-
ফরেক্স মার্কেট এ বিনা পজিতে ট্রেড করার জন্য আমাদেরকে ইন্সটাফরেক্স একটি সুন্দর সুবিদা দিয়েছে। তা হচ্ছে ফরেক্স ফোরাম,ফরেক্স ফোরাম এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুজিতে ট্রেড করতে পারি।পনার পোস্টটি যদি অন্য কেউ পরতে না পারে বা কারো উপকার না হয় তাহলে তো এই সব ফাউল পোস্ট দিয়া উচিত নয়।তাই না জেনে সব প্রশ্ন উত্তর দেওয়াটাও ঠিক না।২লাইন এর কম উত্তর দেওয়া ঠিক না ইত্যাদি নিয়ম গুলা মনে রাখবেন তাহলে হয়তো পোস্ট বাতিল হবে না।
-
ফরেক্স ফোরামে কোনো টপিকের উপর পোস্ট করা হলে ওই পোস্টটি সর্বনিম্ন দুই লাইনের হতে হবে।ওই দুই লাইনের মধ্যে কোন প্রকার স্মাইলি চিন্হ। ব্যবহার করা যাবে না।তাছাড়া যে টপিকের উপর পোস্ট করা হবে আপনার লেখা ওই টপিকের উপর হতে হবে।লেখার মান উন্নত হতে হবে এবং বানান সম্ভাব্য কম ভুল করতে হবে।অন্যথায় আপনার পোস্টটি বাতিল বা ডিলিট করা হতে পারে।
-
ফরেক্স বাংলা ফোরামে কোন পোস্ট বাতিল করার অনেকগুলো কারণ রয়েছে। ফরেক্স বাংলা ফোরামে আমরা যে পোস্টগুলো করব সে পোস্টগুলো হতে হবে শিক্ষনীয়, রুচিপূর্ণ এবং শব্দগুলো হতে হবে নির্ভুল। এছাড়া কোন প্রকারের স্মাইলি ব্যতীত প্রতিটি পোস্ট সর্বনিম্ন দুই লাইনের হতে হবে। তাই যে সকল পোস্ট শিক্ষনীয় নয়, অরুচি পূর্ণ এবং ভুল শব্দের সমাহারে সজ্জিত থাকে সেই সকল পোষ্টই বাতিল করা হয়। আবার একই পোস্ট একাধিক করলে বা অন্য কারো পোস্ট হুবহু নকল করলে ওই পোস্ট মডারেটর কর্তৃক বাতিল বলে গণ্য হয়।
-
ফরেক্সে পোষ্ট বাতিলের ব্যাপারটা আসোলে আগে কখনো দেখিনাই। হতেও পারে। তবে ধারণা মতে পোষ্ট বাতিলের কারন হল copy past এবং খুব ছোট পোষ্ট করলে হয়তো বাতিল হয়।
-
যেকোনো কাজের সঠিক নিয়ম কারণ নির্দেশ করা থাকে এবং সে অনুযায়ী আপনাকে কাজটি করতে হবে অন্যথায় গ্রহণযোগ্য হবে না। ঠিক তেমনি ফরেক্সে পোস্ট করতে হলে আপনাকে অবশ্যই যেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে সেই বিষয়টি উল্লেখ করবেন অন্য কোন কিছু উল্লেখ করা যাবে না। অন্য কারো লেখা আপনি কপি করে সেখানে পেস্ট করতে পারবেন না। ফরেক্স সম্পর্কে কর্তৃপক্ষকে কোন রকম বাজে মন্তব্য করবেন না তাহলে আপনার পোস্টটি বাতিল বলে গণ্য হবে।
-
পোস্ট অনেকগুলো কারণে বাতিল করা হয় যে গুলো ফোরাম রুলসে দেওয়া থাকে। সকলের উচিত সর্বপ্রথম রুলস পড়ে সেই অনুযায়ী পোস্ট করা তা না হলে পোস্ট বাতিল হয়ে যেতে পারে। এছাড়া পোস্টে গালি দিলে,বানানে অতিরিক্ত ভুল হলে এবং কমপক্ষে ২ লাইনের নিচে পোস্ট লিখলে পোস্ট বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য পোস্ট লেখার আগে দেখে নেওয়া উচিত তা বিষয়বস্তু বহন করছে কিনা, যত্নশীল হতে হবে পোস্ট লেখার প্রতি।
-
পোস্ট বাতিল করার অনেক কারন রয়েছে।আপনি ফোরামের নিয়মকানুন গুলো পড়লেই সেখান থেকে বুজতে পারবেন পোস্ট কেন বাতিল হতে পারে।তবে আমি যতটুকু জানি অন্য কারো পোস্ট কপি করলে পোস্ট বাতিল হতে পারে,আপনার পোস্ট ছোট হলে বা পোস্টকারীর চাহিদামোতাবেক না করে ভুলভাল পোস্ট করলে পোস্ট বাতিল হতে পারে।
-
ফোরামের পোস্টগুলো প্রশ্নের আলোকে যুক্তিসংগত হতে হবে। প্রশ্নের এর বেসিক ধারণা যেন আপনার পোস্ট থেকে পাওয়া যায় সে ব্যাপারেই আপনাকে লিখতে হবে।এছাড়াও ফোরাম এর কিছু নিয়ম কারণ রয়েছে যেগুলো আপনাকে যথাযথ মেনে চলতে হবে। ফোরামের বহির্ভূত কোনো লিখন লেখা যাবে না। একই প্রশ্নের উত্তর বার বার দিলে তা রিজেক্ট করে দিতে পারে। অথবা উত্তর গুলো যদি খুব ছোট ছোট হয় তাও রিজেক্ট করে দিতে পারে। কাজেই আমাদের উচিত ফোরামের পোস্টগুলো করার সময় যথাযথভাবে নিয়ম কারণ গুলো মেনে করা। পোষ্টের বানানগুলো নির্ভুল ভাবে করার চেষ্টা করা।পোস্ট গুলোর মাঝে শিক্ষণীয় কিছু কথা থাকা এবং মার্জনীয় হওয়া দরকার।
-
আপনি যদি ফোরামের নিয়মগুলোকে খুব ভাল করে দেখেন তাহলে দেখতে পারবেন যে সেখানে খুব স্পষ্টভাবেই লেখা আছে যে কি কি কারনে পোষ্ট বাতিল করা হয়ে থাকে। যেমন আপনি যদি কোন টপিক এর উপরে পোস্ট করে থাকেন তাহলে আপনার আলোচনাটা সেই টপিকস সম্বন্ধেই হতে হবে, এবং বানানগুলো হতে হবে নির্ভুল, এবং আপনি যে আলোচনা করলেন সেটাও হতে হবে মানসম্পন্ন ও যুক্তি নির্ভর। এবং সেই পোস্টটা হতে হবে কমপক্ষে দুলাইন, কিন্তু আপনি যদি কোন নিয়মের তোয়াক্কা না করে শুধুমাত্র বোনাস পাবার আশায় নিজের ইচ্ছা খুশিমতোপোস্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার পোস্ট বাতিল করার হতে পারে।এছাড়া আপনি যদি একই টপিক বা প্রশ্নে বারবার একই রকম উত্তর পোস্ট করে থাকেন সেক্ষেত্রে পোস্ট বাতিল করা হতে পারে,
-
পোস্ট বাতিল করার পেছনে অনেক কারণ রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারনটি হল পোস্ট করার জন্য ফোরামের যে নিতিমালা রয়েছে সেগুলো অনুসরণ না করা ।অনেকেই শুধু বোনাস পাওয়ার আশায় ফোরামের কোন নিতিমালা না অনুসরণ করে অর্থহীন এবং অপ্রয়োজনীয় পোস্ট লিখে থাকেন যা অনেক ত্রুটিপূর্ণও । তাদের ক্ষেত্রে আমি বলব এই ফোরাম আমাদের যে অভাবনীয় সুযোগ সৃষ্টি করে দিয়েছে তার যদি আমরা অসৎ ব্যবহার করি তাহলে আমাদের জন্য তা হবে আরও ক্ষতিকর ।