প্রফিট করা নয় ফরেক্স এ টিকিয়া থাকাটাই বড় কথা। এখানে সব সময় অল্প রিস্ক নিয়ে বেশি লাভ করার চিন্তা করতে হবে। এজন্য অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। অল্প প্রফিট করারো ভালো লস করার চেয়েও। কারন একবার বড় লসে পরে গেলে সেটা রিকভার করা কঠিন হয়ে পরে।
Printable View
প্রফিট করা নয় ফরেক্স এ টিকিয়া থাকাটাই বড় কথা। এখানে সব সময় অল্প রিস্ক নিয়ে বেশি লাভ করার চিন্তা করতে হবে। এজন্য অল্প রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। অল্প প্রফিট করারো ভালো লস করার চেয়েও। কারন একবার বড় লসে পরে গেলে সেটা রিকভার করা কঠিন হয়ে পরে।
ব্যবসায় রিক্স থাকবেই। আপনাকে ভাল ভাবে মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে মার্কেট সম্পর্কে ভাল ভাবে শিখতে হবে। যদি আপনি না জেনে ট্রেড করেন তাহলে আপনাকে লস খেতে হবে। আপনার যদি জানা না থাকে তাহলে আপনি অনেক রিক্স নিয়ে ট্রেড করবেননা আপনার একাউন্ট জিরো হয়ে যাবে। তাই প্রথম অবস্থায় ঝুকি কম নিবেন। লাভ এখন কম হলেও পরবর্তীতে ভাল করতে পারবেন।
আমরা যদি ফরেক্সে আমাদের আবেগ কে কন্ট্রোল করে ট্রেডিং করি তাহলে আমি মনেকরি,, প্রতি মাসে অবশ্যই আমাদের অনেক লাভ থাকবে।।। ফরেক্স এমনি তেই খুব রিস্কি ব্যাবসা।। তাই এখানে অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে আমরা মাস শেষে ১৫০ -২০০ ডলার ইনকাম করতে পারি।।।
হ্যা ভাই আপনি িএকদম ঠিক বলেছেন যে একজন ট্রেডারের সব সময় অল্প রিস্কে টেড করা উচিত কারন আপনি যদি বেশি রিস্কে ট্রেড ওপেন করেন মানে বড় লটে তবে তা পজেটিভ হলে আপনি কিছু লাভ হলে যেমন ক্লোজ করবেন মানে আপনি কোন ভাবেই টারগেটে করতে পারবেন না যে আমি ১৫০ পিপস নিব আবার নেগেহটিভ হলে একাউন্ট জিরো হবার ভয়ে থাকবেন, ধন্যবাদ।
অনেক ট্রেডার আছে যারা ৫০% থেকে ৮০% পর্যন্ত রিস্ক নিয়ে ট্রেড করেন । কিন্তু আমি সব সময় ২০% রিস্ক নিয়ে ট্রেড করি । কারন আমি অনেক অনেক লস করেছি ফরেক্স থেকে । আমি জানি ফরেক্স ব্যবসায় এক বার লস করলে সে লস রিকভার করা খুব কষ্ট । আমি এখন আর লস করি না আর অনেক লস করতেও চাই না । আমি ফরেক্স থেকে সারা জীবন টাকা আয় করতে চাই ।
ফরেক্স ট্রেডিং এ একজন ট্রেডার এর মূল কাজ হচ্ছে রিস্ক কমিয়ে এনে লাভের পরিমান বাড়ানোর চেষ্টা করা । আপনি যত ভালভাবে আপনার রিস্ক ব্যবহার করে কমিয়ে ফেলতে পারবেন তত বেশি সুখী হবেন বলে আশা করা যায় । তাই রিস্ক এর বিষয়ে আর ভালভাবে মেনেজমেন্ট করা শিখতে হবে বলে আমি মনে করি ।
আমি মনে করি আমার মতো নতুন ট্রেডেডারদের জন্য অল্প রিস্ক নিয়ে ট্রেড করা ভাল। ব্যবসায়ে একটা কথা প্রচলন আছে যত রিস্ক তত মুনাফা কিন্তু ফরেক্স এর হিসাবে আলাদা এখানে যত কম রিস্ক তত নিরাপত্তা বেশি। অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে লস হলেও ততটা প্রভাব পড়ে না।অল্প রিস্ক নিয়ে ট্রেড করলে ব্যবসায়ে লসের পরিমান কম থাকে। এজন্য অল্প রিস্ক এবং পুঁজি নিয়ে ট্রেড করা ভাল। আমি অল্প পুলি নিয়ে ট্রেড শুরু করছি।
ট্রেডের ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখে রিক্স নামক শব্দটি যার মূল্য দিতে হয় এই ফরেক্স এ । আমরা যখন ট্রেড করে থাকি তার প্রতিটি সময় ধরে একটি রিক্স মনের মধ্যে জেগেই থাকে । এক কথায় হচ্ছে আপনি যদি রিক্ম ছাড়া অথ্যাথ নিজের মনের মধ্যে সংকোচ ছাড়া ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই ভাল করতে পারবেন ।
আপনি যত বেশি ঝুকি নিবেন তত বেশি লাভের আশংকা থাকে। তবে আপনাকে আগে ফরেক্স বুঝতে হবে। আপনি ফরেক্স না বুঝে বেশি বেশি ঝুঁকি নিবেন আপার লস টা ও বেশি বেশি হবে। না জেনে আপনি কখনোই ব্যবসায়ে সফল হবেন না । আর ফরেক্স এ ট্রেড করতে হলে তা সম্পর্কে ভাল ভাবে জানতে হবে । যদি জানা না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না ।
ফরেক্সে টিকে থাকার অন্যতম উপায় অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করা। অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করলে লস কম হবে এমন মানসিকতার ফলে আত্ববিশ্বাস থাকে। আর প্রতি ট্রেডেই লস হবে এমনও নয়।ধৈর্য্য ধরে অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করে গেলে লসের চাইতে লাভের পরিমান বেশি হয়ে যায়।এভাবে ট্রেডিংয়ে অনেকদিন টিকে থেকে অভিজ্ঞতা হয়ে গেলে আস্তে আস্তে সফলতার চূরান্ত পর্যায়ে যাওয়া যেতে পারে।