-
সব কাজের ই তো একটি উদ্দেশ্য থাকে ।ফরেক্স একটি আন্তজা'তিক মানের অন লাইন বিজনেস। বর্তমান সময়ের প্রেক্ষিতে আমি মনে করি আমাদের সকলেরই ফরেক্স শিখা উচিত।কারন এটা অধিক আয়ের অন্যতম একটা রাস্তা।একমাত্র ফরেক্সের মাধ্যমেই ঘরে বসেই অল্প পরিশ্রমে অধিক আয় করা সম্ভব। ফরেক্স এর মাধ্যেমে আর্থিক ভাবে স্বাবল্বি হওয়া যায় যে কারণে আমি ফরেক্স শিখেছি।
-
ফরেক্স শিখার একমাত্র উদ্দেশ্য হল আর্থিকভাবে সচছল হয়ে বেকারত্ব লাগব করা। ফরেক্সের মাধ্যমে আমি আর্থিক ভাবে স্বাবলম্বী হতে চা্ই, তাই আমি ফরেক্স করছি। বর্তমান প্রেক্ষিতে আমি মনে করি সবাই অন্য কাজের ফাঁকে ফরেক্স করা উচিত। কারন ফরেক্স হচ্ছে অধিক উপার্জনের একটি রাস্তা। একমাত্র ফরেক্স ঘরে বসে অল্প পরিশ্রম করে অধিক আয় করা সম্ভব।
-
প্রতিটি কাজের পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে আর আমার ও একটা উদ্দেশ্য আছে সেই টা হলো আমার বেকারত্ব দুর করা।আমি চায় আমি এখন যেভাবে বেকারত্ব ভুগতেছি আমার ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে বেকারত্ব দুর করায় আমার মুল উদ্দেশ্য।আর আমি জানি আমি এই ফরেক্স মার্কেট থেকে নিজেকে আর্থিক উন্নয়ন করতে পারবো কিন্তু তার জন্য আমাকে আগে ফরেক্স সম্পর্কে খুব ভাল করে যেনে তার পর কাজ শুরু করতে হবে।
-
কেন ফরেক্স শিখবেন এই কথার ব্যাখ্যায় স্বাভাবিকভাবেই বলতে হচ্ছে যে আমরা ফরেক্স করছি আমাদের নিজেদের জন্য একটা সোনালী ভবিষ্যৎ প্রতিষ্টার জন্যই । যত বেশি পরিমাণে আমরা ফরেক্স করব তত বেশি পরিমাণে আমরা লাভবান হতে পারব । ফরেক্সে বর্তমান বিশ্বের অত্যন্ত জনপ্রিয় এবং একটা স্মার্ট পেশা হিসেবে সারা বিশ্বব্যাপি স্বিকৃত । যত বেশি পরিমাণে ফরেক্স তত বেশি পরিমাণে লাভ । ফরেক্স মার্কেটে কাজ করে নিজের জীবন বদলানো যায়।
-
ফোরামে এড হওয়ার প্রধান ও প্রথম কারন হলো বোমাস নিয়ে টেড করা।কিন্তু এখন ফোরাম বোনস দিলেও তার থেকে বেশি দেয় অভিজ্ঞতা। ফোরামে বহুত দক্ষ টেডাররা আছে যারা নিয়মিত নতুন ও সবাই কে পরামশ বা কৌশল শেয়ার করে। আর আমরা যারা নতুন তারা ফোরাম এর দক্ষ ভাইদের কাছে থেকে শিখে নেই।আর ফরেক্স এ দক্ষ হতে পারলে ফরেক্স থেকে প্রচুর প্রফিট করা সম্ভব
-
আমি মুলত ফরেক্স শিখতাছি কারণ এটি অনেক মুনাফাভিত্তিক ব্যবসা এবং এটি খুব সহজেই ঘরে বসে থেকে করা যায়। তাছাড়া এই ব্যবসা সপ্তাহে ৫ দিন তাও আবার ২৪ ঘণ্টাই খোলা থাকে। অর্থাৎ আমরা যে কোন সময় এই ব্যবসায় ট্রেড করতে পারবো। আমার মনে হয় প্রায় সকলেই এই সকল কারণেই এই ব্যবসার প্রতি এতটা আগ্রহ। আমি বর্তমানে চেষ্টা করতাছি এই ব্যবসাকে আমার মূল ব্যবসা হিসেবে নিতে আর এই কারণেই আমি এই ব্যবসার পিছনে বেশি সময় দিতাছি শিখার জন্য। কারণ জ্ঞান ছাড়া সফলতা এই ব্যবসা হতে সম্ভব নয়।
-
ফরেক্স একটি চমত্কার ব্যবসা ক্ষেত্র যেখানে আপনি বৈদেশিক মূদ্রা বিনিময়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন।এটি একটি আদর্শ জীবিকা মাধ্যম কেননা এখানে আপনি আপনার সামর্থ অনুযায়ি ইনকাম করতে পারেন। চাকরির বাজারের মতো অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে না। শুধুমাত্র ট্রেডিং স্কিল আপনাকে প্রচুর অর্থ এনে দিতে পারে। এজন্য বর্তমান বিশ্বে ফরেক্স মার্কেটিং একটি লাভজনক এবং অত্যান্ত কার্যকরী জীবিকার উৎস যা চাকরি অপেক্ষা শ্রেয়।
-
ফরেক্স হলো একটি অনলাইন ব্যবসা যেখানে সকল পেশার মানুষ কাজ করতে পারে।এবং এখান থেকে অর্থ উপার্জন করতে পারে ।এটি আপনার ব্যবসার পাশাপাশি যেকোনো সময় করতে পারি ।আবার এটিকে ব্যবসা হিসেবে ব্যবহার করতে পারি ।ফরেক্স আমরা ব্যবহার করবো কারণ এটি ভালো ভাবে করতে পারলে খুবই লাভ জনক একটি ব্যবসা ।
-
ফরেক্স এর উপর আপনার যদি দক্ষতা না থাকে তাহলে এখানে বেশি দিন টিকে থাকতে পারবেন না। কারণ ফরেক্স মার্কেটে ট্রেড করার কিছু নিয়ম কানুন আছে। এগুলো জানা খুব প্রয়োজন। যেমন; মার্কেট এনালাইসিস করা, মানি ম্যানেজমেন্ট অনুযায়ী কত লট নিয়ে ট্রেড করা উচিৎ, কিভাবে ঝুঁকি কম নিয়ে ট্রেড করলে একাউন্ট সুরক্ষিত রাখা যায় ইত্যাদি এগুলো জানা খুবই জররী। এগুলি জানার জন্য প্রাথমিকভাবে আপনাকে মিনিমাম ছয় মাস ডেমো ট্রেডিং করা উচিৎ। আমি মনে করি যতদিন না আপনি দক্ষ না হচ্ছেন ততদিন ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিৎ। ডেমো ট্রেডিং করলে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ধারণা পাবেন এবং পরবর্তীতে আপনার রিয়েল ট্রেড করতে সুবিধা হবে। ফরেক্স আয় করার জন্য নিসন্দেহে একটি ভাল মাধ্যম। কিন্তু ফরেক্স মার্কেটে টিকে থাকাটা চ্যালেঞ্জের বিষয়। এখান থেকে যারা বিদায় নেয় তাদের মধ্যে শতকরা ৯৫ শতাংশ হলো বিগেইনারা। তাই আগে প্রফিট নয় নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই আমরা ফরেক্স শিখব।
-
আমি ফরেক্স শিখবো কারন আমি মনে করি যে বর্তমানে ঘরে বসে সহজ উপায়ে টাকা আয় করার একটা আন্নতম রাস্তা হল ফরেক্স। তাই আমি যাতে করে ঘরে বসে টাকা ইনকাম করতে পারি তাই আমি ফরেক্স শিখবো।