ফোরাম আপনাদের শেখার জন্য কাজ করছে আর আপনাকে শিখতে হবে আপনি যদি শিখে কোথার থেকে ১ পয়সা লাভ করতে পারেন তবে ১০০০টাকা ঠিক একি ভাবে লাভ করতে পারবেন আপনি বুঝে যাবেন আসোল প্রসেসটা কি তখন আপনি এম্নিতেই বেশি রোজগার করবেন।
Printable View
ফরেক্স মার্কেটেে ফোরাম পোষ্ট করার মাধ্যমে অর্থ আয় করা যায়। বেশি বেশি ফোরাম পোষ্ট করার মাধ্যমে বেশি বেশি আয় করা যায়। ফোরাম পোষ্ট করার মাধ্যমে যে অর্থ আয় করা যায় তা দিয়ে ট্রেড করে প্রফিট করা যায়। ফরেক্স মার্কেটে অর্থ আয় করার জন্য ফোরাম পোষ্টিং বিষয়টি দেওয়ার হয়েছে শুধু মাত্র বেকারদের কথা চিন্তা করে তারা যেন অল্প খরচে এই কাজে যুক্ত হতে পারে। অর্থ আয় করতে পরে।
ফরেক্স ট্রেডিং একটা মজার ব্যবসা।আপনি যদি ফরেক্স ব্যবসা থেকে বেশি বেশি আয় করতে চান তাহলে ফরেক্স ডেমো ট্রেড বেশি বেশি করতে হবে।ডেমো করার সময় আসল ট্রেড মনে করে করতে হবে।ফরেক্স সম্পর্কে যত বেশি শিখবেন তত বেশি বেশি আয় করতে পারবেন।
বেশি বেশি আয় করতে হলে বেশি বেশি রিস্ক নিতে হবে । তাই বেশি আয় করার চিন্তা বাদ দিয়ে যুক্তিসংগত আয়ের চিন্তা করতে হবে । আপনি যদি প্রতিদিন ২% লাভের চিন্তা রাখেন । আমার মনে হয় আপনার একাউন্ট জিরো হবার কথা নয় ।
বেশি বেশি পোস্ট করলে বেশি বেশি আয় করা যায় এই কথাটা ভুল কথা । এটা বলা যেতে পারে যে,, বেশি বেশি পোস্ট করলে বেশি বেশি করে পোস্টিং বোনাস পাওয়া যায় । আর সেই পোস্টিং বোনাস ডিপোজিট করে ট্রেড করে ভালো অর্থ উপার্জন করা যায় । তবে তার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ভালো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করার,,,, ধন্যবাদ ।
ফরেক্স থেকে বেশি বেশি আয় করার একটি উপায় হতে পারে ফোরামে অনেক বেশি পোস্ট করা এতে 2 টি সুবিধা হবে , ফরেক্স সম্পর্কে আপনি আরো বেশি জানতে পারবেন এবং এখানে পোস্ট করে পোস্ট বোনাস পাবেন যেটা আপনার ব্যালেন্সে যোগ হবে। তাই ফরেক্স সম্পর্কে আরো অনেক বেশি জানার জন্য আমাদের উচিত অনেক বেশি বেশি পোস্ট করা এবং মানসম্মত পোস্ট করা।
ফরেক্স ব্যবসা থেকে আপনি যদি বেশি বেশি লাভ করতে চান তাহলে আমার মতে কিছু নিয়ম মানা উচিত।যেমনঃ
১। কোন লোভ করা যাবে না।
২। বেশি ট্রেড করা যাবেনা।
৩। না বুঝে ট্রেড করা যাবেনা।
৪। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।
৫। লং টাইম ট্রেড করা উচিত।
এছাড়াও অনেক কিছু মেনে আমার যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে পারি তাহলে বেশি বেশি লাভ করা সম্ভব।
বেশি বেশি আয় করতে হলে বেশি বেশি পোস্ট করতে হবে এটা ভুল ধারণা। ফোরামে পোস্ট করা হয় মূলত নিজের অভিজ্ঞতাটাকে উন্নত করার জন্য এবং ফোরাম থেকে ট্রেড সম্পর্কে শেখার জন্য। ফোরামে পোস্ট করলে যে পোস্টিং বোনাসটা আমরা পাই তা হল পুরস্কার স্বরূপ। শুধু ফোরামে পোস্ট করলেই হয় না। পোস্টগুলিতে শিক্ষামূলক কিছু উল্লেখ করতে হয়, যা থেকে অন্যরা কিছু শিখতে পারে। আবার পোস্ট এর মান খারাপ হলে সেটা ব্যানড হতেও পারে। তাছাড়া ফোরামে পোস্ট করে যে বোনাস অ্যামাউন্ট পাবেন এটা আপনি উইথড্র করতে পারবেন না। তাই ফোরামে বেশি বেশি পোস্ট করলে যে আয়টা ভাল হবে এটা ভুল ধারণা। আমি মনে করি বেশি বেশি আয় করার চিন্তা কখনো করা উচিত নয়। কারণ ফরেক্স ট্রেডিং কোন মানি মেকার মেশিন নয়। আপনি বেশি আয় করার চিন্তা করবেন মানে আপনি লোভ করছেন। ফরেক্স মার্কেটে লোভ করে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়। ফরেক্স ট্রেডিং এর কিছু নিয়ম আছে। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে এই নিয়ম মেনে ট্রেড করতে হয়। যেমন সবসময় চেষ্টা করতে হয় ঝুঁকি কম নিয়ে ট্রেড করার। এর জন্য সব সময় মানি ম্যানেজমেন্ট অনুযায়ী পরিমাণমতো লট নিয়ে ট্রেড ধরতে হয়। বেশি বেশি আয়ের আশায় অতিরিক্ত লট নিয়ে ট্রেড ধরাটা বিপদজনক। অন্যদিকে ট্রেড করার পূর্বে অবশ্যই ভালো করে মার্কেট এনালাইসিস করে মার্কেট ট্রেড করার জন্য উপযোগী কিনা সেটা জানতে হয়। মার্কেট যদি ট্রেড করার জন্য উপযোগী থাকে ঠিক তখনই ট্রেড করা উচিৎ। ট্রেড এন্ট্রি করার পর যখন মার্কেট যখন লাভে যাবে ঠিক তখনই প্রফিট হবে। তবে বেশি আয় করার চেয়ে দক্ষ হওয়ার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। তবে এটা সত্য কথা মূলধন বেশি থাকলে বেশি আয় করতে সুবিধা হয়। তবে অবশ্যই সেই ক্ষেত্রে বেশি ঝুঁকি নেওয়া যাবেনা।
আসুন আমরা সবাই বেশি বেশি পোস্ট করি , মন্তব্য করি , তাহলে আমরা বেশি বেশি আয় করতে পারব , তবে কোন প্রকার বাজে পোস্ট বা মন্তব্য করবেন না , পোস্ট যদি আপনের ভালো ও না লাগে তার পর ও উৎসাহ দিয়ে যাবেন , দয়া করে নিরুউৎসাহিত করবেন না*
ভাই আমার মূল উদ্দেশ্য কিন্ত ফোরাম থেকে আয় করা নয় , যারা টাকা ইনভেস্ত করার ক্ষমতা রাখে না তাদের জন্য বলছি মূলত, কারন এখান থেকে কিছু bonus পায় ও এই bonus দিয়ে যদি কিছু আয় করতে পারে তাহলে খারাপ কি!!!!!!!!!
কোনও ব্যাবসার প্রথমে বেশি বেশি আয় করার চিন্তা না করাটাই ভাল। আপনি প্রথম দিক থেকে অল্প অল্প করে আয় করুন । এটা আপনার জন্য ভাল। কারন বেশি রিস্ক নিয়ে কোনও ব্যাবাসা করবেন না , বিশেষ করে ফরেক্স তাহলে অতিরিক্ত লস হওয়ার সম্ভবনা থাকে।