে সকল কারনে মুলত ফরেক্স ট্রেডাররা বিশেষ করে নতুন ট্রেডাররালসের মুখে পরে সেগুলো হল:
১) বিনা এনালাইজে ট্রেড করলে।
২) রানিংক্যান্ডেলে ট্রেড করলে।
৩) লোভ এবং ইমোশনাল ট্রেড করলে। ধন্যবাদ।
Printable View
ফরেক্স ট্রেডিংয়ে লসের বিভিন্ কারন রয়েছে তবে আমার মতে যে সকল কারনে মুলত ফরেক্স ট্রেডাররা বিশেষ করে নতুন ট্রেডাররালসের মুখে পরে সেগুলো হল:
১) বিনা এনালাইজে ট্রেড করলে।
২) রানিংক্যান্ডেলে ট্রেড করলে।
৩) লোভ এবং ইমোশনাল ট্রেড করলে। ধন্যবাদ।
ফরেক্স যেহেতু একটা ব্যবসা সেহেতু লস তো থাকবেই । তবে আমাদের ভয় পেলে চলবে না । আমার মতে ফরেক্সে লসের কারণ হল, ভয়ে ভয়ে ট্রেড করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা । তবে ফরেক্স এ লস অনেক হলে ও লেগে থাকলে একটা সময়ে ফরেক্স থেকে হাজার হাজার ডলার আয় করা যায় ।
ফরেক্স ট্রেডিংয়ে লসের বিভিন্ কারন রয়েছে তবে আমার মতে যে সকল কারনে মুলত ফরেক্স ট্রেডাররা বিশেষ করে নতুন ট্রেডাররালসের মুখে পরে সেগুলো হল:
১) বিনা এনালাইজে ট্রেড করলে।
২) রানিংক্যান্ডেলে ট্রেড করলে।
৩) লোভ এবং ইমোশনাল ট্রেড করলে।
ফরেক্স লসের কারণ ট্রেডার ভেদে একেক রকমের হতে পারে । তবে আমি মনে করি যে ফরেক্স লাভের জন্য আপনাকে অবশ্যই লসের কারণগুলোকে উদঘাটন করতে হবে । ফরেক্স মার্কেটে যে সব ট্রেডার নিজেকে ট্রেডিং নিয়ে বিশ্লেষণের পেছনে যত সময় ব্যায় করবে সে হত পারবে তত বেশি দামি ট্রেডার । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে লাভবান হতে গেলে প্রথমত একজন ভাল বিশ্লেষক হতে হবে ।
ফরেক্স এ লসে পরার কারন গুলো হল:-
১) লোভ করা,
২) র্ধৈয্য ধরে না থাকা
৩) জ্ঞান ও অভিজ্ঞতার অভাব
৪) ইমোশনাল নিয়ন্ত্রন না করা
৫) এনালাইসিস না করে
৬) মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্টেড করা
ইত্যাদি কারনে ফরেক্স এ লসে পরে থাকে।
ফরেক্স ট্রেডিং এ লসের নানা রকম কারন থাকতে পারে । যার মধ্যে অন্যতম একটি প্রধান কারন হল অতিরিক্ত লোভ করা । বেশিরভাগ ট্রেডারই নতুন অবস্থায় অতিরিক্ত লোভ করার ফলে বড় বড় লটে ট্রেড নেয় যার কারনে সব সময় ঝুকিঁ মধ্যে থাকে । তাই আমি মনে করি এ বিষয়ে আমাদের আরও অনেক বেশি সচেতনতা প্রয়োজন ।
আমি মনে করি লসের প্রধান কারণ হল লোভ এবং অদক্ষতা। ফরেক্স সম্পর্কে দক্ষতা না থাকলে শুধু লসের মুখ দেখা যায়। আবার ট্রেডিং এর সময় বেশি লোভ আপনাকে লসে ফেলতে পারে। কাজেই ট্রেডিং করতে হলে আপনাকে অবশই ফরেক্সে অনেক দক্ষ হতে হবে আর লোভ পরিহার করতে হবে।
ফরেক্স লসের প্রধান করান হলো অতি লোভ করা এবং না বুঝে ট্রেড করা যা আমাদের মধ্যে প্রায় অনেকেই করে থাকেন আমার মতে এটা করা একদমি ঠিক নয় কেননা আপনি এর ফলে লস ছাড়াতো কোন লাভ পাচ্ছেন না তাই না । তাই আপনাার উচিত হবে যে উক্ত অভ্যাস গুলি পরিহার করা ।
ফরেক্সে লসের প্রধান কারন গুলো হল:
১: লোভ করা।
২: অভার ট্রেড করা।
৩: ইমোশনাল হওয়া।
৪: মানি মেনেজমেন্ট না মানা।
ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে কাজ করে খুব অল্প সময়ে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যাবে । ফরেক্স থেকে তারা প্রচুর টাকা আয় করতে পারবে যারা ফরেক্স সম্পর্কে ভাল জানে , ফরেক্সে যারা ভাল ট্রেদ করতে পারে । ফরেক্সে লসের বিভিন্ন কারন থাকতে পারে যেমন ফরেক্সে না বুঝে ট্রেড করা , ট্রেডিং দক্ষতা না থাকা , ফরেক্স থেকে বেশি লাভের আশায় ফরেক্সে ট্রেড বেশি করা । ফরেক্সে লোভের কারনে বেশি লস হয় ।