-
আমার জানা মতে ভাল ট্রেডার হতে হলে ট্রেড সম্পর্কে পরিপুর্ন জ্ঞান অর্জন করতে হয়। কিভাবে ট্রেড করলে প্রফিট বেশি হবে লস কম হবে সে দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হয়। বিভিন্ন ফরেক্স রিলেটেড অয়েবসাইট থেকে বিশ্বের বড় বড় ট্রেডারের সাফল্যের পেছনের কারন গুলো জানতে হয়। তাদের ট্রেড থেকে শিক্ষা নিয়ে সেই অনুযায়ি নিজের একটা ভাল সিস্টেম ডেভেলপ করে এগিয়ে যেতে হয়। এবং তা কন্টিনিউ ধরে রাখলে পরিপুর্ন ট্রেডার হওয়া যায়।
-
ফরেক্স এ আপনি যদি একজন ভাল মানের ট্রেডার হতে চান তবে আপনাকে অনেক অনেক কিছু জানতে হবে। আর আপনি যদি জানতে চান তাহলে আপনাকে অনেক অনেক পরাশুনা করতে হবে।আর পাসাপাশি থাকতে হবে প্রচুর পরিমানে অভিজ্ঞতা। আপনাকে অনেক আনালাইসিস ও করতে হবে। তবেই আপনি একজন ভাল মানের ট্রেডার হতে পারবেন।
-
প্রতিটা মানুষের উন্নতির পিছনে রয়েছে অক্লান্ত প্ররিশ্রম আর ধৈর্যশিলতা।ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে গেলে আপনাকে মার্কেট সম্পর্কে অনেক পড়ালেখা করতে হবে।মার্কেটে ট্রেড করার আগে অন্তত সব ধরনের এনালাইসিস করতে হবে।মার্কেটের প্রতিটা মুভমেন্ট লক্ষ রাখতে হবে।
-
ভাল ট্রেডার নয় লক্ষ্য ও উদ্দেশ্য হতে হবে শুধু মাত্র ইফেক্টিভ ট্রেডার হওয়ার জন্য । আপনি আপনার ট্রেডিং দক্ষতা ,জ্ঞান,ও ট্রেডিং স্ট্যাটেজির ঠিক কতটা পরিমাণে যথার্থ করতে পেরেছেন তার প্রমাণ হবে আপনার প্রত্যকটা ট্রেডিং এর ফলাফল । ফরেক্সে ট্রেড করতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে মনে রাখতে হবে নিজের যোগ্যতার যথার্থ ইম্পিমেন্ট করতে হবে শুধুমাত্র ফরেক্স ট্রেডিং এ ।
-
আমি মনে করি ফরেক্স ভালো ট্রেডার হতে হলে আপনাকে ধরয শিল, ফরেক্স মাকেটে সম্পরকে দক্ষতা আজন করতে হবে | আমার মনে ফরেক্স মাকেটে যারা আয় করে তারা বেশির ভাগ হল দক্ষ তাই তারা আয় করতে পারে | ফরেক্স মাকেটে যে যত পরিশ্রম করতে পারবে সে তত ফরেক্স সম্পরকে শিখতে পারবে | ফরেক্স এর সাথে থাকুন ফরেক্স থেকে আয় করুন |
-
আমরা অনেক সময় ফরেক্স এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় এড়িযে যাই যা পরবর্তিতে একজন ভালো ট্রেডার হয়ে উঠতে বড় বাধা হয়ে দাড়ায়। তাই সকল ট্রেডার দের ট্রেড সম্পর্কে খুটি নাটি বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ট্রেড করতে হবে।কঠর ভাবে ফরেক্স শিখতে হবে তাহলেই আপনি ভালে ট্রেডার এবং সাফল ট্রেডার হতে পরবেন বলে আমি মনে করি।
-
ভালো ট্রেডার হতে হলে অবশ্যই আমাকে যে গুণগুলো অর্জন করতে হবে নিম্নে সেগুলো বর্ণনা করা হল :
(১) মার্কেট এ্যানালাইসিস বেশী বেশী করতে হবে ।
(২) ধৈর্য্য ধারণ করতে হবে ।
(৩) নিউজ দেখতে হবে ।
(৪) লোভ মোটেই করা যাবে না ।
(৫) ডেমো প্রতিদিন করতে হবে ।
-
মার্কেটে ভাল ট্রেডার হতে হলে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এ্যানালাইসিসে ভালো দক্ষতা অর্জন করতে হবে । টেকনিক্যাল এ্যানালাইসিস করার মত জ্ঞান অর্জন করতে হবে । একজন ভালো ট্রেডার হতে হলে আপনাকে সেসব গুনাবলী অর্জন করতে হবে । অামরা অবশ্যই এ্যানালাইসিস বেশী থেকে বেশী করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ভালো ট্রেডার হতে আমরা সবাই চাই৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে৷বিশ্বের সকল ট্রেডারগণ তিনটি পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷আর লাগবে একাগ্রতা,দৃঢ় প্রত্যয়,ঠিক যেন কচ্ছপের মত ৷
-
ভাল ট্রেডার সবাই হতে চায় । কারন একজন ভাল ট্রেডার অনেক ভাল প্রফিট করতে পারে ফরেক্স থেকে । আমি নিজেও অনেক আয় করি কিন্তু আমি অনেক ভাল ট্রেডার না । তবে আমি মনে করি একটা সময়ে আমি অনেক ভাল ট্রেডার হব । ভাল ট্রেডার হতে হলে আসলে এনালাইসিস ও ইন্ডিকেটরের ব্যবহার জানা প্রয়োজন ।