ট্রেডে লস খাওয়াটা সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে।ব্যবসা করলে ও লস হয় ফরেক্স ও ঠিক তাই।ভাল ট্রেডার লাভ লস মিলিয়ে এভারেজ লাভটা ধরে রাখতে পারে।
Printable View
ট্রেডে লস খাওয়াটা সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে।ব্যবসা করলে ও লস হয় ফরেক্স ও ঠিক তাই।ভাল ট্রেডার লাভ লস মিলিয়ে এভারেজ লাভটা ধরে রাখতে পারে।
আপনি ঠিকই বলেছেন লাভ লস সবার খেত্রেই ঘটে। ব্যবসা করলে ও লস হয় তাই বলে কি মানুষ ব্যবসা করা বাদ দেয়। ফরেক্স ও ঠিক তাই।
দক্ষ ট্রেডাররাও কম বা বেশি লস করে থাকে। কেউ যে শুধু লাভ করে তা নয়। লাভ এবং লস এই দুটো ফরেক্স এ বিদ্যমান। লস ছাড়া ফরেক্স করা সম্ভব নয়। লস মেনে নেওয়ার যার ক্ষমতা আছে সেই ফরেক্স ট্রেডার হতে পারবে। তাই লস ফরেক্স এর একটি অংশ।
লস করা ব্যাতিত কেউ এই মার্কেটে উন্নতি করতে পারে না । লস করতে করতেই একমসময় গিয়ে একজন মানুষ পূর্ণাঙ্গ হতে পারে । তাই সর্বদা চেষ্টা করতে হবে লস যেন বেশি না হয় এবং লস করার সাথে সাথে লসের কারণ উদঘাটন করার চেষ্টা করুন এতে করে আপনি অনেক বেশি পরিমানে লাভের দিকে যেতে পারবেন । ফরেক্সে যে যত বেশি পরিমাণে লস করবে ভবিষ্যতে সে তত বেশি ভালো করতে পারবে ।
ফরেক্স ব্যবসায় লাভ লস থাকবেই।আপনি যদি ফরেক্স ভালো ভাবে না শিখে শুরু করেন তাহলে আপনার লস হবেই এবং নিজেকে পুরোপুরি দক্ষ করে তুলে ফরেক্স ব্যবসায় শুরু করলে লাভ লস মিলিয়ে আপনার লাভ হবেই।ফরেক্স ট্রেডে লস করাটা কোন বিষয় না কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে যে কোন সবসময় লস হতে পারে তবে এটা কোন বিষয় না লস করাটা ফরেক্স মার্কেটে সাধারন বিষয় বলে মনে করা উচিৎ।প্রতিটি ব্যবসায়ই লাভ লস থাকে আর ফরেক্স এ যদি লসও হয় তাহলে লসটা কম হয় আর ফরেক্স এ যদি লাভ হয় তাহলে লাভটা হয় লসে এ চাইতে কয়এক গুন।
এ কথা সত্য যে সব ট্রেডারই লস করে থাকেন কেননা কোন সুত্র বা ক্যালকুলেশনই ১০০% সঠিক নয় তাই যে কোন সময়ে লস হতে পারে । তবে মানি ম্যানেজনমেন্ট মেনে চললে লসের পরে আবার প্রফিট করে সেটা পুশিয়ে নেয়া যায় । এতে হতাস হবার কিছু নাই মানিম্যানেজমেন্ট মেনে চললেই ব্যালেন্স জিরো হবেনা ।
লাভ লস ব্যবসার মৌলিক অংশ। ফরেক্সও তার ব্যতিক্রম নয়। যারা ফরেক্স ট্রেডিং করতে আসে তারা শুরুতে কেউই অভিজ্ঞ থাকেনা। আর ফরেক্স সম্পুর্ন অভিজ্ঞতা নির্ভর। অভিজ্ঞতা না থাকায় সবাই শুরুর দিকে বেশ লস করে। তাছাড়া ফরেক্স মার্কেট একটূ অনিশ্চিত। তাই সব ট্রেডারই লসের স্বাদ গ্রহণ করে।
ফরেক্স মার্কেট এ সব ট্রেডার লস করে তবে দেখতে হবে যেন লস আপনার লাভ এর সমান না হয় যেমন আমি ট্রেড করি আমার স্টপ লস যদি ৩ ডলার হয় তাহলে আমার টিপি হয় ২০ ডলার তার মানে আমি এক ট্রেড এ যা লাভ করি তা ৭ ট্রেড লস করলেও লস এর সমান হবে না তাই আপনি লস করলেও আপনাকে লাভ ধরে রাখতে হবে ফরেক্স মার্কেট এ
যেহেতু ফরেক্স একটি অনশ্চিত মাকেট তাই কেউ এই মার্কেট সম্পর্কে সঠিক ভাবে বলতে পারবেন যে আপনি লস খাবেন না। এই মার্কেটে লাভ লস দুটো বিদ্যামন থাকবে তবে কিছু কিছু সময় আপনাকে দেখে শুনে ট্রেড ওপেন করতে হবে আর যদি আপনি নিউজগুলো সঠিকভাবে পড়ে বুঝতে পারেন এমনকি মার্কেট এনালাইসিসগুলো সঠিকভাবে নিজের মধ্যে আয়ত্ব করেন নিতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স লস না খেয়ে বরং লাভ করতে পারবেন প্রায় প্রতিটি ট্রেডে। এজন্য অবশ্যই আপনাকে বেসিক দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আপনি লস কিছুটা হলেও ঠেকাতে পারবেন।
লস হওয়া স্বাভাবিক । যদি ফরেক্স মার্কেট এ কারও লস না হয় , তাহলে হয় সে দেবতা না হয় ভুত , প্রেত, জ্বীন বা অন্যকোনো অশীরীরি । তাই লস মানে আপনি খারাপ ট্রেডার এমনটা নয় । আপনি তখনই একজন ভালো ট্রেডার হতে পারবেন । যখন আপনি নিয়ম মাফিক লস করতে পারবেন । আর যদি লস না করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন না । এখানে লস করতে পারা মানে , নিয়মতান্ত্রিক উপায়ে লস করা ।